গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করলেও অধিকৃত পশ্চিম তীরে নিজেদের হামলার মাত্রা বাড়িয়েছে ইসরাইলি সেনারা। মঙ্গলবারের জেনিন শহরে চালানো অভিযানে নিহত হন অন্তত ১০ জন। এদিকে, রাফার ধ্বংসস্তূপের মাঝে মৃতদের দেহাবশেষ খুঁজে বেড়াচ্ছেন স্থানীয় স্বেচ্ছাসেবীরা। তবে কঙ্কাল ছাড়া মিলছে না কিছুই।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ১৫ মাসের বেশি সময় ধরে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে ইসরাইলি বাহিনী। এরইমধ্যে অবরুদ্ধ উপত্যকাটির লাইফলাইন খ্যাত রাফার ধ্বংসস্তূপের মাঝে মৃতদের দেহাবশেষ খুঁজে বেড়াচ্ছেন স্থানীয় স্বেচ্ছাসেবীরা। যুদ্ধবিরতি শুরুর আগে হারানো স্বজনদের খুঁজতে হতভাগ্য পরিবারের শতাধিক ফোন পেয়েছেন বলে জানান তারা।
এক স্বেচ্ছাসেবী বলেন, ‘গত কয়েকদিনে ১২০টি গলিত মৃতদেহ উদ্ধার করেছি আমরা। কঙ্কাল ছাড়া আর কোন কিছুই অবশিষ্ট নেই।’
স্বাভাবিক জীবনযাপনের আশায় এরইমধ্যে শুরু হয়েছে ধ্বংসস্তূপ সরানোর কাজ। তবে ভারি যন্ত্রপাতির অভাবে ধ্বংসাবশেষ সরানোর কাজে বেগ পেতে হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। তবে মঙ্গলবার গাজায় মানবিক সহায়তা নিয়ে প্রায় ৯০০ ট্রাক প্রবেশ করেছে বলে জানিয়েছে জাতিসংঘ।
গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করলেও অধিকৃত পশ্চিম তীরে নিজেদের হামলার মাত্রা বাড়িয়েছে ইসরাইলি সেনারা। স্থানীয় সময় মঙ্গলবার জেনিন শহরে অভিযান চালায় দখলদাররা। এতে অন্তত ১০ জন নিহত ও অনেকে আহত হয়েছেন।
এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এসময় গ্রেফতার করা হয় বেশ কয়েকজন নিরীহ ফিলিস্তিনিকে।
এদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলের ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলা ঠেকাতে না পারার ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির সামরিক বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল হেরজি হালেভি।
চলতি বছর ৬ মার্চ নিজের দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন তিনি। মঙ্গলবার এ বিষয়ে হালেভি বলেন, যুদ্ধে ইসরাইলের সব লক্ষ্য অর্জিত হয়নি। তবে হামাসের লড়াই এবং সরকার পরিচালনা করার সক্ষমতার পাশাপাশি তেল আবিবের জিম্মিদের ঘরে ফেরা নিশ্চিতে সেনাবাহিনী যে কোন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।
হালেভির পাশাপাশি ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুরও পদত্যাগ করা উচিত বলে মনে করেন দেশটির নাগরিকরা। এক ইসরাইলি বলেন, আমি মনে করি সেনাপ্রধান পদত্যাগ করে খুব ভালো কাজ করেছেন। তার আরও আগেই এটি করা উচিত ছিল। পরবর্তী পদত্যাগটি নেতানিয়াহুর করা উচিত। সেনাবাহিনীর মত তারও দায় স্বীকার করা উচিত।
অন্যদিকে, হালেভি পদত্যাগ করায় তার স্থলাভিষিক্ত কে হবেন, তা এখনও জানা যায়নি।