ঢাকা-বগুড়া মহাসড়কে ঝরল বাবা-মেয়েসহ ৩ জনের প্রাণ

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা ও মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

সোমবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার বিশালপুর ইউনিয়নের ঝুপুনিয়া সেতুর মোড়ে, একই উপজেলার মহিপুর জামতলা এলাকায় ও মহিপুরের ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে এ দুর্ঘটনাগুলো ঘটে।


নিহতরা হলেন: অলোক সরকার (২০) উপজেলার বিশালপুর ইউনিয়নের হিন্দু পানিসাড়া গ্রামের বাসিন্দা, উপজেলার মহিপুর জামতলা এলাকায় শরিফুল ইসলাম (৩২) ও তার মেয়ে সেজদা (৩)। 
 

আহতরা হলেন: শেরপুরের হিন্দু পানিসাড়া গ্রামের জয়ন্ত সরকার (২০), শুভ সরকার (১৯), মো. লিখন (২৮) ও  মো. জীবন (৩০)।

নিহতের পরিবার সূত্রে জানা যায় মোটরসাইকেলে তিন বন্ধু বেড়াতে যাচ্ছিলেন সিরাজগঞ্জের যমুনা নদীতে। দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বিশালপুর ইউনিয়নের ঝুপুনিয়া সেতুর মোড়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে গুরুতর আহত হয়েছেন তিনজন।


স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক অলোক সরকারকে মৃত ঘোষণা করেন। এই দুর্ঘটনায় আহত জয়ন্ত সরকারকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহত শুভ সরকারের চিকিৎসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলছে।


এ দিকে শরিফুল ইসলাম মেয়ে সেজদাকে নিয়ে মোটরসাইকেলে মহাসড়কের পশ্চিমপাড় থেকে পূর্ব দিকে যাওয়ার সময় ঢাকাগামী একটি বাস তাদের চাপা দেয়। এ সময় বাবা ও মেয়েকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করে।

অন্যদিকে দুপুর সাড়ে ১২টায় বগুড়া থেকে ঢাকা লেনে প্রবেশের মুখে একটি প্রাইভেটকারের সঙ্গে ঢাকাগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে মো. লিখন ও  মো. জীবন নামে দুই যুবক আহত হন। তাদের উদ্ধার করেন উপজেলার ফায়ার সার্ভিস সদস্যরা। পরে চিকিৎসার জন্য তাদের নেয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।


এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুল খালেক ও শেরপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম জানান, এ নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

  • Related Posts

    বিমসটেক সম্মেলনে যোগ দিতে আজ ব্যাংকক যাচ্ছেন ড. ইউনূস

    বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ বৃহস্পতিবার ব্যাংকক যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (২ এপ্রিল) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার…

    Continue reading
    বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

    বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্কারোপ করেছে যুক্তরাষ্ট্র। বিভিন্ন দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের প্রক্রিয়ার অংশ হিসেবে এ শুল্ক আরোপ করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতদিন দেশটিতে বাংলাদেশি…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    বিমসটেক সম্মেলনে যোগ দিতে আজ ব্যাংকক যাচ্ছেন ড. ইউনূস

    বিমসটেক সম্মেলনে যোগ দিতে আজ ব্যাংকক যাচ্ছেন ড. ইউনূস

    বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

    বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

    ফরিদপুরে ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষ, আহত ১২

    ফরিদপুরে ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষ, আহত ১২

    এভারটনকে হারিয়ে শিরোপার পথে আরও এগিয়ে লিভারপুল

    এভারটনকে হারিয়ে শিরোপার পথে আরও এগিয়ে লিভারপুল

    এক যুগ পর একসঙ্গে শাকিব-জয়া

    এক যুগ পর একসঙ্গে শাকিব-জয়া

    ঝুলে থাকা ১১ হাজারেরও বেশি পিআর আবেদন নিষ্পত্তি শিগগির মালয়েশিয়া ইমিগ্রেশন

    ঝুলে থাকা ১১ হাজারেরও বেশি পিআর আবেদন নিষ্পত্তি শিগগির মালয়েশিয়া ইমিগ্রেশন

    চলন্ত ট্রেনের ছাদে ‘টিকটক ভিডিও’ তৈরির সময় পড়ে ২ যুবকের মৃত্যু

    চলন্ত ট্রেনের ছাদে ‘টিকটক ভিডিও’ তৈরির সময় পড়ে ২ যুবকের মৃত্যু

    প্রথমবার বৈঠকে বসছেন ড. ইউনূস ও নরেন্দ্র মো‌দী

    প্রথমবার বৈঠকে বসছেন ড. ইউনূস ও নরেন্দ্র মো‌দী

    বৃহস্পতিবার থাইল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা

    বৃহস্পতিবার থাইল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা

    ঈদের তৃতীয় দিনে দেড় লক্ষাধিক দর্শনার্থীর ভিড় চিড়িয়াখানায়

    ঈদের তৃতীয় দিনে দেড় লক্ষাধিক দর্শনার্থীর ভিড় চিড়িয়াখানায়