২০২৭ বিশ্বকাপ পর্যন্ত সিমন্সই বাংলাদেশের কোচ

আগামী ২ বছরের জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ব্যাটার ফিল সিমন্সই। মঙ্গলবার বিসিবি থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়া হয়েছে সিমন্সের বিষয়ে। ২০২৭ সালে অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ক্রিকেট। সে পর্যন্ত টাইগারদের প্রশিক্ষকের দায়িত্ব পালন করবেন তিনি।

২০২৪ সালের অক্টোবরে চন্ডিকা হাথুরুসিংহের পরিবর্তে দ্রুততম সময়ের মধ্যে ফিল সিমন্সকে কোচ হিসেবে নিয়োগ দেয় বিসিবি। তার অ্যাসাইনমেন্ট ছিল ফেব্রুয়ারিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত। তবে, বিসিবি তার কাজে সন্তুষ্ট হয়ে আগামী ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত চুক্তির সময়সীমা বৃদ্ধি করেছে।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ৬১ বছর বয়সী এই কোচ বাংলাদেশের হয়ে দায়িত্ব পালন করেছেন দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ সিরিজে।

এক বিবৃত্তিতে সিমন্স বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটের সাথে দীর্ঘমেয়াদে কাজ করার সুযোগ পেয়ে আমি আনন্দিত। এই দলের মধ্যে যে অনেক প্রতিভা রয়েছে, তা অনস্বীকার্য। এবং আমি বিশ্বাস করি আমাদের একসাথে দুর্দান্ত কিছু অর্জন করার সম্ভাবনা রয়েছে। আমি সামনের যাত্রার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

এরই মধ্যে বাংলাদেশ দলের সঙ্গে বেশ ভালো কিছু অভিজ্ঞতা তৈরি হয়েছে সিমন্সের। সে অভিজ্ঞতার আলোকে তিনি বলেন, ‘এরইমধ্যে কিছু ব্যতিক্রমী খেলোয়াড়ের সাথে কাজ করার অভিজ্ঞতা হয়েছে আমার। তাতে এই দলে প্রচুর সম্ভাবনা দেখতে পাচ্ছি আমি। তাদের দক্ষতা এবং খেলার প্রতি আবেগ আমাকে প্রতিদিন অনুপ্রাণিত করে। আমরা একসাথে বাংলাদেশ ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারি এবং সত্যিই বিশেষ কিছু তৈরি করতে পারি।’

সিমন্স আরও বলেন, ‘গত কয়েক মাস ধরে বাংলাদেশ দলের সাথে আমার কাজ করার অভিজ্ঞতা এবং কাটানো সময় অবিশ্বাস্যভাবে ফলপ্রসু হয়েছে। এই দলের মধ্যে আমি শক্তি, প্রতিশ্রুতি এবং ক্রিকেটার অসাধারণ সক্ষমতা দেখেছি। এই খেলোয়াড়দের তাদের পূর্ণ সম্ভাবনায় পৌঁছাতে সাহায্য করতে আমি উদগ্রীব হয়ে আছি।’

১৯৮৭ থেকে ১৯৯৯ সালের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২৬টি টেস্ট এবং ১৪৩টি ওয়ানডে খেলেন সিমন্স। এরপর তিনি ২০০৪ সালে জিম্বাবুয়ের হয়ে আন্তর্জাতিক কোচিং ক্যারিয়ার শুরু করেন। ২০০৭ থেকে ২০১৫ সাল পর্যন্ত আয়ারল্যান্ডের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। দু’বার ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ নিযুক্ত হন এবং তার অধীনে ২০১৬ সালে তারা আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল। সিমন্স ২০১৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত আফগানিস্তানের কোচিংও করিয়েছিলেন।

  • Related Posts

    বাংলাদেশের ত্রাণ নিয়ে উদ্ধার ও চিকিৎসা দল মিয়ানমার পৌঁছালো

    মিয়ানমারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য মানবিক সহায়তা নিয়ে বাংলাদেশ থেকে ৫৫ সদস্যের একটি শক্তিশালী উদ্ধার ও চিকিৎসা দল মিয়ানমার পৌঁছেছে । মঙ্গলবার দুপুর ২টায় এই শক্তিশালী উদ্ধার ও চিকিৎসা দল…

    Continue reading
    সেভেন সিস্টার্স নিয়ে ড. ইউনূসের মন্তব্যে ভারতে তীব্র প্রতিক্রিয়া

    বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক বক্তব্য নিয়ে ভারতজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এমনকি, তার এই মন্তব্যকে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসেবেও দেখা হচ্ছে। গত মাসের শেষ…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    বাংলাদেশের ত্রাণ নিয়ে উদ্ধার ও চিকিৎসা দল মিয়ানমার পৌঁছালো

    বাংলাদেশের ত্রাণ নিয়ে উদ্ধার ও চিকিৎসা দল মিয়ানমার পৌঁছালো

    সেভেন সিস্টার্স নিয়ে ড. ইউনূসের মন্তব্যে ভারতে তীব্র প্রতিক্রিয়া

    সেভেন সিস্টার্স নিয়ে ড. ইউনূসের মন্তব্যে ভারতে তীব্র প্রতিক্রিয়া

    মালয়েশিয়ায় গ্যাসের পাইপলাইনে লিক থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড, আহত ৬৩

    মালয়েশিয়ায় গ্যাসের পাইপলাইনে লিক থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড, আহত ৬৩

    শিবচরে তিন মোটরসাইকেলের সংঘর্ষে ঝরে গেলো ৪ প্রাণ

    শিবচরে তিন মোটরসাইকেলের সংঘর্ষে ঝরে গেলো ৪ প্রাণ

    মেসির দেহরক্ষীকে নিষিদ্ধ ঘোষণা

    মেসির দেহরক্ষীকে নিষিদ্ধ ঘোষণা

    ‘মুজিব’ সিনেমার পর দীর্ঘ বিরতিতে এলো ফারিয়ার ‘জ্বীন’

    ‘মুজিব’ সিনেমার পর দীর্ঘ বিরতিতে এলো ফারিয়ার ‘জ্বীন’

    মিশরে ঈদুল ফিতর উদযাপন

    মিশরে ঈদুল ফিতর উদযাপন

    সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, সতর্ক সংকেত

    সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, সতর্ক সংকেত

    মাছ, মাংস, চিনি যুক্তরাষ্ট্রের নতুন শুল্কে ভারতের যেসব খাতে সবচেয়ে বেশি ক্ষতি

    মাছ, মাংস, চিনি যুক্তরাষ্ট্রের নতুন শুল্কে ভারতের যেসব খাতে সবচেয়ে বেশি ক্ষতি

    বান্দরবানে শতভাগ হোটেল-মোটেল বুকড, খালি নেই বাসের সিটও

    বান্দরবানে শতভাগ হোটেল-মোটেল বুকড, খালি নেই বাসের সিটও