
আজ শুভ বুদ্ধপূর্ণিমা। দিবসটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এই পূর্ণিমাতেই গৌতম বুদ্ধের জন্ম, বোধিলাভ এবং মহাপরিনির্বাণ সংঘটিত হয়েছিল। দেশের বৌদ্ধ সম্প্রদায় গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আধ্যাত্মিক আবহে উদযাপন করছে বুদ্ধপূর্ণিমা।
রোববার (১১ মে) রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন বৌদ্ধ মন্দির ও বিহারে আজ সকাল থেকেই শুরু হয়েছে প্রার্থনা, পূজা-অর্চনা এবং শান্তি কামনায় বিশেষ অনুষ্ঠান।
বুদ্ধমূর্তির সামনে ফুল নিবেদন, প্রদীপ প্রজ্বালন এবং ধর্মীয় গ্রন্থ পাঠের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হবে। এসব আচার-অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা প্রার্থনার মাধ্যমে বিশ্বশান্তি ও মানবকল্যাণের জন্য প্রার্থনা করবেন।
বুদ্ধপূর্ণিমা উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস পৃথক বাণী দিয়েছেন। তারা বৌদ্ধ সম্প্রদায়ের শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন।
সারা দেশের বৌদ্ধ বিহারগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।
বৌদ্ধ সম্প্রদায়ের লোকেরা জানান, শান্তি ও সহিষ্ণুতার প্রতীক হিসেবে বুদ্ধের শিক্ষা আজকের সমাজে বিশেষভাবে প্রাসঙ্গিক। বিভেদ ও হিংসা পরিহার করে একে অপরকে শ্রদ্ধা জানানোই বুদ্ধের আদর্শ।
বুদ্ধপূর্ণিমার এই মহিমান্বিত দিনে দেশের সব নাগরিকের মধ্যে শান্তি ও সম্প্রীতির বার্তা পৌঁছে যাবে, এমনটাই প্রত্যাশা করেন তারা।
বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা জানান, সারা দেশে সাড়ে ৫ হাজারের মতো বৌদ্ধবিহার রয়েছে। আজ এই শুভদিনে বুদ্ধপূজাসহ পঞ্চশীল, অষ্টশীল, সূত্রপাঠ, সূত্রশ্রবণ, প্রদীপ প্রজ্বালন, শান্তি শোভাযাত্রা, ধর্মীয় আলোচনার মাধ্যমে বুদ্ধপূর্ণিমা উদযাপিত হবে। মানবজাতির সর্বাঙ্গীণ শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।
রাজধানীর মেরুল বাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধবিহারে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হবে।
সকাল ১০টায় বুদ্ধপূজা, শীলগ্রহণ ও সন্ধ্যা ৬টায় বুদ্ধপূর্ণিমার তাৎপর্য নিয়ে বিশেষ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এতে প্রধান অতিথি থাকবেন অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আন্তর্জাতিক বৌদ্ধবিহারের অধ্যক্ষ ধর্মমিত্র মহাথের। বাসাবোতে ধর্মরাজিক বৌদ্ধবিহার, উত্তরায় বাংলাদেশ বৌদ্ধবিহারসহ সারা দেশের বিহারগুলোয় পূজা, আচার, প্রার্থনাসহ নানা আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয় মহাথের বলেন, ‘গৌতম বুদ্ধের অহিংস বাণীকে ধারণ করে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আয়োজনে বুদ্ধপূর্ণিমা উদযাপনের ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।’