মালয়েশিয়ায় জমে উঠেছে ঈদের কেনাকাটা

পবিত্র ঈদুল ফিতরের বাকি মাত্র কয়েকদিন। স্থানীয় বিপণীবিতানে ক্রেতার পদচারণায় মুখর। বিপণীবিতানগুলোতে ক্রেতার পদচারণায় প্রাণ ফিরে পেয়েছে মালয়েশিয়ার ঈদ বাজার।

যদিও রাজধানী কুয়ালালামপুরের অনেক বাসিন্দা আসন্ন ঈদুল ফিতর উদযাপনের জন্য তাদের নিজ শহরে ফিরে যেতে শুরু করেছেন। তবে অনেকে এখনো রাজধানীতে রয়েছেন এবং শেষ সময়ে কেনাকাটা সেরে নিচ্ছেন। ক্রেতাদের প্রধান পছন্দের জিনিসগুলির মধ্যে রয়েছে রায়া পোশাক যেমন বাজু কুরং, বাজু মেলায়ু, টুডুং এবং সোংকোক।

রমজানের শুরুতে, দেশটির জাতীয় তথ্য প্রচার কেন্দ্র (নাদি) ‘বাজার রায়া’ হল স্মার্ট সার্ভিসেস নাদি প্রোগ্রামের অধীনে স্থানীয় সম্প্রদায়ের মধ্যে উদ্যোক্তাদের ক্ষমতায়নে সরকারের প্রচেষ্টাকে সমর্থন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

মালয়েশিয়ান কমিউনিকেশনস অ্যান্ড মাল্টিমিডিয়া কমিশন বলছে, এই উদ্যোগটি ব্যবসায়িক উন্নয়ন বৃদ্ধি ও প্রতিযোগিতা জোরদার করা। এমসিএমসি এক বিবৃতিতে জানিয়েছে, হারি রায়া ঈদুল ফিতর উদযাপনের আগে উদ্যোক্তারা তাদের পণ্য বাজারজাত করতে এবং স্থানীয়দের কাছে তাদের ব্যবসার পরিচয় করিয়ে দিতে সরকারের এই যুগান্তকারী উদ্যোগ।

এর আগে যোগাযোগমন্ত্রী দাতুক ফাহমি ফাদজিল কুয়ালালামপুরের শ্রী পান্তাইতে বাজার রায়া নাদির উদ্বোধনীর মাধ্যমে দেশব্যাপী ১,০৭৭টি স্থানে উদ্যোক্তাদের পণ্য বিক্রি হচ্ছে।

এদিকে কেনাকাটার জন্য জনপ্রিয় স্থান হিসেবে পরিচিত বেশ কয়েকটি শপিংমল সোমবার ঘুরে দেখা গেছে, প্রতিটি শপিংমলে ক্রেতাদের ভিড়। ইফতারের পর ভিড় আরও বেড়ে যায়।

কুয়ালালামপুরের সেগো শপিংমলের বাথ অ্যান্ড বডি ওয়ার্কস আউটলেটের সহকারী ব্যবস্থাপক অ্যামি আরিফিন বলেন, শেষ সময়ে ক্রেতাদের ভিড় উৎসবের বাতাস বয়ে এনেছে।

মসজিদ ইন্ডিয়ার প্রসিদ্ধ জেকেল মলের বাজু মেলায়ুর কর্মী সিতি, প্রায় একই কথা বলেন। তিনি বলেন, ক্রেতারা প্রতিদিন সকাল ১০টা থেকে বিতানগুলোতে আসতে শুরু করেন কেনা বেচা চলে সারা রাত। প্রতিদিন অনেক ক্রেতা সমাগম ঘটে। শুধু যে শেষ মুহূর্তের কেনা কাটায় ক্রেতা সমাগম বেড়েছে।

জেকেল মলে মা-বাবা, ভাই-বোনদের জন্য ঈদের কেনাকাটা করতে এসেছেন নূর ফাতিন আমিরা। তিনি জানান, বাড়ি ফেরার আগে ঈদের কেনাকাটা সারছেন তিনি।

আমিরা বলেন, আলহামদুলিল্লাহ এবারের প্রস্তুতি আগের তুলনায় অনেক বেশি। উৎসবমুখর পরিবেশে পরিবারের সবার জন্য কেনাকাটা করছি। অনেক দোকানে প্রায় ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়ে পণ্য কেনা যাচ্ছে।

এদিকে মালয়েশিয়ায় বাংলাদেশি মালিকানা দোকানে প্রবাসীদের পাশাপাশি স্থানীয়রাও ভিড় করছেন পছন্দের পোশাক কিনতে। কেনাকাটার জন্য প্রবাসীরা ভিড় করছেন কুয়ালালামপুরের বড় বড় ফ্যাশন হাউজে।

প্রবাসে থেকেও পছন্দের দেশীয় পোশাক কিনতে পেরে খুশি প্রবাসীরা। নেত্রকোনার ইমামুল (২৬) নতুন কলিং ভিসায় মালয়েশিয়া এসেছেন। ইমামুল নিজের জন্য শার্ট আর প্যান্ট কিনেছেন। পাশাপাশি দেশে থাকা মা বোনদের ঈদের জামা কেনার জন্য টাকা পাঠিয়েছেন।

ইমামুলের মতে, পরিবার ছাড়া এই প্রথম দেশের বাইরে ঈদ করব। মিস করছি পরিবারের সবাইকে। পরিবার পরিজনেরা খুশিমতো ঈদ করতে পারলেই আমার আনন্দ। তার মতো অনেকেই দেশে থাকা তাদের পরিবার ও স্বজনদের টাকা পাঠিয়েছেন।

মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। বিক্রেতাদের আশা, সামনে এ চাহিদা আরও বাড়বে। প্রবাসীদের কথা চিন্তা করে ঈদ উপলক্ষে এবার বাংলাদেশি মালিকানা বিভিন্নপ্রতিষ্ঠান দিয়েছে বিশেষ মূল্যছাড়।

বিক্রেতাদের কাছ থেকে ভালো সাড়া পাওয়ায় ভবিষ্যতে ঈদ বাজারে আরও বড় পরিসরে দেশীয় পোশাক আনার কথা জানান প্রবাসী ব্যবসায়ীরা। কেনাঙ্গা শপিংমল (হানতুয়া) কাপড় ব্যবসায়ী আনোয়ার বলেন, ঈদের শেষ মুহূর্তে বিক্রি বাড়াতে বেশ কয়েকটি পণ্য আকর্ষণীয় ছাড় দিয়েছি। শেষ মুহূর্তে আরও বেশি ক্রেতা সমাগম ঘটবে বলে আশা ব্যবসাীদের।

  • Related Posts

    নৈশভোজে পাশাপাশি চেয়ারে ড. ইউনূস ও নরেন্দ্র মোদী

    থাইল্যান্ডের ব্যাংককে বিমসটেক সম্মেলনের নৈশভোজে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা হলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। নৈশভোজের টেবিলে পাশাপাশি চেয়ারে বসেন তারা। বৃহস্পতিবার (৩ এপ্রিল) তাদের এই…

    Continue reading
    প্রধান উপদেষ্টা ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

    অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতোংতার্ন শিনাওয়াত্রার মধ্যে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) ব্যাংককের একটি হোটেলে বিমসটেক সম্মেলনের আনুষ্ঠানিক নৈশভোজে তাদের সাক্ষাৎ হয়। এসময়…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    নৈশভোজে পাশাপাশি চেয়ারে ড. ইউনূস ও নরেন্দ্র মোদী

    নৈশভোজে পাশাপাশি চেয়ারে ড. ইউনূস ও নরেন্দ্র মোদী

    প্রধান উপদেষ্টা ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

    প্রধান উপদেষ্টা ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

    মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩ হাজার ছাড়িয়েছে

    মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩ হাজার ছাড়িয়েছে

    গাজীপুরে ট্রেনে আগুন, আড়াই ঘণ্টা পর চলাচল স্বাভাবিক

    গাজীপুরে ট্রেনে আগুন, আড়াই ঘণ্টা পর চলাচল স্বাভাবিক

    টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে কেকেআর

    টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে কেকেআর

    জনপ্রিয় নায়ক আলমগীরের জন্মদিন আজ

    জনপ্রিয় নায়ক আলমগীরের জন্মদিন আজ

    সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

    সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

    বিমসটেক সম্মেলনে তরুণদের উদ্দেশে বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা

    বিমসটেক সম্মেলনে তরুণদের উদ্দেশে বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা

    থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

    থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

    ‘মোদী আমার বন্ধু’ বলেই ভারতের ওপর শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

    ‘মোদী আমার বন্ধু’ বলেই ভারতের ওপর শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের