স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে পাশে থাকার ঘোষণা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (২৫ মার্চ) এক বিবৃতিতে এই শুভেচ্ছা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ২৬ মার্চ বাংলাদেশের জনগণ যখন স্বাধীনতা দিবস উদযাপন করছে, তখন আমি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাদের অভিনন্দন জানাচ্ছি।

বিবৃতিতে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে বলা হয়, এবারের স্বাধীনতা দিবস এমন এক সময়ে উদযাপিত হচ্ছে, যখন অন্তর্বর্তী সরকার দেশকে এমন নির্বাচনের জন্য প্রস্তুত করছে, যা জনগণকে তাদের ভবিষ্যৎ পথ নির্ধারণের সুযোগ দেবে। বাংলাদেশকে একটি উজ্জ্বল ও গণতান্ত্রিক ভবিষ্যতের পথে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র তার সমর্থন অব্যাহত রাখবে।

মার্কো রুবিও আরও বলেন, অর্থনৈতিক উন্নয়ন এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতকরণে আমরা বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব অব্যাহত রাখার প্রত্যাশা করছি।

স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, আমি বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানাই এবং আমাদের উভয় দেশকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করার লক্ষ্যে একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।

  • Related Posts

    সাগরে সুস্পষ্ট লঘুচাপ, দুদিন সারাদেশে বৃষ্টি হতে পারে

    বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দেশে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে দেশের অনেক জেলায় তাপমাত্রা কমায় তাপপ্রবাহের আওতাও কমেছে। গতকাল সোমবার দেশের আট জেলায়…

    Continue reading
    জাতিসংঘের শরণার্থী পুনর্বাসন কর্মসূচি স্থগিত করেছে জার্মানি

    জাতিসংঘের শরণার্থী পুনর্বাসন কর্মসূচির আওতায় নতুন করে কোনো শরণার্থীকে আপাতত গ্রহণ করবে না ইউরোপীয় ইউনিয়নের দেশ জার্মানি। জাতিসংঘের এই পুনর্বাসন কর্মসূচিটি সাময়িকভাবে স্থগিত করেছে জার্মান সরকার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাগরে সুস্পষ্ট লঘুচাপ, দুদিন সারাদেশে বৃষ্টি হতে পারে

    সাগরে সুস্পষ্ট লঘুচাপ, দুদিন সারাদেশে বৃষ্টি হতে পারে

    জাতিসংঘের শরণার্থী পুনর্বাসন কর্মসূচি স্থগিত করেছে জার্মানি

    জাতিসংঘের শরণার্থী পুনর্বাসন কর্মসূচি স্থগিত করেছে জার্মানি

    শিক্ষার্থীদের সঠিক পথে চলার পরামর্শ- কুমিল্লায় হাসনাত আব্দুল্লাহ

    শিক্ষার্থীদের সঠিক পথে চলার পরামর্শ- কুমিল্লায় হাসনাত আব্দুল্লাহ

    কুমিল্লায় ছাত্রদলের শান্তিপূর্ণ বিক্ষোভ, ইসরায়েলি পণ্য বর্জনের ডাক

    কুমিল্লায় ছাত্রদলের শান্তিপূর্ণ বিক্ষোভ, ইসরায়েলি পণ্য বর্জনের ডাক