
আইপিএলের ম্যাচে মুখোমুখি মুম্বাই ইন্ডিয়ান্স আর সানরাইজার্স হায়দরাবাদ। ঘরের মাঠ ওয়াংখেড়েতে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডিয়া। অর্থাৎ প্যাট কামিন্সের হায়দরাবাদ আগে ব্যাটিং করবে।
দুই দলই পয়েন্ট তালিকার তলানির দিকে। ছয় ম্যাচের মাত্র দুটিতে জিতে সাত নম্বরে মুম্বাই ইন্ডিয়ান্স, সমান ম্যাচে সমান জয় পেলেও রানরেটে পিছিয়ে থাকায় নয়ে সানরাইজার্স হায়দরাবাদ।
হায়দরাবাদ একাদশ
ট্রাভিস হেড, অভিষেক শর্মা, ইশান কিশান, নিতিশ কুমার রেড্ডি, হেনরিখ ক্লাসেন, অনিকেত ভার্মা, প্যাট কামিন্স (অধিনায়ক), হর্ষল প্যাটেল, মোহাম্মদ শামি, জিশান আনসারি, ইশান মালিঙ্গা।
মুম্বাই একাদশ
রায়ান রিকেলটন, উইল জ্যাকস, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), নামান ধির, দিপক চাহার, মিচেল স্যান্টনার, ট্রেন্ট বোল্ট, জাসপ্রিত বুমরাহ, কর্ন শর্মা।