বাংলাদেশ পাকিস্তানে পেরেছে, ভারতে কেন পারছে না

বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে এখন একটাই প্রশ্ন—পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে দুই টেস্টের সিরিজে ধবলধোলাই করে এলেও ভারতে পারছে না কেন! ভারত সফরে দুই টেস্ট তিন টি-টোয়েন্টির দুটি সিরিজ খেলবে বাংলাদেশ। এর মধ্যে চেন্নাইয়ে প্রথম টেস্টটি খেলে ফেলেছে, যেখানে সেভাবে প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি নাজমুল হোসেনের দল।

চেন্নাইয়ে চতুর্থ দিনের প্রথম সেশনে শেষ হওয়া ম্যাচে বাংলাদেশে হেরেছে ২৮০ রানের বড় ব্যবধানে। ভারত ফলোঅন করায়নি বলে হয়তো ইনিংস হার থেকে বেঁচে গেছেন নাজমুলরা।

অথচ পাকিস্তানে যে দলটি ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে এসেছিল, বলতে গেলে সেই দলটি নিয়েই ভারতে গেছে বাংলাদেশ। পরিবর্তন শুধু একটি—চোটের কারণে নেই ফাস্ট বোলার শরীফুল ইসলাম। তাঁর জায়গায় দলে ঢুকেছেন উইকেটকিপার-ব্যাটসম্যান জাকের আলী। শরীফুল অবশ্য পাকিস্তানে দ্বিতীয় টেস্টটিও খেলতে পারেননি।

তাহলে সমস্যা কোথায়?ভারতে বাংলাদেশের ব্যর্থতার কারণ আসলে লুকিয়ে আছে ভারত ও পাকিস্তান দল নিয়ে বাসিত আলীর একটি আলোচনায়। পাকিস্তানের সাবেক ক্রিকেটার নিজের ইউটিউব চ্যানেলে ভারত ও পাকিস্তানের ক্রিকেটারদের মনোভাবের পার্থক্য নিয়ে আলোচনা করেছেন।

বাসিত আলীর সেই আলোচনায় উঠে এসেছে ভারতের ক্রিকেটারদের মনোভাবই তাদের পাকিস্তানিদের চেয়ে এগিয়ে রাখে। এখানে উদাহরণ হিসেবে বাংলাদেশকে টেনে এনেছেন বাসিত, ‘আমরা পার্থক্যটা জানি। (ভারতের বিপক্ষে খেলা) একই বাংলাদেশ দল পাকিস্তানের বিপক্ষে খেলেছে, তখন এমন মনে হয়েছে যে পাকিস্তান দল সব দিক থেকে পিছিয়ে আছে। এটা সেই বাংলাদেশ, যারা পাকিস্তানকে ধবলধোলাই করেছে। পার্থক্যটা আসলে মনোভাব, চিন্তা আর মানে।’

বাসিত আলীর এই বিশ্লেষণেই স্পষ্ট, ভারতীয় ক্রিকেটারদের মনোভাবই তাঁদের অন্যদের চেয়ে এগিয়ে রাখছে। পাকিস্তানি ক্রিকেটারদের মনোভাবে সমস্যা আছে আর চিন্তা ও মানেও ঘাতটি আছে বলেই বাংলাদেশের কাছে হেরেছে, এ সমস্যাগুলো ভারতের ক্রিকেটারদের নেই বলেই বাংলাদেশ কুলিয়ে উঠতে পারছে না ভারতে; বাসিত আলীর আলোচনার মূল সুর এটাই।

মনোভাবের পার্থক্য বোঝাতে গিয়ে বাসিত আলী মূলত ভারত আর পাকিস্তানের পেস বোলারদের বিষয়টি টেনে এনেছেন। একটা সময়ে পাকিস্তানের বোলিং কোচের দায়িত্বে ছিলেন মরনে মরকেল। দক্ষিণ আফ্রিকার সাবেক এই ফাস্ট বোলার এখন ভারতের বোলিং কোচ। একই বোলিং কোচের অধীনে পাকিস্তানের বোলাররা তেমন কিছুই করতে পারেনি, কিন্তু ভারতীয় পেসাররা চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ এলোমেলো করে দিয়েছে।

বাসিত আলী বলেছেন, ‘পাকিস্তানি বোলাররা নিজেদের ক্রিকেটের চেয়েও বড় মনে করে। তারা মনে করেছিল, আমাদের সামনে মরকেল কিছুই নয়।’ বাংলাদেশের বিপক্ষে চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে ভারতের তিন পেসার যশপ্রীত বুমরা (৪), মোহাম্মদ সিরাজ (২) ও আকাশ দীপ (২) মিলে নিয়েছেন ৮ উইকেট।

  • Rofiq Kazi

    Related Posts

    সাবলেটে থাকা নারী বহিরাগত এনে বাসায় চালালেন লুটপাট, নিয়ে গেলেন শিশুকেও

    রাজধানীর আজিমপুরে বাসায় দিনদুপুরে লুটপাট চালিয়ে একটি ফুটফুটে শিশুকেও নিয়ে গেছে ডাকাতরা। রাজধানীর আজিমপুরে ফারজানা আক্তার নামে এক নারীর বাসায় সাবলেটে থাকা আরেক নারী তিনজন ব্যক্তি নিয়ে হানা দিয়ে লুটপাট…

    Continue reading
    স্পেনে বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১০

    স্পেনের উত্তর-পূর্বাঞ্চলীয় জারাগোজায় একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জনের প্রাণহানি হয়েছে। স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে আরব নিউজ জানিয়েছে, শুক্রবার (১৫ নভেম্বর) স্থানীয় সময় ভোরে জারাগোজার ভিলা ফ্রাঙ্কা…

    Continue reading

    সাবলেটে থাকা নারী বহিরাগত এনে বাসায় চালালেন লুটপাট, নিয়ে গেলেন শিশুকেও

    সাবলেটে থাকা নারী বহিরাগত এনে বাসায় চালালেন লুটপাট, নিয়ে গেলেন শিশুকেও

    স্পেনে বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১০

    স্পেনে বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১০

    নেতাকর্মীদের খোলার মাঠে রেখে পালিয়ে যান শেখ হাসিনা: সারজিস আলম

    নেতাকর্মীদের খোলার মাঠে রেখে পালিয়ে যান শেখ হাসিনা: সারজিস আলম

    স্যামসন–তিলকের ব্যাটে ‘মহাপ্রলয়’,ভারতের বড় জয়

    স্যামসন–তিলকের ব্যাটে ‘মহাপ্রলয়’,ভারতের বড় জয়

    ‘আমার হাতে আর মাত্র ১০ বছর রয়েছে’

    ‘আমার হাতে আর মাত্র ১০ বছর রয়েছে’

    মালয়েশিয়ায় পাসপোর্ট নবায়ন বন্ধ, ভোগান্তিতে প্রবাসীরা

    মালয়েশিয়ায় পাসপোর্ট নবায়ন বন্ধ, ভোগান্তিতে প্রবাসীরা

    রাজশাহীতে বাসচাপায় নিহত ২

    রাজশাহীতে বাসচাপায় নিহত ২

    ২৪ ঘণ্টায় ২৮ ফিলিস্তিনিকে হত্যা

    ২৪ ঘণ্টায় ২৮ ফিলিস্তিনিকে হত্যা

    রাস উৎসবে কুয়াকাটায় পর্যটকদের ঢল

    রাস উৎসবে কুয়াকাটায় পর্যটকদের ঢল

    একাই ১০ উইকেট নিলেন ভারতীয় পেসার

    একাই ১০ উইকেট নিলেন ভারতীয় পেসার