২০ কোটি পেরিয়েছে ‘দুষ্টু কোকিল’, দেশীয় সিনেমার গানে রেকর্ড

ঈদুল আজহায় মুক্তি পায় শাকিব খান, মিমি চক্রবর্তী ও নাবিলা অভিনীত ‘তুফান’ ছবিটি। মুক্তির পরপরই দর্শকের মধ্যে সাড়া ফেলে ছবিটি। এর আগে ২৬ জুন অফিশিয়ালি দুটি ইউটিউব চ্যানেলে মুক্তি পায় রায়হান রাফী পরিচালিত এই ছবির ‘দুষ্টু কোকিল’ গানটি।

মুক্তির পর বাংলা সিনেমার গানে দর্শক ভিউয়ে নতুন রেকর্ড গড়েছে গানটি। মাত্র দুই মাসের ব্যবধানে দুটি চ্যানেলে গানটির দর্শক ভিউ ২০ কোটি পার হয়ে গেছে। মঙ্গলবার দুপুর পর্যন্ত চরকি ইউটিউব চ্যানেলে গানটির দর্শক ভিউ ১৩৮ মিলিয়নের ওপরে। এসভিএফ ইউটিউব চ্যানেলে ৬৭ মিলিয়নের ওপরে। অফিশিয়ালি মুক্তি পাওয়া দুটি চ্যানেলে মোট ভিউ ২০৫ মিলিয়নের ওপরে; অর্থাৎ এই দর্শক ভিউ ২০ কোটি ৫০ লাখ পার হয়ে গেছে।

এত কম সময়ে ইউটিউবে এটি দেশীয় বাংলা সিনেমার কোনো গানে নতুন রেকর্ড। গানটিতে দ্বৈতকণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা ও কলকাতার আকাশ সেন। এর গীতিকার ও সুরকারও আকাশ সেন।

গানটি দর্শকের এত পছন্দ হওয়াতে শিল্পী কনা খুশি। বলেন, ‘নিশ্চয়ই এটি একটি আনন্দের খবর। আমাদের সংগীতাঙ্গন অনেক দিন থেকেই ভালো নেই। আগের মতো ভালো, জনপ্রিয় গানের জোয়ার নেই। এর মধ্যে এই গান বাংলা সিনেমার গানে নতুন মাত্রা দিয়েছে। যদিও মুক্তির আগে গানটি নিয়ে তেমন কোনো প্রত্যাশা ছিল না আমার। কারণ, গানটি প্রায় এক বছর আগে তৈরি করা ছিল। সিনেমাটির শুটিংয়ে যাওয়ার আগে আগে পরিচালক রায়হান রাফী গানটি শুনে পছন্দ করেন। পরে দর্শক লুফে নেন।’
এই আনন্দের মধ্যে মন ভালো নেই কনার। তিনি বলেন, ‘সময়টা ভালো নয়। এক মাসের সময় বেশি ছাত্র-জনতার আন্দোলন হয়েছে। বহু মানুষ মারা গেছেন। ভাবলে খুব কষ্ট লাগে, মর্মাহত হই।

এর পরপরই দেশের পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যা। বাড়িঘর, জায়গাজমি, গবাদিপশু হারিয়ে দিশাহারা মানুষ। এসব কারণে গানবাজনায়ও মন দিতে পারছি না। বলতে পারেন, এমন আনন্দের খবরে বিষাদ কাজ করছে নিজের মধ্যে।’

গানটির সাফল্যে মঙ্গলবার বিকেলে কলকাতা থেকে হোয়াটসঅ্যাপে প্রথম আলোর কাছে ভালো লাগার কথা বলেছেন আকাশ সেন, ‘বিষয়টি ভালো লাগছে। এত অল্প সময়ে সিনেমার গানে বড় অর্জন। সিনেমার আইটেম গান বলতে যা বোঝায়, তেমনটি নয় গানটি। এটি একটি সর্বসাধারণের গান ছিল। সুন্দর একটি মেলোডির গান এটি।’

গানটি দর্শকের কাছে দ্রুত পৌঁছাতে শাকিব খানকে প্রাধান্য দিলেন এই গায়ক। তিনি আরও বলেন, ‘মিমির সঙ্গে গানটির মধ্যে শাকিব খান ছিলেন। যেখানে শাকিব খান থাকেন, দর্শকের আলাদা একটা মধুর চাপ তৈরি হয়। শাকিব খানের একটা পাওয়ার আছে। আরও বাড়তে থাকুক এই দর্শক ভিউ, নতুন ইতিহাস হোক সিনেমার গানের।’

  • Related Posts

    কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

    হাবিবুর রহমান মুন্না।। সারা দেশের মতো কুমিল্লা শিক্ষাবোর্ডেও আজ থেকে শুরু হয়েছে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) এবং সমমানের পরীক্ষা। এ বছর কুমিল্লা বোর্ডের অধীন ছয়টি জেলার মোট ১…

    Continue reading
    এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ

     সারা দেশে আজ (১০ এপ্রিল) থেকে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। পরীক্ষা শেষ হবে ১৩ মে। বৃহস্পতিবার অর্থাৎ প্রথম দিন এসএসসিতে বাংলা প্রথম পত্র, মাদরাসা শিক্ষা বোর্ডে কোরআন…

    Continue reading

    কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

    কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

    এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ

    এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ

    আবাসিক ভবনে দখলদার বাহিনীর হামলায় নিহত আরও ৩৫

    আবাসিক ভবনে দখলদার বাহিনীর হামলায় নিহত আরও ৩৫

    সাগরপথে মালয়েশিয়া পাচারের সময় ২০৯ জন উদ্ধার

    সাগরপথে মালয়েশিয়া পাচারের সময় ২০৯ জন উদ্ধার

    রাজস্থানকে বড় ব্যবধানে হারিয়ে শীর্ষে গুজরাট

    রাজস্থানকে বড় ব্যবধানে হারিয়ে শীর্ষে গুজরাট

    কী আছে এই নাটকে, কেন দেখছে মানুষ

    কী আছে এই নাটকে, কেন দেখছে মানুষ

    লন্ডনে লাবনী বড়ুয়ার ‘সপ্তসুরে বাঁধন-হারা’

    লন্ডনে লাবনী বড়ুয়ার ‘সপ্তসুরে বাঁধন-হারা’

    এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার,পরীক্ষায় বসছে সোয়া ১৯ লাখ শিক্ষার্থী

    এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার,পরীক্ষায় বসছে সোয়া ১৯ লাখ শিক্ষার্থী

    চীন বাদে সব দেশের নতুন শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করলেন ট্রাম্প

    চীন বাদে সব দেশের নতুন শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করলেন ট্রাম্প

    বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের কারণ জানাল ভারত

    বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের কারণ জানাল ভারত