ইউটিউবেও রোনালদোর রেকর্ডের পর রেকর্ড

বাজারে এসেছেন নতুন কনটেন্ট নির্মাতা। নাম তাঁর ক্রিস্টিয়ানো রোনালদো!

কিংবদন্তি এই ফুটবলার যে ‘নতুন ভুবনে’ পা রেখেছেন, তা জানা গেছে আগেই। ২১ আগস্টের খবরে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, এক্স (সাবেক টুইটার), ইনস্টাগ্রাম ও নিজস্ব ওয়েবসাইটের পর অনলাইন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবেও চ্যানেল খুলেছেন রোনালদো। ‘ইউআর ক্রিস্টিয়ানো’ নামে সেই চ্যানেলে এক দিনেই অনুসারীর সংখ্যা (সাবস্ক্রাইবার) ১ কোটি ২৫ লাখ ছাড়িয়ে গেছে। এর মধ্যে প্রথম ঘণ্টাতেই অনুসারীর সংখ্যা ১০ লাখ স্পর্শ করেছিল, সংবাদমাধ্যম আল-জাজিরার দাবি অনুযায়ী, যা নতুন বিশ্ব রেকর্ড। শুধু কী তাই, ইউটিউব চ্যানেলে অনুসারীর সংখ্যায় প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে মাত্র ২ ঘণ্টার মধ্যেই ছাড়িয়ে যান রোনালদো।

ফেসবুক ও ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যায় এরই মধ্যে সবাইকে ছাড়িয়ে গেছেন রোনালদো (৮০ কোটির বেশি)। এবার ইউটিউবের ভুবনেও ‘সুপারস্টার’ কনটেন্ট নির্মাতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেললেন ৩৯ বছর বয়সী পর্তুগিজ কিংবদন্তি। যুক্তরাষ্ট্রের খেলাধুলাভিত্তিক সাময়িকী ‘স্পোর্টস ইলাস্ট্রেটেড’ বিভিন্ন সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে, এক সপ্তাহের ভেতরে রোনালদোর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা ৫ কোটি ছাড়িয়ে গেছে, যা এই প্ল্যাটফর্মে রেকর্ড। ৩০ আগস্ট সকালে এই প্রতিবেদন লেখার সময় রোনালদোর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা ৫ কোটি ২৭ লাখ।

রোনালদো ইউটিউব চ্যানেল খোলার দুই দিন পর সাবস্ক্রাইবার ছিল ৩ কোটির বেশি। আল নাসর ফরোয়ার্ড তাঁর এই চ্যানেলে নিজের বিভিন্ন ভিডিও পোস্ট করেছেন। এর মধ্যে দুই বছর আগে মাদাম তুসো জাদুঘরে নিজের মোমের প্রতিকৃতি উদ্বোধনের ভিডিওর ভিউ-ই ৩ কোটি ৩০ লাখ ছাড়িয়ে গেছে। খুব দ্রুত প্রচুর সাবস্ক্রিপশন পেয়ে যাওয়ায় ইউটিউব থেকে ক্রিয়েটর অ্যাওয়ার্ড গোল্ডেন বাটনও পেয়েছেন রোনালদো। তাঁর সমসাময়িক সময়ে আমেরিকান ফুটবল কিংবদন্তি টম ব্রাডিও নিজের ইউটিউব চ্যানেল খুলে এত জনপ্রিয়তা পাননি। দুই সপ্তাহ আগে ইউটিউব চ্যানেল খোলা ব্রাডির সাবস্ক্রাইবার মাত্র ৭৫ হাজার ৯০০ (এ প্রতিবেদন লেখা পর্যন্ত)।

মাঠেও রোনালদোর এখন দারুণ সময় কাটছে। সৌদি প্রো লিগে আল নাসরের দুই ম্যাচেই গোল পেয়েছেন। ক্যারিয়ারের এ পর্যন্ত ৮৯৯ গোল করা রোনালদো ১০০০ গোলের মাইলফলক ছুঁতে চান। ইংল্যান্ড, স্পেন ও ইতালির লিগে খেলে আসা এই পর্তুগিজ মাঠের খেলায় বেশ আগে থেকেই কিংবদন্তি। ইউটিউবের জগতেও খুব অল্প সময়ের মধ্যে সুপারস্টার হয়ে ওঠা রোনালদো এই পথে কতদূর যেতে পারেন, সেটাই এখন দেখার বিষয়।

  • Rofiq Kazi

    Related Posts

    ময়মনসিংহে বাস উল্টে পুকুরে, নিহত ১ আহত ৮

    ময়মনসিংহে যাত্রীবাহী একটি বাস উল্টে সড়কের পাশে পুকুরে পড়ে গেছে। ঘটনাস্থল থেকে অজ্ঞাত একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ…

    Continue reading
    শাহজালাল বিমানবন্দরে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

    বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিমানবন্দরের মাল্টিলেভেল কার পার্কিং এলাকার দ্বিতীয় তলায় যাত্রীদের জন্য প্রশস্ত ও আরামদায়ক ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই লাউঞ্জে ওয়েটিং এরিয়া,…

    Continue reading

    ময়মনসিংহে বাস উল্টে পুকুরে, নিহত ১ আহত ৮

    ময়মনসিংহে বাস উল্টে পুকুরে, নিহত ১ আহত ৮

    শাহজালাল বিমানবন্দরে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

    শাহজালাল বিমানবন্দরে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

    মাদাগাস্কারে নৌকায় ভূমিধসে ১৬ জনের মৃত্যু

    মাদাগাস্কারে নৌকায় ভূমিধসে ১৬ জনের মৃত্যু

    কালিহাতীতে আগুনে ১৮ দোকান পুড়ে ছাই

    কালিহাতীতে আগুনে ১৮ দোকান পুড়ে ছাই

    ভিনির পেনাল্টি মিসে হতাশার ড্র ব্রাজিলের

    ভিনির পেনাল্টি মিসে হতাশার ড্র ব্রাজিলের

    রবীন্দ্রনাথকে অবমাননা, আইনি নোটিশ সালমান খানকে

    রবীন্দ্রনাথকে অবমাননা, আইনি নোটিশ সালমান খানকে

    মালয়েশিয়ায় সুদের কারবার করা সেই ৬ বাংলাদেশিকে অর্থদণ্ড

    মালয়েশিয়ায় সুদের কারবার করা সেই ৬ বাংলাদেশিকে অর্থদণ্ড

    দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

    দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

    ইসরাইলের সামরিক সদর দপ্তরে হিজবুল্লাহর ড্রোন হামলা

    ইসরাইলের সামরিক সদর দপ্তরে হিজবুল্লাহর ড্রোন হামলা

    ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১০৭

    ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১০৭