
পেরুর কালজয়ী সাহিত্যিক মারিও বার্গাস য়োসা মারা গেছেন। নোবেলজয়ী এ লেখকের মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৯ বছর।
স্থানীয় সময় রোববার (১৩ এপ্রিল) না ফেরার দেশে পাড়ি জমান মারিও। সামাজিক যোগযোগ মাধ্যমে সাহিত্যিক মারিওর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন লেখকের বড় ছেলে আলভারো বার্গাস য়োসা।
এক্সে তিনি লেখেন, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের বাবা মারিও বার্গাস য়োসা স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন। পরিবারের সদস্যরা এ সময় তার পাশে ছিলেন।
সত্তর দশকে লাতিন আমেরিকার সাহিত্যে গুরুত্বপূর্ণ লেখকদের অন্যতম ছিলেন মারিও। হঠাৎ লেখকের মৃত্যুতে লাতিন আমেরিকার সাহিত্যের সোনালি যুগের একটি বর্ণিল অধ্যায়ের অবসান হলো বলছেন সাহিত্যবোদ্ধারা।
১৯৬০ সালে ‘দ্য টাইম অব দ্য হিরো’ লিখে আন্তর্জাতিকভাবে বেশ সাড়া পান এ লেখক। তার উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে ‘দ্য টাইম অব দ্য হিরো’, ‘আন্ট জুলিয়া অ্যান্ড দ্য স্ক্রিপ্টরাইটার’, ‘দ্য গ্রিন হাউস’, ‘ডেথ ইন দ্য আন্দিজ’, ‘দ্য ওয়ার অব দ্য এন্ড অব দ্য ওয়ার্ল্ড’ এবং ‘দ্য ফিস্ট অব দ্য গোট’।
লেখালেখির জগতে ১৯৮২ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন মারিও। ১৯৯৫ সালে পান স্পেনের সবচেয়ে সম্মানজনক সারভানতেস পুরস্কার।
নোবেলজয়ী এই সাহিত্যিকের মৃত্যুতে আজ সোমবার (১৪ এপ্রিল) এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে পেরু। এদিন সরকারি ভবন ও স্থাপনায় পেরুর জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।