
সিরিয়ার বিদ্রোহী বাহিনীর হাতে ক্ষমতা হস্তান্তর করতে রাজি হয়েছেন ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজি আল-জালালি। সোমবার (৯ ডিসেম্বর) এ সিদ্ধান্তের কথা জানান তিনি।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজি আল-জালালির এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিদ্রোহী নেতা আবু মোহাম্মদ আল-জোলানি। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর ক্ষমতা হস্তান্তরের সিদ্ধান্ত সমস্ত ইসলামী জাতির বিজয়।’
এদিকে আল আরাবিয়া টিভির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মোহাম্মদ গাজি আল-জালালি বিদ্রোহী সালভেশন গভর্নমেন্ট-এর কাছে ক্ষমতা হস্তান্তর করতে সম্মত হয়েছেন। তবে আগামী মাসগুলোতে দেশটিতে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দিতে দামেস্কে থাকবেন তিনি।
এর আগে বিরোধী জোটের প্রধান হাদি আল-বাহরা গত রোববার সংবাদমাধ্যম মিডল ইস্ট আইকে বলেন, ‘সিরিয়ায় স্বাধীন নির্বাচনের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করতে ১৮ মাস সময় লাগবে। নির্বাচনের আগ পর্যন্ত সিরিয়া পরিচালনা করবে অন্তর্বর্তী সরকার।’
গত ৮ ডিসেম্বর সিরিয়ার দুই যুগের প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতন ঘটিয়েছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম। এর মধ্যদিয়ে আসাদ পরিবারের ৫৩ বছরের সাম্রাজের সমাপ্তি ঘটেছে। দামেস্ক থেকে পালিয়ে পরিবারসহ রাশিয়ায় আশ্রয় নিয়েছেন বাশার আল-আসাদ।