হামজার কণ্ঠে জিততে না পারার আফসোস

হামজা চৌধুরী খেলেছেন ‘হামজা’র মতোই। ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপে খেলার অভিজ্ঞতা নিয়ে জওয়াহেরলাল নেহরু স্টেডিয়ামে ভারতের বিপক্ষে খেলতে নেমে নিজের জাত ছিনিয়েছেন বাংলাদেশের এই ফুটবলার। মঙ্গলবারই প্রথম বাংলাদেশের জার্সিতে খেলেছেন।

অসাধারণ রক্ষণপ্রাচীর তৈরি করেছিলেন, যাতে ভারতীয়রা গোল করতে না পারে। অন্যদিকে সতীর্থদের দিয়ে চেষ্টা করেছিলেন গোল করাতে। কিন্তু অসংখ্য মিসের কারণে সেই কাঙ্খিত জয়টিই পেলো না বাংলাদেশ।

ভারতের মত দলের বিপক্ষে তাদের মাটিতে ম্যাচে যেভাবে প্রভাব বিস্তার করে খেলেছে, তাতে বাংলাদেশের জয় না পাওয়াটা বিস্ময়েরই। হামজা চৌধুরীর কণ্ঠেও সেই জয় না পাওয়ার আক্ষেপ।

শিলংয়ে ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করে মাঠ থেকে বেরিয়ে আসার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপে হামজা চৌধুরী বলেন, ‘গোল মিস না হলে আমরা আজ জিততে পারতাম; কিন্তু ফুটবলে এ রকম মিস হতেই পারে। ইংলিশ প্রিমিয়ার লিগেও হয় এ রকম। আমাদের এটা বাজে দিন ছিল।’

ভারতের বিপক্ষে বাংলাদেশ যেভাবে শুরু করেছিল তাতে জয় পেতে পারত কয়েক গোলের ব্যবধানে। ভারতীয় ফরোয়ার্ডদের আক্রমণ ভেস্তে দিয়েছেন বারবার। এরপর নিখুঁত পাসিংয়ে গোলের সুযোগ তৈরি করেছেন। সামনে থেকে নেতৃত্ব দিয়ে এক পয়েন্ট এনে দিয়েছেন। হামজা বলেন, ‘খেলায় আমাদের খুব ব্যস্ত থাকতে হয়েছে। আমি আমার অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা করেছি।’

প্রথমবার লাল-সবুজের জার্সি গায়ে খেলতে পেরে গর্বিত হামজা। তিনি বলেন, ‘আমি খুবই গর্বিত। গত পাঁচদিন এ দলের সঙ্গে খুবই ভালো সময় কেটেছে।’ লন্ডন চলে যাবেন হামজা। যাওয়ার আগে ঈদ মোবারক জানিয়ে গেলেন বাংলাদেশের মানুষকে।

হামজা যদিও জয় না পেয়ে আফসোস করলেন; কিন্তু কোচ হ্যাভিয়ের কাবরেরা এই ড্রয়ে খুশি। র‌্যাংকিংয়ে ৫৯ ধাপ এগিয়ে থাকা দলের বিপক্ষে আধিপত্য দেখাতে পারাই তো তার জন্য অনেক বড় আনন্দের বিষয়। কাবরেরা বলেন, ‘ম্যাচে কোনো সময়ই ভারত আমাদের ওপরে ছিল না। আমরা ম্যাচ নিয়ন্ত্রণ করেছি। প্রথমার্ধে আমরা তিন-চারটা সুযোগ তৈরি করেছি, কিন্তু কোনোটাই কাজে লাগাতে পারিনি।’

ফিনিশিং আরো নিখুঁত হওয়ার আশা করেছিলেন কাবরেরা, ‘আসলে আমাদের নিখুঁত স্ট্রাইকারের অভাব নেই। রাকিব আজ অসাধারণ ছিল, সে সারাক্ষণ ওদের রক্ষণে চাপ দিয়ে গেছে। আল আমিন, ফয়সাল আহমেদ ফাহিম, শাহরিয়ার ইমন আছে স্ট্রাইকার হিসেবে, কিন্তু আমাদের ফিনিশিংয়ে নিখুঁত হতে হবে।’

হামজাকে নিয়েও প্রশংসা ঝরেছে কাবরেরার কণ্ঠে, ‘হামজা দেখিয়েছে সে কতটা ভালো। সে তার মান দেখিয়েছে। দারুণ ফুটবলার সে। এই দলের সঙ্গে সে দারুণভাবে মানিয়ে নিয়েছে।’

  • Related Posts

    বাংলাদেশের ত্রাণ নিয়ে উদ্ধার ও চিকিৎসা দল মিয়ানমার পৌঁছালো

    মিয়ানমারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য মানবিক সহায়তা নিয়ে বাংলাদেশ থেকে ৫৫ সদস্যের একটি শক্তিশালী উদ্ধার ও চিকিৎসা দল মিয়ানমার পৌঁছেছে । মঙ্গলবার দুপুর ২টায় এই শক্তিশালী উদ্ধার ও চিকিৎসা দল…

    Continue reading
    সেভেন সিস্টার্স নিয়ে ড. ইউনূসের মন্তব্যে ভারতে তীব্র প্রতিক্রিয়া

    বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক বক্তব্য নিয়ে ভারতজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এমনকি, তার এই মন্তব্যকে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসেবেও দেখা হচ্ছে। গত মাসের শেষ…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    বাংলাদেশের ত্রাণ নিয়ে উদ্ধার ও চিকিৎসা দল মিয়ানমার পৌঁছালো

    বাংলাদেশের ত্রাণ নিয়ে উদ্ধার ও চিকিৎসা দল মিয়ানমার পৌঁছালো

    সেভেন সিস্টার্স নিয়ে ড. ইউনূসের মন্তব্যে ভারতে তীব্র প্রতিক্রিয়া

    সেভেন সিস্টার্স নিয়ে ড. ইউনূসের মন্তব্যে ভারতে তীব্র প্রতিক্রিয়া

    মালয়েশিয়ায় গ্যাসের পাইপলাইনে লিক থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড, আহত ৬৩

    মালয়েশিয়ায় গ্যাসের পাইপলাইনে লিক থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড, আহত ৬৩

    শিবচরে তিন মোটরসাইকেলের সংঘর্ষে ঝরে গেলো ৪ প্রাণ

    শিবচরে তিন মোটরসাইকেলের সংঘর্ষে ঝরে গেলো ৪ প্রাণ

    মেসির দেহরক্ষীকে নিষিদ্ধ ঘোষণা

    মেসির দেহরক্ষীকে নিষিদ্ধ ঘোষণা

    ‘মুজিব’ সিনেমার পর দীর্ঘ বিরতিতে এলো ফারিয়ার ‘জ্বীন’

    ‘মুজিব’ সিনেমার পর দীর্ঘ বিরতিতে এলো ফারিয়ার ‘জ্বীন’

    মিশরে ঈদুল ফিতর উদযাপন

    মিশরে ঈদুল ফিতর উদযাপন

    সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, সতর্ক সংকেত

    সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, সতর্ক সংকেত

    মাছ, মাংস, চিনি যুক্তরাষ্ট্রের নতুন শুল্কে ভারতের যেসব খাতে সবচেয়ে বেশি ক্ষতি

    মাছ, মাংস, চিনি যুক্তরাষ্ট্রের নতুন শুল্কে ভারতের যেসব খাতে সবচেয়ে বেশি ক্ষতি

    বান্দরবানে শতভাগ হোটেল-মোটেল বুকড, খালি নেই বাসের সিটও

    বান্দরবানে শতভাগ হোটেল-মোটেল বুকড, খালি নেই বাসের সিটও