
প্রেক্ষাগৃহে সাড়া ফেলেছে বলিউডের জনপ্রিয় অভিনেতা রাজকুমার রাও এবং অভিনেত্রী ওয়ামিকা গাব্বি অভিনীত সিনেমা ‘ভুলচুক মাফ’। মুক্তির ২ দিন পেরোতেই সিনেমাটির আয় ছাড়িয়েছে কোটির সংখ্যা।
ভারত-পাকিস্তান যুদ্ধের কারণে প্রেক্ষাগৃহে মুক্তির তারিখ পেছায় ‘ভুলচুক মাফ’-র প্রযোজকরা। নতুন চূড়ান্ত তারিখ অনুযায়ী, ২৩ মে বড়পর্দায় মুক্তি পায় সিনেমাটি।
বলিউডের বক্স অফিস রিপোর্ট অনুযায়ী, মুক্তির প্রথম দিন ৭ কোটি এবং দ্বিতীয় দিন সাড়ে ৯ কোটি টাকা আয় করে ‘ভুলচুক মাফ’। দুই দিনের হিসাব করলে সিনেমাটির আয় দাঁড়ায় ১৬.৫ কোটি।
এদিকে আইএমডিবির রিপোর্ট অনুযায়ী, সিনেমাটির রেটিং ৮.২, যা সিনেমাটির দর্শকপ্রিয়তা বাড়ারই ইঙ্গিত দিচ্ছে।
নতুন এ বলিউড সিনেমায় দেখা যায়, রাজকুমার (রঞ্জন) আর ওয়ামিকার (তিতলি) বিয়ের তারিখ চূড়ান্ত হয়েছে। বিয়ের তারিখের জন্য মুখিয়ে আছেন নায়ক। কিন্তু অজানা কারণে সময় চক্রে আটকে যান তিনি। যে কারণে প্রতিদিনই তার জীবনে ঘটতে শুরু করে একই ঘটনা। শেষমেষ তাদের বিয়ে হবে কিনা তাই নিয়ে গড়ে উঠেছে কমেডি ঘরানার ‘ভুলচুক মাফ’।
প্রথমে ওটিটিতে মুক্তির কথা থাকলেও প্রেক্ষাগৃহে সিনেমাটির মুক্তি দেয়ার সিদ্ধান্ত নেন প্রযোজকরা। যেহেতু এখন প্রেক্ষাগৃহে দর্শকপ্রিয়তায় হিট ‘ভুলচুক মাফ’, তাই ধারণা করা হচ্ছে বড়পর্দায় মুক্তির অন্তত ১ মাস পরে ওটিটিতে মুক্তি দেয়া হবে কমেডি ঘরানার এ সিনেমাটি।