মা ভক্ত বলিউডের যেসব তারকা

অনেকেই বলেন- বছরের প্রতিটি দিনই মায়ের দিন। মাকে ভালোবাসার ব্যাপারটি প্রতিক্ষণের। তারপরেও বিশ্বজুড়ে মা দিবসে বিশেষভাবে মায়েদের জন্য উদযাপন করার সুযোগ পেয়ে কেউ এটি হাতছাড়া করতে চায় না। সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ তারকারাও এতে সামিল হন। দিনটিকে মায়েদের সঙ্গে উদ্যাপনের সুযোগ ছাড়েন না তারা। বলিউডের কয়েকজন তারকা রয়েছেন যাদের পুরো পৃথিবীটা মাকে নিয়ে। মা তাদের ধ্যানজ্ঞান।

শুধু তাই নয়, এসব বলিউড তারকা তারা মায়ের কথা রীতিমতো ওঠেন-বসেন। কেউ আবার প্রেমিকা মধ্যে খোঁজেন মায়ের গুণ। আবার কেউ মায়ের মন রাখতে নায়িকার সঙ্গে সম্পর্ক ভেঙে দিয়েছেন। বলিউডের এমন কয়েকজন মা ভক্ত তারকা সম্পর্কে জানা যাক-

সালমান খান: বলিউডের ৬০ বছর বয়সী এ সুপারস্টার এখনো অবিবাহিত। যদিও একাধিকবার তিনি প্রেমে পড়েছেন। কিন্তু কখনো সম্পর্কে স্থায়ী হননি সালমান। একটা সময় বার বার প্রশ্ন করা হয়েছে তাকে কবে বিয়ে করবেন তিনি? কখনো একই প্রশ্ন শুনে মেজাজ হারিয়েছেন, কখনো আবার মুচকি হেসে উত্তর দেন সঠিক মানুষ পেলে নিশ্চয়ই করবেন। কিন্তু সালমানের বাবা চিত্রনাট্যকার সেলিম খান অবশ্য সালমানের বিয়ে না হওয়ার নেপথ্য দায়ী করেছেন অভিনেতার মা সালমা খানকে। আসলে সালমানের মায়ের প্রতি ভালোবাসা এতটাই গভীর, যে নারী তার জীবনে আসেন, তাদের মধ্যে নিজের মাকে খুঁজতে থাকেন। সেখানেই শুরু হয় সংঘাত। যে ধরনের স্নেহ-ভালোবাসা তিনি খোঁজেন সেটা দিতে না পারলেই শুরু হয় মনোমালিন্য। যদিও মা সালমার প্রতি তার ভালোবাসা অটুট।

রণবীর কাপুর: রণবীর কাপুর ও নীতু কাপুর বলিউডের অন্যতম আলোচিত মা-ছেলে। আলিয়া ভাটের সঙ্গে বিয়ে করে সংসারী হয়েছেন এ। তিনি এখন এক কন্যাসন্তানের বাবা। যদিও তিনি বিয়ের আগে একাধিক সম্পর্কে জড়িয়েছেন। দীপিকা পাড়ুকোন থেকে ক্যাটরিনা কাইফ, সোনম কাপুর, নার্গিস ফাকরিদের সঙ্গে তার নাম জড়ায়। কিন্তু রণবীরের মা সেসব সম্পর্ক মানতে নারাজ। শোনা গেছে, কেবল দীপিকার সঙ্গে সম্পর্কেই সম্মতি দিয়েছিলেন নীতু। অন্যগুলো মানতেই চাননি। একসময় ক্যাটরিনা কাইফের সঙ্গে রণবীরের সম্পর্ক নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। রণবীরের খালাতো বোন কারিনা তো ‘কফি উইথ করণ’ এসে ক্যাটরিনাকে বৌদি বলে সম্বোধন করে ছিলেন। যদিও এ ব্যাপারে কিছু বলেননি রণবীর। পরে শোনা যায় মা নীতুর আপত্তিতেই সেই সম্পর্ক পরিণতি পায়নি। যদিও আলিয়াকে প্রথম থেকেই পছন্দ ছিল নীতুর। শোনা যায়, মায়ের পছন্দেই নাকি শেষ পর্যন্ত রণবীর কাপুর বিয়ে করেছেন।

করণ জোহর: করণ জোহর ভীষণ মা ভক্ত মানুষ। তার মা হিরু জোহর। ছোটবেলা থেকে করণ তার মা ছাড়া কিছু বোঝন না। শৈশবের দিনগুলো সব সময় মায়ের সঙ্গেই লেগে থাকতো। যখন সারোগেসির মাধ্যমে দুই সন্তানের জন্ম দেন করণ, সে সময় তা মা হিরুই নাকি সাহস ও অনুপ্রেরণা দিয়েছেন। করণের জীবনের সব সিদ্ধান্তে তার মা পরামর্শ দিয়েছেন।

অভিষেক বচ্চন: জয়া বচ্চন ও অভিষেক বচ্চন বলিউডের অন্যতম মা-ছেলে জুটি। শৈশব থেকেই অভিষেক নাকি মায়ের বাধ্যগত সন্তান ছিলেন। তার বোন শ্বেতার দাবি মায়ের নয়নের মণি অভিষেক। বছর খানেক আগে বচ্চন পরিবারের ভেতরে অশান্তি দেখা দিয়েছিল। শোনা গিয়েছিল স্ত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন নাকি এ কারণে বাড়ি ছেড়েছিলেন। সে সময়ও নাকি অভিষেক মায়ের পক্ষই নিয়েছেন।

সঞ্জয় লীলা বানশালী: মায়ের প্রতি শ্রদ্ধা-ভালোবাসার দিক দিয়ে পরিচালক সঞ্জয় লীলা বানসালীর কাছে অনেকেই হার মানবেন। জনপ্রিয় এ নির্মাতা নিজের নামে রেখেছেন মায়ের চিহ্ন। তার নাম ছিল কেবলই সঞ্জয়। মায়ের নাম মাঝে যোগ করে হয়েছেন সঞ্জয় লীলা বানশালী। পুরস্কার বিতরণী অনুষ্ঠান কিংবা পার্টিতে মায়ের সঙ্গে সব সময় দেখা গেছে সঞ্জয়কে। তার মতো ছেলে পেয়ে সঞ্জয়ের মা ভীষণ খুশি।

  • Related Posts

    দেশজুড়ে অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ১৮২১ জন

     দেশজুড়ে অভিযান চালিয়ে ১ হাজার ৮২১জন অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে মামলা ও ওয়ারেন্ট আসানি গ্রেপ্তার করা হয় ৯৯৬ জন। রোববার (১১ মে) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড…

    Continue reading
    তুরস্কে পুতিনের অপেক্ষায় থাকবো: জেলেনস্কি

    ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ঘোষণা দিয়েছেন, তিনি বৃহস্পতিবার (১৫ মে) তুরস্কে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে প্রস্তুত। একই সঙ্গে তিনি অবিলম্বে ও নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। বিশ্লেষকদের মতে, এই…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    দেশজুড়ে অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ১৮২১ জন

    দেশজুড়ে অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ১৮২১ জন

    তুরস্কে পুতিনের অপেক্ষায় থাকবো: জেলেনস্কি

    তুরস্কে পুতিনের অপেক্ষায় থাকবো: জেলেনস্কি

    সাতক্ষীরার শ্যামনগর বিএসএফের ফেলে যাওয়া ৭৮ জনকে থানায় নেওয়া হচ্ছে

    সাতক্ষীরার শ্যামনগর বিএসএফের ফেলে যাওয়া ৭৮ জনকে থানায় নেওয়া হচ্ছে

    এল ক্ল্যাসিকো ২-০ গোলে পিছিয়েও প্রথমার্ধে ৪-২ গোলে এগিয়ে বার্সেলোনা

    এল ক্ল্যাসিকো ২-০ গোলে পিছিয়েও প্রথমার্ধে ৪-২ গোলে এগিয়ে বার্সেলোনা

    ‘ইনসাফ’ কায়েম করতে ফুল আর কুড়াল হাতে ফারিণ

    ‘ইনসাফ’ কায়েম করতে ফুল আর কুড়াল হাতে ফারিণ

    জুলাই গণহত্যা শেখ হাসিনা-কামাল-মামুনের মামলার তদন্ত শেষ, প্রতিবেদন দাখিল সোমবার

    জুলাই গণহত্যা শেখ হাসিনা-কামাল-মামুনের মামলার তদন্ত শেষ, প্রতিবেদন দাখিল সোমবার

    কঙ্গোতে ভয়াবহ বন্যায় শতাধিক মানুষের মৃত্যু

    কঙ্গোতে ভয়াবহ বন্যায় শতাধিক মানুষের মৃত্যু

    সিলেট নগরীতে ডাকাতির চেষ্টাকালে আটক ৬

    সিলেট নগরীতে ডাকাতির চেষ্টাকালে আটক ৬

    এল ক্ল্যাসিকো ৭ গোলের থ্রিলার, এমবাপের হ্যাটট্রিকেও বার্সার কাছে হার রিয়ালের

    এল ক্ল্যাসিকো ৭ গোলের থ্রিলার, এমবাপের হ্যাটট্রিকেও বার্সার কাছে হার রিয়ালের

    ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তটিনী আহত

    ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তটিনী আহত