নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার্সের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় বেজমেন্টে ঢুকে অনুসন্ধান চালিয়েছেন ফায়ার সার্ভিস সদস্যরা। ছয়তলা ভবনটির বেজমেন্টে হতাহত কাউকে পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল মন্নান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের একটি দল ভবনটির বেজমেন্টে প্রবেশ করে। সেখানে কেউ আটকা পড়েছিলেন কি না, আমরা তার অনুসন্ধান চালাই। অনুসন্ধানে দেখা যায়, বেজমেন্টে আগুন পৌঁছায়নি। সেখানে যেসব মেশিন ছিল, সেগুলোও অক্ষত রয়েছে। সেখানে কোনো হতাহত পাওয়া যায়নি।’
ফায়ার সার্ভিসের দলটি যখন বেজমেন্টে অনুসন্ধান চালায়, তখনো নিচতলার কয়েকটি স্থানে অল্প আগুন জ্বলছিল বলে জানান আব্দুল মন্নান। তিনি বলেন, ‘সকালে ভবনটি পরিদর্শন করে ভেতরে ঢুকে উদ্ধার অভিযান চালানো খুবই বিপজ্জনক বলে জানান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক রাকিব আহসান। আমরা তখন কেবল ভবনটির বেজমেন্টে অনুসন্ধান চালাই। ভবনটির ব্যাপারে কী করা হবে এবং কোন উপায়ে পুরো ভবনে উদ্ধার অভিযান চালানো যাবে, এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত দেবে।’
পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত ফায়ার সার্ভিস ঘটনাস্থলেই থাকবে বলে জানান তিনি।
এদিকে ভবনের বেজমেন্টে অনুসন্ধান চালানোর খবর ছড়িয়ে পড়লে কারখানার বাইরে নিখোঁজদের স্বজনেরা জড়ো হন। তাঁরা আশা করেছিলেন বেজমেন্টে কারও খোঁজ মিলবে। কিন্তু সেখানে সন্ধান না মেলায় তাঁরা মুষড়ে পড়েন। বেলা দুইটা পর্যন্ত কারখানায় বাইরে কিছু স্বজনকে বসে থাকতে দেখা গেছে। তাঁরা জানান, অক্ষত লাশ না হলেও অন্তত স্বজনদের শরীরের কোনো অংশ পেতে চান।