
ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) না পাওয়ার সমস্যায় সাড়ে ৮ ঘণ্টা বন্ধ থাকার পর সচল হয়েছে জাতীয় পরিচয়পত্র-এনআইডি সেবা।
এ অবস্থায় বুধবার (১৪ মে) সকাল থেকে এ বিষয়ে সব ধরনের সেবা মিলবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৩ মে) রাতে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আমরা যে প্রতিষ্ঠান থেকে ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) নিয়ে থাকি তারা তাদের সিস্টেমের সমস্যাটা সমাধান করেছে। সকাল থেকে যে ওটিপিগুলো আমরা পাঠিয়েছি সেগুলো এখন ক্লিয়ার করা হচ্ছে। ওগুলো ক্লিয়ার হওয়ার পরই আবার নতুনগুলো চলে আসবে এবং আগামীকাল সকাল থেকে নাগরিকরা নির্বিঘ্নে এনআইডি সেবা পাবে।
তিনি আরও জানান, সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত এনআইডি সেবা বন্ধ ছিল।