বাংলাদেশ থেকে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার পথে থাইল্যান্ডের ফুকেট সমুদ্র সৈকতে আটকে পড়া ৪২ রোহিঙ্গাকে আটক করেছেন দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
মঙ্গলবার (২১ জানুয়ারি) ভোর ৪টার দিকে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় পর্যটন দ্বীপ ফুকেটের থালাং জেলার সমুদ্র থেকে ৪২ রোহিঙ্গা অভিবাসীকে আটক করা হয়। পরে খাবার, পানি এবং চিকিৎসাসেবা দেয়ার পর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য স্থানীয় থা চ্যাট চাই থানায় পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, বাংলাদেশ থেকে ট্রলারটি মালয়েশিয়া পৌঁছাতে গত ১৬ ডিসেম্বর যাত্রা শুরু করে। এক মাসেরও বেশি সময় পর ফুকেট সমুদ্র সৈকতে তাদের ভাসতে দেখে তারা। এদের মধ্যে প্রথম দলে ১৯ জন পুরুষ এবং ২৩ জন নারী ছিলেন, যার মধ্যে ১৫ বছরের কম বয়সি ১২ শিশুও রয়েছে।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তাদের বেশিরভাগই দুর্বল অবস্থায় ছিল।
রোহিঙ্গারা স্থানীয় পুলিশকে জানায়, একটি পণ্যবাহী জাহাজে করে তারা ৭৫ জনের একটি দল গত ১৬ ডিসেম্বর বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাওয়ার জন্য রওয়ানা হয়েছিল। এরপর থাইল্যান্ডের ফুকেট সমুদ্র সৈকতের কাছে জাহাজ থেকে নামিয়ে দেয়ার পর ফুকেটের ফাংঙ্গার একটি সমুদ্র সৈকতে যাওয়ার জন্য তারা ছোট ট্রলারে ওঠে।
তাদের মধ্যে কয়েকজন অসুস্থ এবং কয়েকজন গর্ভবতীও ছিলেন। যাত্রাকালে জাহাজে থাকা কিছু রোহিঙ্গা নির্যাতনের কারণে মারা গেছে বলেও জানান তারা।