
ঈদকে কেন্দ্র করে দেশে এবারই প্রথমবার চাঁদ রাত উপলক্ষে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জমকালো এই আয়োজন শিল্পী ও দর্শকদের এক অন্যরকম মিলনমেলায় পরিণত হয়েছে।
ঈদের বিশেষ এ আয়োজনের কথা ২০ মার্চ রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে জমকালো এ আয়োজনের কথা জানান প্রেস সচিব শফিকুল আলম। অনুষ্ঠানের একটি ফটোকার্ড আপলোড করে সবাইকে আমন্ত্রণ জানান তিনি।
রোববার (৩০ মার্চ) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চে এ অনুষ্ঠান শুরু হয়। বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে রঙিন আলোয় সেজে উঠেছে উৎসব প্রাঙ্গন।
আনন্দ আয়োজন শুরু হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ঈদের গান ‘ও মোর রমজানের ওই রোজার শেষে’ গানের মধ্যদিয়ে।
উৎসব চলবে রাত পর্যন্ত। নানা আয়োজন দেখতে এরইমধ্যে অনুষ্ঠান প্রাঙ্গনে ভিড় জমিয়েছেন আগ্রহী দর্শকরা।