সাভারে ভেজাল শিশুখাদ্য তৈরির কারখানার সন্ধান পেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। সেখানে অভিযান শেষে প্রতিষ্ঠানটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ও দুই লাখ টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে হেমায়েতপুরের নন্দনখালি হলমার্ক হাউজিংয়ের ভিতরে সাভারের ভোক্তা অধিদফতরের সহকারী পরিচালক আব্দুল জব্বারের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, সাভারে একটি অনুমোদনহীন শিশুখাদ্য তৈরি কারখানায় এ অভিযান চালানো হয়। লস্কর হাফিজ মালিকানাধীন ফরচুন ফুড ইন্ডাস্ট্রি নামে ওই কারখানাটিতে কোল ড্রিংকস, চকলেট, লিচি, পুডিংসহ ৯ ধরনের শিশুখাদ্য তৈরি করা হতো। অভিযানের খবর পেয়ে কর্মকর্তা কর্মচারীরা কারখানা থেকে সরে পড়লে মূলফটকের তালা ভেঙে প্রবেশ করে ভোক্তা অধিদফতর।
এ বিষয়ে ভোক্তা অধিদফতরের সহকারী পরিচালক আব্দুল জব্বার বলেন, ‘দীর্ঘদিন ধরে ওই কারখানাটি অস্বাস্থ্যকর পরিবেশে অনুমোদনহীন শিশুখাদ্য তৈরি করে আসছিল। অবৈধ শিশুখাদ্য তৈরি, মোড়কে ভিন্ন ভিন্ন ঠিকানা ব্যবহার, বিএসটিআই অনুমোদন না থাকা ও ল্যাব টেকনিশিয়ান না থাকায় দুই লাখ টাকা জরিমানা ও অনুমোদন পাওয়ার আগ পর্যন্ত কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়েছে।