
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অস্ট্রেলিয়ার সিডনিতে প্রবাসী বাংলাদেশি নারীদের সবচেয়ে বড় সংগঠন অজি বাংলা সিস্টারহুড এর উদ্যোগে হয়ে গেল ঈদ মেলা। গেল সপ্তাহে এর আয়োজন করা হয়।
সিডনির মুসলিম অধ্যুষিত লিভারপুলে বেলা ১১টায় উৎসবমুখর পরিবেশে মেলা শুরু হয়। চলে রাত ৯টা পর্যন্ত।
মেলা শুরুর সাথে সাথেই সুবিশাল অডিটোরিয়ামে অতিথি ও ক্রেতারা আসতে শুরু করেন। ঈদ মেলায় বাংলাদেশি ও দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশের ৭৫টিরও বেশি স্টল ছিল। এসব স্টলে রকমারী পোশাক, অলংকার, মেহেদি, খেলনা ও সুস্বাদু দেশি খাবার পরিবেশন করা হয়।
বাচ্চাদের জন্য আয়োজনে ছিল ফেস পেইন্টিংসহ ছবি আঁকার সুযোগ। অংশগ্রহণকারী ব্যবসায়ীদের বেশিরভাগই ছিলেন বাংলাদেশি নারী উদ্যোক্তা।
মেলায় স্থানীয় কাউন্সিলরসহ সিডনির দূর দূরান্ত থেকে সব শ্রেণির প্রবাসী বাংলাদেশিরা দেশীয় পোশাকের খোঁজে ঈদের কেনাকাটা করতে আসেন।
অনেকেই স্বপরিবারে, বন্ধুবান্ধব নিয়ে এই বৃহৎ ঈদ মেলা উপভোগ করার পাশাপাশি প্রিয়জনদের জন্য পছন্দের ঈদ উপহার কেনায় ব্যস্ত সময় কাটান।
ঈদ মেলার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অজি বাংলা সিস্টারহুড এর প্রতিষ্ঠাতা ও এডমিন জান্নাত ফেরদৌস। তিনি জানান, ব্যাপক চাহিদার ভিত্তিতে অচিরেই পর্যায়ক্রমে মেলবোর্নসহ অস্ট্রেলিয়ার অন্যান্য শহরেও ঈদ মেলার আয়োজন করতে তারা প্রস্তুতি নিচ্ছেন।