
বলিউড অভিনেতা মুকুল দেবের মৃত্যুতে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর খবর প্রথম প্রকাশ্যে আনেন অভিনেতা মনোজ বাজপেয়ী। কিন্তু মুকুলের মৃত্যুর কারণ সম্পর্কে কিছুই বলেননি তিনি। তার মৃত্যু স্বাভাবিকভাবে হয়েছে কিনা তা নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন তৈরি হয়। এবার ভাইয়ের মৃত্যু নিয়ে মুখ খুললেন অভিনেতা রাহুল দেব।
মুকুল বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন। তবে গত ৮-১০ দিনে তার শারীরিক অবস্থার অবনতি হয়। তিনি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। সোশ্যাল মিডিয়ায় বিবৃতিতে রাহুল জানিয়েছেন মুকুলের শেষকৃত্যের কথা। তিনি লিখেছেন, ‘গত রাতে নয়াদিল্লিতে আমার ভাই শান্তিতে প্রয়াত হয়েছেন।’ মুকুল তার কন্যা সিয়া দেবের সঙ্গে থাকতেন।
রাহুল আরও লিখেছেন, ‘মুকুলকে আমাদের দুই ভাই বোন রশমি দেব ও রাহুল দেবের খুব মনে পড়বে। মুকুলের ভাইয়ের ছেলে সিদ্ধান্ত দেবও তাকে মনে করবে। দয়া করে বিকেল পাঁচটায় তার শেষকৃত্যে যোগ দিন।’ দিল্লিতেই শেষকৃত্যের আয়োজন করা হয়েছে। তবে ঠিক কী কারণে মৃত্যু হয়েছে মুকুলের, তা জানাননি রাহুলও। মুকুলের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই তার বাড়িতে যাওয়া শুরু করেছেন বলিউড তারকারা। মনোজ বাজপেয়ী ছাড়াও বিন্দু দারা সিংহ, দীপশিখা নাগপালও শোকপ্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়।
বড়পর্দার পাশাপাশি ছোটপর্দাতেও পরিচিত মুখ ছিলেন মুকুল দেব। প্রথম সিনেমা ‘দস্তক’-এ পুলিশ আধিকারিকের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। সালমান খানের সঙ্গে ‘জয় হো’ সিনেমায় মুকুলের অভিনয় আলাদা করে নজর কেড়েছিল দর্শক-সমালোচকদের। হিন্দি ছাড়াও তার ঝুলিতে মালয়ালি, গুজরাতি, পাঞ্জাবি, মারাঠি, ইংরেজি এবং বাংলা সিনেমাতেও রয়েছে।
একাধিক বাংলা সিনেমায় কাজ করেছিলেন মুকুল। তালিকায় ‘আওয়ারা’, ‘বচ্চন’, ‘সুলতান: দ্য স্যাভিয়ার’ উল্লেখযোগ্য। অভিনয় দক্ষতার জন্য তার অনুরাগীও ছিল অসংখ্য। অভিনয়ের পাশাপাশি বিমান চালনাতেও তিনি সিদ্ধহস্ত ছিলেন।