মালয়েশিয়ায় লোকাল অ্যাকশন ফর গ্লোবাল গোলসের উদ্বোধন

মালয়েশিয়ায় শুরু হয়েছে তিন দিনব্যাপী লোকাল অ্যাকশন ফর গ্লোবাল গোলস ২০২৪। সোমবার (২৩ সেপ্টেম্বর) মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুরু হওয়া এ উৎসব চলবে ২৫ সেপ্টেম্বর বুধবার পর্যন্ত।

সোমবার স্থানীয় সময় সকালে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন, মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান।

জাতিসংঘের টেকসই উন্নয়ন (এসডিজি) প্রচারে, বর্তমানে বিশ্বব্যাপী যেসব চ্যালেঞ্জসমূহ বিদ্যমান সেগুলোর সমাধান কল্পে স্থানীয় পদক্ষেপ গ্রহণ, যথাযথ কর্ম প্রণয়ন এবং বাস্তবায়নের লক্ষ্যে এই উৎসবটির আয়োজন করা হয়েছে। এতে সানওয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ছাড়াও সমাজসেবী সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, ব্যবসায়ী নেতারা অংশগ্রহণ করেন।

সোমবার সকালে হাইকমিশনার মো. শামীম আহসান সানওয়ে বিশ্ববিদ্যালয়ে পৌঁছালে, বিশ্ববিদ্যালয়ে কর্মরত বাংলাদেশি অধ্যাপক, পিএইচডি স্কলার এবং স্নাতক শিক্ষার্থীদের একটি দল উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় অভ্যর্থনাকারী দলের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত এবং সানওয়ে বিশ্ববিদ্যালয়ের (রিসার্চ সেন্টার ফর ন্যানো-ম্যাটেরিয়ালস অ্যান্ড এনার্জি টেকনোলজির প্রধান) অধ্যাপক ডক্টর সাইদুর রহমান এবং ফলিত পদার্থবিজ্ঞান ও বিকিরণ প্রযুক্তি গ্রুপের অধ্যাপক ড. মাঈন উদ্দিন খন্দকার।

এছাড়াও উপস্থিত ছিলেন সানওয়ে বিশ্ববিদ্যালয়ের সিইও অধ্যাপক দাতো এলিজাবেথ লি, বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট অধ্যাপক আবি এবং প্রোভাইস-চ্যান্সেলর মাহিন্দিরান নায়ের।

হাইকমিশনার বাংলাদেশি একাডেমিক সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করেন, বিশেষত আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি বংশোদ্ভূত অধ্যাপকদের অর্জন এবং গবেষণা খাতে তাদের নেতৃত্বের প্রশংসা করেন। উচ্চশিক্ষা এবং গবেষণায় এই ধরনের অন্তর্ভুক্তিমূলক পরিবেশ গড়ে তোলার জন্য সানওয়ে বিশ্ববিদ্যালয়ের নেতাদের প্রশংসা করেন এবং শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে অব্যাহত সহযোগিতা বজায় রাখার ওপর গুরুত্বরোপ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে হাইকমিশনার শামীম আহসান বলেন, যুবসমাজকে উন্নয়নের চালিকাশক্তি হিসেবে বিবেচনা করা এবং একটি টেকসই ভবিষ্যৎ বাস্তবায়নের জন্য তাদের সক্রিয় অংশগ্রহণ অতীব গুরুত্বপূর্ণ। নোবেলজয়ী ড. মুহম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠায় তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে তিনি যুব-নেতৃত্বাধীন গণতান্ত্রিক উদ্যোগের ক্ষেত্রে বাংলাদেশের সাম্প্রতিক অগ্রগতির কথাও তুলে ধরেন।

১৯৭২ সালে বাংলাদেশের স্বাধীনতাকে মালয়েশিয়া কর্তৃক স্বীকৃতি প্রদানের কথা উল্লেখ করে হাইকমিশনার, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্বের প্রশংসা করেন। তিনি দুই দেশের মধ্যে গভীর শিক্ষামূলক ও সাংস্কৃতিক সংযোগ গড়ে তুলতে বাংলাদেশি শিক্ষার্থী ও শিক্ষকদের সমর্থন করার ক্ষেত্রে সানওয়ে বিশ্ববিদ্যালয়ের ভূমিকার প্রশংসা করেন।

উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান শেষে হাই কমিশনারের সৌজন্যে, সানওয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি মধ্যাহ্ন ভোজের আয়োজন করে। এতে অংশগ্রহণ করেন সানওয়ে এডুকেশন গ্রুপের সিইও অধ্যাপক দাতো এলিজাবেথ লি। শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ডক্টর মাইন উদ্দিন খন্দকার, সহযোগী অধ্যাপক ড. আবুল বাশার ভূঁইয়া, বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টস এবং আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টস। মধ্যাহ্ন ভোজের পরে, সবাই সম্মিলিতভাবে বিশ্ববিদ্যালয়ে অবস্থিত অধ্যাপক ‘ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার’ ভিজিট করেন।

  • Rofiq Kazi

    Related Posts

    বঙ্গোপসাগরে ভারত, যুক্তরাষ্ট্র ও চীনের আলাদা আলাদা স্বার্থ রয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা

    অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বঙ্গোপসাগরকে কেন্দ্র করে বাংলাদেশ ছাড়াও ভারত, যুক্তরাষ্ট্র এবং চীনের আলাদা আলাদা স্বার্থ রয়েছে। অন্যান্য নানা ইস্যুর পাশাপাশি রোহিঙ্গা ইস্যুর পরিপ্রেক্ষিতে বঙ্গোপসাগর বাংলাদেশের…

    Continue reading
    মণিপুরে ৬ মেইতেইকে অপহরণ হত্যা করল কুকি বাহিনী

    সন্দেহভাজন কুকি বিদ্রোহীদের তুলে নিয়ে যাওয়া ৬ মেইতেই জাতিগোষ্ঠির সদস্যের লাশ উদ্ধার করেছে আসাম পুলিশ।   মেইতেইদের দাবি, সশস্ত্র কুকি-মার বাহিনী ত্রাণশিবির থেকে এই ছ’জনকে অপহরণ করেছিল। উদ্ধার করা লাশের…

    Continue reading

    বঙ্গোপসাগরে ভারত, যুক্তরাষ্ট্র ও চীনের আলাদা আলাদা স্বার্থ রয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা

    বঙ্গোপসাগরে ভারত, যুক্তরাষ্ট্র ও চীনের আলাদা আলাদা স্বার্থ রয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা

    মণিপুরে ৬ মেইতেইকে অপহরণ হত্যা করল কুকি বাহিনী

    মণিপুরে ৬ মেইতেইকে অপহরণ হত্যা করল কুকি বাহিনী

    গৃহবধূর লাশ ফ্রিজে পুলিশের গ্রেপ্তার করা তিন আসামির ভাষ্য ‘একই রকম’

    গৃহবধূর লাশ ফ্রিজে পুলিশের গ্রেপ্তার করা তিন আসামির ভাষ্য ‘একই রকম’

    সিরিজ হার ঠেকাতে পাকিস্তানের চাই ১৪৮

    সিরিজ হার ঠেকাতে পাকিস্তানের চাই ১৪৮

    সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত চিত্রনায়ক রুবেল

    সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত চিত্রনায়ক রুবেল

    কর্মী সংকটে সুইডেনে বন্ধ হচ্ছে বাংলাদেশি রেস্তোরাঁ

    কর্মী সংকটে সুইডেনে বন্ধ হচ্ছে বাংলাদেশি রেস্তোরাঁ

    সাবলেটে থাকা নারী বহিরাগত এনে বাসায় চালালেন লুটপাট, নিয়ে গেলেন শিশুকেও

    সাবলেটে থাকা নারী বহিরাগত এনে বাসায় চালালেন লুটপাট, নিয়ে গেলেন শিশুকেও

    স্পেনে বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১০

    স্পেনে বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১০

    নেতাকর্মীদের খোলার মাঠে রেখে পালিয়ে যান শেখ হাসিনা: সারজিস আলম

    নেতাকর্মীদের খোলার মাঠে রেখে পালিয়ে যান শেখ হাসিনা: সারজিস আলম

    স্যামসন–তিলকের ব্যাটে ‘মহাপ্রলয়’,ভারতের বড় জয়

    স্যামসন–তিলকের ব্যাটে ‘মহাপ্রলয়’,ভারতের বড় জয়