
মালয়েশিয়ায় একটি লেক্সাস এসইউভির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ২৬ বছর বয়সি এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
রোববার (২৫ মে) সেলাঙ্গর রাজ্যের পেতালিং জেলার বন্দর উতামা মহাসড়কে সুঙ্গাই পেঞ্চালা টোল প্লাজার কাছে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মোটরসাইকেলটিতে আগুন ধরে যায়।
সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্ট জানিয়েছে, রোববার সকাল ৭টা ১৫ মিনিটে একটি জরুরি ফোন আসে এবং তাৎক্ষণিকভাবে দামানসারা ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশন থেকে একটি দল পাঠানো হয়।
সংস্থাটি আরও জানিয়েছে, মোট সাতজন কর্মীকে দুর্ঘটনাস্থলে পাঠানো হয় এবং প্রথম উদ্ধারকারীরা সকাল ৭টা ২৭ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে তারা দেখতে পান একটি এসইউভি গাড়ির সঙ্গে সংঘর্ষের পর একটি মোটরসাইকেলের প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে।
২৬ বছর বয়সি ওই ভুক্তভোগীকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়েছে। পরে, ফায়ার সার্ভিসের কর্মীরা মোটরসাইকেলের আগুন নেভানোর চেষ্টা করছিলেন।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে বলে পুলিশ জানিয়েছে।