মা-বাবা হলেন দীপিকা-রণবীর

মা-বাবা হলেন বলিউডের পাওয়ার কাপল দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। গণেশ চতুর্থীর পরদিন মেয়েকে স্বাগত জানাতে পেরে গর্বিত তারা। আজ রোববার মুম্বাইয়ের একটি হাসপাতালে এই তারকা দম্পতির প্রথম সন্তানের জন্ম হয়েছে, জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

গতকাল মুম্বাইয়ের ওই হাসপাতলে ভর্তি হন অভিনেত্রী দীপিকা। তখন থেকেই তার ভক্ত-অনুসারীরা এই সুখবরের অপেক্ষায় ছিলেন। কয়েক দিন আগে বেবিবাম্প ফটোশুট করেছেন এই তারকা জুটি। সেই থেকে চলছিল দিন গণনা। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে দীপিকা জানিয়েছিলেন তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর। সেপ্টেম্বরেই মা হতে পারেন, সে কথাই জানিয়েছিলেন অনুরাগীদের।

দীপিকা-রণবীরের পরিচয় সঞ্জয় লীলা বনসালির রোমান্টিক সিনেমা ‘গোলিও কি রাসলীলা রামলীলা’র সেটে। এরপর একসঙ্গে ‘বাজিরাও মাস্তানি’ আর ‘পদ্মাবত’ সিনেমা করেছেন তারা। ছয় বছর প্রেম করার পর ২০১৮ সালে বিয়ে করেন দীপিকা ও রণবীর।

অন্তঃসত্ত্বা থাকাকালে ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমায় অভিনয় করেছেন দীপিকা। ছবিটি নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। এখন পর্যন্ত এটাই তার শেষ সিনেমা। এক সাক্ষাৎকারে দীপিকা বলেছিলেন, সন্তান জন্মের পর অভিনয় থেকে সাময়িক বিরতি নেবেন তিনি। বিরতি পর আগামী বছর আবার কাজে ফেরার কথা রয়েছে তার।

  • Related Posts

    ভয়াল ২৯ এপ্রিল: স্বজন হারানোদের কান্নায় এখনো ভারী হয়ে ওঠে উপকূল

    আজ ২৯ এপ্রিল, উপকূলবাসীর কাছে এক ভয়াল দিন। ১৯৯১ সালের এই দিনে স্মরণকালের ভয়াবহ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস চট্টগ্রাম ও কক্সবাজারের দ্বীপাঞ্চলসহ উপকূলীয় এলাকায় চালায় ধ্বংসযজ্ঞ। রাতের অন্ধকারে লন্ডভন্ড হয়ে যায়…

    Continue reading
    ১৪ বছরের সূর্যবংশীর দানবীয় সেঞ্চুরিতে দুর্দান্ত জয় রাজস্থানের

    চমক দেখালেন ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশী। ৩৫ বলে আইপিএলের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি উপহার দিয়েছেন এই কিশোর। তার দানবীয় ব্যাটিংয়েই গুজরাটের ২১০ রানের লক্ষ্য ৮ উইকেট আর ২৫ বল হাতে…

    Continue reading

    ভয়াল ২৯ এপ্রিল: স্বজন হারানোদের কান্নায় এখনো ভারী হয়ে ওঠে উপকূল

    ভয়াল ২৯ এপ্রিল: স্বজন হারানোদের কান্নায় এখনো ভারী হয়ে ওঠে উপকূল

    ১৪ বছরের সূর্যবংশীর দানবীয় সেঞ্চুরিতে দুর্দান্ত জয় রাজস্থানের

    ১৪ বছরের সূর্যবংশীর দানবীয় সেঞ্চুরিতে দুর্দান্ত জয় রাজস্থানের

    সুর চুরির অভিযোগে এ আর রাহমানকে জরিমানা করলো আদালত

    সুর চুরির অভিযোগে এ আর রাহমানকে জরিমানা করলো আদালত

    কর্মক্ষেত্রে দুর্ঘটনা ও মৃত্যুহার কমানোর লক্ষ্যে কাজ করছে মালয়েশিয়া

    কর্মক্ষেত্রে দুর্ঘটনা ও মৃত্যুহার কমানোর লক্ষ্যে কাজ করছে মালয়েশিয়া