
ফিলিস্তিনের গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধের দাবিতে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি শুরু হয়েছে। শনিবার (১২ এপ্রিল) বিকেল ৩টার দিকে মূল কর্মসূচি শুরু হয়।
এর আগে মার্চ ফর গাজা কর্মসূচিতে যোগ দিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নানা বয়সী মানুষ ছোট-বড় মিছিল নিয়ে এগিয়ে যেতে থাকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের দিকে। সেকানে গিয়ে এক হন সব রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও নানান ধর্ম-বর্ণের মানুষ।
বিকেলে মূল অনুষ্ঠান হলেও সকাল থেকেই জনস্রোত ছুটে যায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের দিকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কানায় কানায় পূর্ণ হয়ে যায় উদ্যান।
বাংলামোটর, কাকরাইল পুরান ঢাকা, গুলিস্তানের জিরোপয়েন্টসহ বিভিন্ন স্থান থেকে একযোগে শুরু হয় এই মার্চ ফর গাজা কর্মসূচি। একে একে রাজধানীর সব পথ মিলত হয় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে।
প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের আয়োজনে মার্চ ফর গাজায় ঘোষণা পত্র পাঠ করা হবে বিশ্ববাসীকে জানান দেয়ার জন্য। এছাড়া জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেকের নেতৃত্ব নির্যাতিত ফিলিস্তিনের জন্য করা হবে মোনাজাত।