
মানিকগঞ্জ পৌর বাসস্ট্যান্ড এলাকায় তেমন চোখে পড়ে না জলাবদ্ধতা। তবে ভোগান্তির নাম বাসস্ট্যান্ড থেকে জয়রা, উকুরিয়া, বাইচাইল, গড়পাড়া যাওয়ার বীর মুক্তিযোদ্ধা নিজামউদ্দিন সড়কটি। এ সড়কের আধা থেকে এক কিলোমিটার অংশ সামান্য বৃষ্টিতেই জমে যায় হাঁটুপানি। ফলে চরম ভোগান্তি পোহাতে হয় এলাকাবাসীকে।
রোববার (২০ এপ্রিল) দুপুরে সরেজমিন দেখা যায়, শুক্রবার (১৮ এপ্রিল) বৃষ্টি হয়ে গেলেও মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে বীর মুক্তিযোদ্বা নিজামউদ্দিন সড়কে এখনো জলাবদ্ধতা।

পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা চন্দন। তিনি বলেন, ‘রাস্তাটিতে বছরের প্রায় সময়ই জলাবদ্ধতা থাকে। ঠিকমতো চলাফেরা করতে পারি না। সারা বছর পানির জন্য আমাদের ভোগান্তি পোহাতে হয়।’
রিকশাচালক মোবারক হোসেন বলেন, ‘এই রাস্তায় প্রায় সময় পানি জমে থাকে। পানির মধ্যে রিকশা চালালে মোটরের ক্ষতি হয়। পাওয়ারের ক্ষতি হয়। গাড়ি নষ্ট হয়ে যায়। রিং জং ধরে সব নষ্ট হয়ে যায়।’

এ বিষয়ে জানতে মানিকগঞ্জ পৌরসভার প্রশাসক সানজিদা জিয়াসমিনের ফোনে একাধিকবার কল করেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
মানিকগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শেখ মেজবাহ উল সাবেরিন বলেন, আগামীকাল ওই সড়কটি দেখতে যাবো। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।