
উত্তর মেসিডোনিয়ার কোচানিতে এক নৈশ ক্লাবে সোমবার (১৭ মার্চ) ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। সেই অগ্নিকাণ্ডে নিজের জীবনের পরোয়া না করে ভেতরে আটকে পড়া জীবিতদের উদ্ধার করতে গিয়েছিলেন উত্তর মেসিডোনিয়ার ফুটবলার আন্দ্রেজ লাজারভ। শেষ পর্যন্ত ২৫ বছর বয়সি সেই ফুটবলার বেঁচে ফিরতে পারেননি।
ব্রিটিশ সংবাদমাধ্যম মেইল অনলাইন জানিয়েছে, এ ঘটনায় মৃতের সংখ্যা ৫৯, আহত আরও ১৫৫। লাজারভ উত্তর মেসিডোনিয়ার শীর্ষ লিগের ক্লাব এফসি স্কোপাইয়ের মিডফিল্ডার ছিলেন।
লাজারভের ক্লাব স্কোপাই তাদের ফেসবুকে শোকবার্তা জানিয়ে লিখেছে, ‘গভীর দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি যে আমাদের ফুটবলার আন্দ্রেজ লাজারভ কোচানিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকারদের একজন। আগুনের শিখা থেকে বাকিদের বাঁচাতে গিয়ে লাজারভ তার জীবন হারিয়েছেন। এই সাহসী কাজের সময় ধোঁয়ার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। চূড়ান্ত মুহূর্তে তার এই সাহসিকতা ও মানবিকতা সব সময় স্মরণ রাখা হবে।’
কোচানির পালস ক্লাবে মেসিডোনিয়ান হিপহপ ব্যান্ড ডিএনকের সেখানে কনসার্ট ছিল। উত্তর মেসিডোনিয়ার বার্তা সংস্থা মিয়া.এমকে জানিয়েছে, ডিএনকে ব্যান্ডের মূল গায়ক আন্দ্রেস জর্জিওস্কিসহ ব্যান্ডের চিত্রগ্রাহক, আরেকজন গায়ক, ড্রামার ও কি–বোর্ড বাদকও আগুনে মারা গেছেন।
মেসিডোনিয়ার অনূর্ধ্ব–১২ দলে খেলা লাজারভ গত সেপ্টেম্বরে স্কোপাইয়ে যোগ দেন। এছাড়াও লাজারভ উত্তর মেসিডোনিয়ার ক্লাব জিএফকে টিকভেশ ও ক্রোয়েশিয়ার ক্লাব এনকে রুডেসেও খেলেছেন।