পর্তুগালের ইউরো জয় বিশ্বকাপ জয়ের সমান: রোনালদো

সর্বশেষ ইউরো চ্যাম্পিয়নশিপে গোলই করতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনালদো। যে কষ্ট পর্তুগিজ তারকার চোখ থেকে পানি ঝরিয়েছিল। স্লোভেনিয়ার বিপক্ষে পেনাল্টি মিসের পর বহু চেষ্টায়ও নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেননি আল নাসর তারকা।

এবার উয়েফা নেশনস লিগে এসেও আবেগ সংবরণ করতে পারলেন না রোনালদো। তবে এবার কষ্টে নয়, তর্কযোগ্যভাবে বর্তমান ফুটবল বিশ্বের সেরা তারকা আবেগআপ্লুত হয়েছেন আনন্দে। এটি রেকর্ড ছোঁয়ার আনন্দ; প্রথম ফুটবলার হিসেবে ক্লাব ও জাতীয় দলের হয়ে ৯০০ গোল করার আনন্দ।

নেশনস লিগের প্রথম ম্যাচেই গোল পেয়েছেন রোনালদো। গতকাল বৃহস্পতিবার ক্রোয়েশিয়ার বিপক্ষে গোল করেন ‘সিআরসেভেন’। এরপরই আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। এদিন লুকা মদ্রিচদের ২-১ গোলে হারায় পর্তুগাল।

ম্যাচ শেষে রোনালদো বলেন, ‘৯০০ গোল অন্য যেকোনো মাইলফলকের মতো মনে হয়। কিন্তু শুধুমাত্র আমি জানি, এই ৯০০ গোল করতে প্রতিদিন আমাকে কতটা কঠিন পরিশ্রম করতে হয়েছে। এটা আমার ক্যারিয়ারের একটি অনন্য মাইলফলক। আমি খুবই গর্বিত। আমার বয়স সাড়ে ৩৯ বছর…। এই কারণেই যখন এই রেকর্ডগুলো হয়, আমি খুব আবেগপ্রবণ হয়ে যাই।’

এরপর পর্তুগালের হয়ে নিজের সফলতা তুলে ধরেন রোনালদো। তিনি বলেন, ‘পর্তুগালের ইউরো জয় বিশ্বকাপের জয়ের সমান। আমি ইতিমধ্যে পর্তুগালের হয়ে দুটি ট্রফি জিতেছি। যা আমি সত্যিই চেয়েছিলাম। আমি এর দ্বারা অনুপ্রাণিত নই, এটি ভিন্ন…।’

২০১৬ সালে রোনালদোর নেতৃত্বে ইউরো শিরোপা জেতে পর্তুগাল।

রোনালদো আরও বলেন, ‘আমি ফুটবল উপভোগ করে অনুপ্রাণিত হই এবং রেকর্ড স্বাভাবিকভাবেই আমার কাছে আসে। আমি রেকর্ড ভাঙি না… সেগুলোই আমাকে খুঁজে বেড়ায়।’

৯০০ গোলের মাইলফলক স্পর্শ করায় রোনালদোকে অভিননন্দন জানিয়েছে তার সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদ। ক্লাবটি নিজেদের ভ্যারিফাইড ফেসবুক পেইজে লিখেছে, ‘আরেকটি ঐতিহাসিক মাইলফলক। রিয়াল মাদ্রিদ এবং বিশ্ব ফুটবলের অন্যতম সেরা কিংবদন্তির পেশাদার ক্যারিয়ারে ৯০০ গোল। অভিনন্দন, প্রিয় এবং প্রশংসিত ক্রিশ্চিয়ানো! রিয়াল মাদ্রিদ ও মাদ্রিদ সমর্থকরা সবসময় তোমাকে নিয়ে গর্বিত।’

রিয়ালের হয়েই সবচেয়ে বেশি গোল করেছেন রোনালদো। ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত স্প্যানিশ ক্লাবটির হয়ে ৪৫০ গোল করেছিলেন বর্তমান আল নাসর তারকা।

  • Rofiq Kazi

    Related Posts

    রাজশাহীতে বাসচাপায় নিহত ২

    রাজশাহীতে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৫ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কমলাকান্তপুর কাজীপাড়া গ্রামের হুমায়ুন…

    Continue reading
    ২৪ ঘণ্টায় ২৮ ফিলিস্তিনিকে হত্যা

    অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালিয়ে গত ২৪ ঘণ্টায় অন্তত ২৮ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এতে আহত হয়েছেন ১২০ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছেন। অন্যদিকে প্রতিবেশী দেশ লেবাননের…

    Continue reading

    রাজশাহীতে বাসচাপায় নিহত ২

    রাজশাহীতে বাসচাপায় নিহত ২

    ২৪ ঘণ্টায় ২৮ ফিলিস্তিনিকে হত্যা

    ২৪ ঘণ্টায় ২৮ ফিলিস্তিনিকে হত্যা

    রাস উৎসবে কুয়াকাটায় পর্যটকদের ঢল

    রাস উৎসবে কুয়াকাটায় পর্যটকদের ঢল

    একাই ১০ উইকেট নিলেন ভারতীয় পেসার

    একাই ১০ উইকেট নিলেন ভারতীয় পেসার

    শাকিবের সঙ্গী বলিউডের নায়িকা, ৮৩ হলে মুক্তি পেলো ‘দরদ’

    শাকিবের সঙ্গী বলিউডের নায়িকা, ৮৩ হলে মুক্তি পেলো ‘দরদ’

    মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের জরুরি বিজ্ঞপ্তি

    মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের জরুরি বিজ্ঞপ্তি

    আগের সরকারের পুনরাবৃত্তির প্রশ্নই আসে না: আসিফ নজরুল

    আগের সরকারের পুনরাবৃত্তির প্রশ্নই আসে না: আসিফ নজরুল

    শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনের পর পার্লামেন্ট নির্বাচনেও জয় পেলো দিশানায়েকের জোট

    শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনের পর পার্লামেন্ট নির্বাচনেও জয় পেলো দিশানায়েকের জোট

    ‘চিৎকার করলে বাচ্চাদের মেরে ফেলব’ বলে নগদ টাকা-স্বর্ণালঙ্কার লুট

    ‘চিৎকার করলে বাচ্চাদের মেরে ফেলব’ বলে নগদ টাকা-স্বর্ণালঙ্কার লুট

    ব্রাজিলের রেফারিকে কেন শাসালেন মেসি?

    ব্রাজিলের রেফারিকে কেন শাসালেন মেসি?