মেট গালায় বলিউডের চার তারকা, কে কী সাজলেন?

নিউইয়র্ক সিটিতে হয়ে গেল মেট গালা ফ্যাশন প্রদর্শনী। এ বছর সেখানে গিয়েছিলেন বলিউডের চার তারকা- শাহরুখ খান, প্রিয়াঙ্কা চোপড়া, কিয়ারা আদভানী এবং দিলজিৎ দোসাঞ্জ। 

আন্তর্জাতিক ব্যক্তিত্বদের ভিড়ে বলিউডের তারকারা কতটা চোখে পড়লেন, তাদের সাজগোজের বিশেষত্ব কী ছিল, প্রিয় তারকার সাজ ভক্তদের মনে ধরল কিনা, কে এগিয়ে রইলেন, কে পিছিয়ে, সেদিকে নজর দেওয়া যাক।

শাহরুখ খান

বাঙালি পোশাক শিল্পী সব্যসাচী মুখোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে শাহরুখ খান গিয়েছিলেন মেট গালায়। সব্যসাচী জানিয়েছেন, তিনি ম্যাজিশিয়ান শাহরুখের ক্যারিশমাকেই পোশাকে ধরতে চেয়েছেন। 

কালো ওভারকোট, হাতে ছড়ি আর নানা রকম গয়না পরা শাহরুখকেও কোনো এক আধুনিক রূপকথার জাদুকরই মনে হচ্ছিল বলে জানিয়েছেন ভক্তদের একাংশ। 

অন্যরা বলেছে, পোশাক নয়, শাহরুখ প্রকাশ্যে এলে আসল যে ম্যাজিক কাজ করে, মেট গালায় সেই জাদুরই অভাব বোধ হয়েছে সবচেয়ে বেশি। তাই কেতাদুরস্ত সাজেও কিছুটা ম্লান লাগছিল বাদশাহকে।

প্রিয়াঙ্কা চোপড়া

সাদায় কালো পোলকা ডট দেওয়া ফিটেড গাউন পরে এসেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। মেট গালার এবারের মূল ভাবনাই ছিল ‘ব্ল্যাক ফ্যাশন: টেলরড ফর ইউ’। 

কৃষ্ণাঙ্গেরা সমাজে মর্যাদা পাওয়ার জন্য পোশাকে যে বিপ্লব এনেছিলেন, তাকেই সম্মান জানাতে সেই ভাবনাকে গুরুত্ব দিয়ে পোশাক পরতে বলা হয়েছিল আমন্ত্রিতদের। 

সেকালের ব্ল্যাক ফ্যাশন বা ব্ল্যাক ড্যান্ডিজমের মূল কথাই ছিল শরীরের আদল স্পষ্ট করে বোঝায়, এমন পোশাক পরা। প্রিয়াঙ্কার গাউন পুরোপুরি সেই ভাবনাকে মাথায় রেখেই বানিয়েছেন ফ্রান্সের তারকা পোশাকশিল্পী অলিভিয়ার রুস্টিং। 

পোশাকটির তিনটি ভাগ— মূল গাউন, তার উপরে একটি ফিট অ্যান্ড ফ্লেয়ার জ্যাকেট এবং তার সঙ্গে জোড়া একটি কেপ; যা কোমরের কাছ থেকে শুরু হয়ে ডানার মতো ছড়িয়ে ছিল পা পর্যন্ত। প্রিয়াঙ্কা মেট গালা রেড কার্পেটে হাঁটার সময় দুটি পর্যায়ে খোলসমুক্ত হয়েছেন। 

প্রথমে কেপটি খুলে ফেলেন তিনি। তার পরে খুলে ফেলেন জ্যাকেট। শেষে তার পরনে ছিল শরীরের বালুঘড়ি আদল নিখুঁতভাবে বোঝানো গাউন। সঙ্গে হাতে কালো দস্তানা এবং মাথায় কালো রঙের বিশাল বেড়ের টুপি। গলায় পান্নার নেকলেস। প্রিয়াঙ্কার ওই সাজে কোনো খুঁত খুঁজে পাননি ফ্যাশন সচেতন ভারতীয়রা। 

বরং তারা বলছেন, জংলি বিল্লি (ডন ছবিতে শাহরুখ তথা ডন ওই নামেই ডেকেছিলেন প্রিয়াঙ্কাকে) মেট গালা মে সব কো খা গয়ি!

কিয়ারা আদভানী

মেট গালার রেড কার্পেটে হাঁটলেন অন্তঃসত্ত্বা কিয়ারা আদভানী। দেখা গেল, তিনি ভক্তদের মন জিতে নিয়েছেন তার লাবণ্য আর মিষ্টি হাসি দিয়ে। তবে তার পোশাক নিয়ে বিশেষ আলোচনা করতে রাজি নন অনুরাগীরা। মেট গালার ফ্যাশন প্রদর্শনীর জন্য কিয়ারা বেছে নিয়েছিলেন ভারতীয় ডিজাইনার গৌরব গুপ্তের পোশাক।

সেই পোশাককে গত বছরে কান চলচ্চিত্র উৎসবে ঐশ্বরিয়া রাই বচ্চন পরিহিত গাউনের সঙ্গে তুলনা করেছেন কেউ কেউ। ঐশ্বরিয়ার ওই গাউন ফ্যাশন মহলে সমালোচিত হয়েছিল। তবে কিয়ারাকে ভালো-মন্দ কিছু বলেননি অনুরাগীরা। হয়তো মা হতে চলা কিয়ারার মনে আঘাত দিতে চাননি তারা।

দিলজিৎ দোসাঞ্জ

পোশাকে ভারতীয়দের তো বটেই, বিদেশি সংবাদমাধ্যমেরও ‘দিল’ জিতে নিয়েছেন গায়ক তথা অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। সেখানে পঞ্জাবের মহারাজার পোশাক পরেছেন তিনি। পোশাকশিল্পী প্রবল গুরুংয়ের তৈরি ওই পোশাক বানানো হয়েছে পটিয়ালার শৌখিন মহারাজা ভূপিন্দর সিংহের সাজপোশাকের কথা মাথায় রেখে। হাতে তরবারি নিয়ে পাগড়ি পরা দিলজিৎ রেড কার্পেটে পা রাখতেই দেখা গেল বিদেশি সংবাদমাধ্যমের সমস্ত ক্যামেরা নিমেষে ঘুরে গেল তার দিকেই। তার অনুরাগীরাও আনন্দে গদগদ।

  • Related Posts

    ইতালি সফরে গেলেন বিমানবাহিনী প্রধান

    বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন সরকারি সফরে বুধবার (৭ মে) ইতালির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।…

    Continue reading
    পাকিস্তানের পাল্টা হামলায় ভারতে নিহতের সংখ্যা বেড়ে ১৫

    পাকিস্তানের পাল্টা হামলায় ভারতে নিহতের সংখ্যা বেড়ে ১৫ জন হয়েছে। তাছাড়া আহতের সংখ্যা বেড়ে ৪৩ জনে পৌঁছেছে। ভারতীয় সেনাবাহিনীর বরাতে বুধবার (৭ মে) বিবিসির লাইভে এসব তথ্য জানিয়েছে। এর আগে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    ইতালি সফরে গেলেন বিমানবাহিনী প্রধান

    ইতালি সফরে গেলেন বিমানবাহিনী প্রধান

    পাকিস্তানের পাল্টা হামলায় ভারতে নিহতের সংখ্যা বেড়ে ১৫

    পাকিস্তানের পাল্টা হামলায় ভারতে নিহতের সংখ্যা বেড়ে ১৫

    এবার বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন মিয়ানমারের ৪০ নাগরিক

    এবার বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন মিয়ানমারের ৪০ নাগরিক

    নিউজিল্যান্ডকে ফের ধরাশায়ী করে সিরিজ বাংলাদেশের

    নিউজিল্যান্ডকে ফের ধরাশায়ী করে সিরিজ বাংলাদেশের

    শ্বাসরুদ্ধকর ম্যাচে বার্সাকে হারিয়ে ফাইনালে ইন্টার মিলান

    শ্বাসরুদ্ধকর ম্যাচে বার্সাকে হারিয়ে ফাইনালে ইন্টার মিলান

    অপারেশন সিন্দুর: ভারত-পাকিস্তানের তারকাদের বার্তা

    অপারেশন সিন্দুর: ভারত-পাকিস্তানের তারকাদের বার্তা

    কনসার্টে বোমা হামলা থেকে রক্ষা পেলো ২৫ লাখ প্রাণ

    কনসার্টে বোমা হামলা থেকে রক্ষা পেলো ২৫ লাখ প্রাণ

    মালয়েশিয়া প্রবাসীদের কল্যাণ নিশ্চিতে এনসিসির ১০ প্রস্তাব

    মালয়েশিয়া প্রবাসীদের কল্যাণ নিশ্চিতে এনসিসির ১০ প্রস্তাব

    কানাডার সঙ্গে বিনিয়োগ সম্পর্ক জোরদারের আহ্বান প্রধান উপদেষ্টার

    কানাডার সঙ্গে বিনিয়োগ সম্পর্ক জোরদারের আহ্বান প্রধান উপদেষ্টার

    বাংলাদেশ-সৌদি আরবের প্রতিরক্ষা সহযোগিতা যৌথ কমিটির প্রথম সভা

    বাংলাদেশ-সৌদি আরবের প্রতিরক্ষা সহযোগিতা যৌথ কমিটির প্রথম সভা