লন্ডনে সালমান এফ রহমানের ছেলে শায়ানের সম্পত্তি জব্দ ফিন্যান্সিয়াল টাইমসের রিপোর্ট

লন্ডনে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ানের দুটি অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ পেয়েছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ)। বাংলাদেশে শেখ হাসিনার সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলার মধ্যে যুক্তরাজ্যে এ পদক্ষেপ নেওয়া হলো।

যে দুটি অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ হয়েছে, সেগুলোর একটি হলো- লন্ডনের ১৭ গ্রোসভেনর স্কয়ারের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট। এটি ২০১০ সালে ৬৫ লাখ পাউন্ড (১০৬ কোটি টাকার বেশি) দিয়ে কেনা হয়েছিল। অন্য অ্যাপার্টমেন্টটি উত্তর লন্ডনের গ্রেশাম গার্ডেনসে। এটি পরের বছর ১২ লাখ পাউন্ড (সাড়ে ১৯ কোটি টাকার বেশি) দিয়ে কেনা হয়।

যুক্তরাজ্যের নির্বাচন–সংশ্লিষ্ট নথির তথ্য অনুযায়ী, শেখ হাসিনার বোন শেখ রেহানা গ্রেশাম গার্ডেনসের অ্যাপার্টমেন্টে বসবাস করেছেন। তবে তিনি এখন সেখানে থাকেন কিনা, তা নিশ্চিত নয়। শেখ রেহানা যুক্তরাজ্যের সাবেক ‘সিটি মিনিস্টার’ ও বর্তমান পার্লামেন্ট সদস্য টিউলিপ সিদ্দিকের মা।

যুক্তরাজ্যের আন্তদেশীয় অপরাধ দমন সংস্থা এনসিএ এক বিবৃতিতে বলেছে, ‘আমরা নিশ্চিত করতে পারি যে একটি চলমান ফৌজদারি তদন্তের অংশ হিসেবে ১৭ গ্রোসভেনর স্কয়ার এবং গ্রেশাম গার্ডেনসের অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ (ফ্রিজিং অর্ডার) পেয়েছে এনসিএ। এই মুহূর্তে আমরা এর চেয়ে বেশি কিছু বলতে পারছি না।’ ফ্রিজিং অর্ডার হচ্ছে এমন আদালতের এমন একটি আদেশ, যা কোনো সম্পত্তি বিক্রি বা অন্যভাবে ব্যবহারের সুযোগ বন্ধ করে দেয়।

নথি অনুযায়ী, লন্ডনের এই অ্যাপার্টমেন্ট দুটি যুক্তরাজ্যের সঙ্গে সম্পর্কিত স্বায়ত্তশাসিত দ্বীপ অঞ্চল আইল অফ ম্যান-এ নিবন্ধিত অফশোর কোম্পানির মাধ্যমে কেনা হয়।

বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন ফিন্যান্সিয়াল টাইমসকে বলেন, সালমান এফ রহমান ও শায়ান এফ রহমান অর্থ আত্মসাতের তদন্তে সন্দেহের তালিকায় রয়েছেন।

শায়ান এফ রহমানের এক মুখপাত্র বলেছেন, ‘আমাদের মক্কেল জোরালোভাবে কোনো ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করছেন। যুক্তরাজ্যে যদি কোনো তদন্ত হয়, তবে তিনি অবশ্যই তাতে সহযোগিতা করবেন।’ 

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে বর্তমানে রাজনৈতিক অস্থিরতা চলছে। সেখানে শত শত ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলা হচ্ছে। বিষয়টি যুক্তরাজ্যের কর্তৃপক্ষ বিবেচনায় নেবে বলে আমরা আশা করি।’

এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য শেখ রেহানা ও সালমান এফ রহমানের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করা সম্ভব হয়নি।

শেখ হাসিনা ২০০৯ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বাংলাদেশে ক্ষমতায় ছিলেন। তার কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে ছাত্রদের নেতৃত্বে বিক্ষোভের পর তিনি ক্ষমতাচ্যুত হন। শেখ হাসিনা বর্তমানে ভারতে বসবাস করছেন।

এরপর নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন। এ সরকার পুলিশ, গণমাধ্যম এবং বিচারব্যবস্থার মতো প্রতিষ্ঠান সংস্কারের চেষ্টা করছে। অধ্যাপক ইউনূস দাবি করেন, এই প্রতিষ্ঠানগুলো শেখ হাসিনার আওয়ামী লীগ দলের দখলে চলে গিয়েছিল।

গত বছরের গণ–অভ্যুত্থানের পর অধ্যাপক মুহাম্মদ ইউনূস বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরকে কয়েক শ কোটি ডলার উদ্ধার প্রচেষ্টা তদারকির দায়িত্ব দেন। আগের সরকারের ঘনিষ্ঠদের দ্বারা এসব অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে দাবি করেন তিনি।

অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে এসব ব্যক্তির কিছু ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ ও সম্পদ জব্দ করেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অন্যান্য দেশের কর্তৃপক্ষের সঙ্গে এই অর্থ উদ্ধারে একসঙ্গে কাজ করছে।

চলতি মাসে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে অধ্যাপক ইউনূসের সরকার। দলটির সমর্থকেরা অভিযোগ করেছেন, দুর্নীতিবিরোধী অভিযানের নামে নতুন প্রশাসন প্রকৃতপক্ষে আগের সরকারের ওপর রাজনৈতিক প্রতিশোধ নিচ্ছে।

নতুন বাংলাদেশ সরকারের উদ্যোগে শুরু হওয়া দুটি দুর্নীতির তদন্তে নাম এলে শেখ হাসিনার ভাগনি ও যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির সংসদ সদস্য টিউলিপ সিদ্দিক এই কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন। তিনি কোনো ধরনের অনিয়মের কথা অস্বীকার করেছেন। তবে ব্রিটিশ সরকারের সুনাম ক্ষুণ্ন হতে পারে, এমন সতর্কতার মধ্যে গত জানুয়ারিতে তিনি অর্থ মন্ত্রণালয়ের ‘সিটি মিনিস্টার’–এর পদ থেকে পদত্যাগ করেন।

  • Related Posts

    দুপুরের মধ্যে ৭ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস, হতে পারে ঝড়

    দেশের সাত অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে…

    Continue reading
    হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তির সুযোগ বাতিল করলেন ট্রাম্প

    মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের ভর্তির ক্ষমতা বাতিল করেছে। এ পদক্ষেপের ফলে দেশটির সবচেয়ে প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ও ট্রাম্প প্রশাসনের মধ্যে চলমান অচলাবস্থা আরও তীব্র হলো।…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    দুপুরের মধ্যে ৭ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস, হতে পারে ঝড়

    দুপুরের মধ্যে ৭ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস, হতে পারে ঝড়

    লন্ডনে সালমান এফ রহমানের ছেলে শায়ানের সম্পত্তি জব্দ ফিন্যান্সিয়াল টাইমসের রিপোর্ট

    লন্ডনে সালমান এফ রহমানের ছেলে শায়ানের সম্পত্তি জব্দ ফিন্যান্সিয়াল টাইমসের রিপোর্ট

    হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তির সুযোগ বাতিল করলেন ট্রাম্প

    হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তির সুযোগ বাতিল করলেন ট্রাম্প

    ইসরায়েলি হামলায় গাজায় আরও ৮৫ ফিলিস্তিনি নিহত

    ইসরায়েলি হামলায় গাজায় আরও ৮৫ ফিলিস্তিনি নিহত

    আড়াইহাজারে গ্যাস বিস্ফোরণে পোশাক শ্রমিক দগ্ধ, বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৪

    আড়াইহাজারে গ্যাস বিস্ফোরণে পোশাক শ্রমিক দগ্ধ, বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৪

    রৌমারীতে সমন্বয়কদের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৪

    রৌমারীতে সমন্বয়কদের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৪

    পিএসএলে ফিরে নিজেকে নতুন করে খুঁজে পাচ্ছেন সাকিব

    পিএসএলে ফিরে নিজেকে নতুন করে খুঁজে পাচ্ছেন সাকিব

    বিশ্বকাপে পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে খেলবে না ভারত

    বিশ্বকাপে পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে খেলবে না ভারত

    সালমানের বাড়ির নিরাপত্তা ভাঙার চেষ্টা, যুবক ও নারী গ্রেফতার

    সালমানের বাড়ির নিরাপত্তা ভাঙার চেষ্টা, যুবক ও নারী গ্রেফতার

    কানে ঐশ্বরিয়ার সাজ দেখে অমিতাভের রহস্যময় পোস্ট

    কানে ঐশ্বরিয়ার সাজ দেখে অমিতাভের রহস্যময় পোস্ট