পেসার অ্যাটকিনসনের সেঞ্চুরি, ৪২৭ রানে থামলো ইংল্যান্ড

লর্ডস প্রথম দিন জো রুটের রেকর্ড সেঞ্চুরির ওপর ভর করে দ্রুত গতিতে রান তুলেছিলো স্বাগতিক ইংল্যান্ড। দিন শেষে তারা থেমেছিলো ৭ উইকেটে ৩৫৮ রানে। যদিও ১৪৩ রান করে আউট হয়ে গিয়েছিলেন জো রুট। তবে ৭৪ রান নিয়ে ব্যাট করছিলেন পেসার হিসেবে দলে সুযোগ পাওয়া গাস অ্যাটকিনসন।

দ্বিতীয় দিন ব্যাট করতে নমে জো রুটের মত তিন অংকের ঘরে পৌঁছালেন অ্যাটকিনসন। ক্রিকেটীয় জীবনে অ্যাটকিনসনের এটাই প্রথম সেঞ্চুরি। এর আগে ঘরোয়া ক্রিকেটেও কখনো সেঞ্চুরি করতে পারেননি তিনি। প্রথমশ্রেণির ক্রিকেটে অ্যাটকিনসনের ব্যাটে সর্বোচ্চ রান ছিল ৯১।

কিন্তু এ নিয়ে মাত্র ৫ম টেস্ট খেলতে নামা ২৬ বছর বয়সী এই ক্রিকেটার শ্রীলঙ্কার বিপক্ষে ঐতিহাসিক লর্ডসে সেঞ্চুরি করে অনার্সবোর্ডে নাম তোলার গৌরব অর্জন করে ফেললেন। শেষ পর্যন্ত ১১৫ বলে ১১৮ রান করে আউট হন গাস অ্যাটকিনসন।

আগেরদিনের সঙ্গে দ্বিতীয় দিন আর মাত্র ১৪ ওভার খেলার সুযোগ পায় ইংলিশরা। ৪২৭ রান করে অবশেষে অলআউট হয় তারা। ম্যাথিউ পটস ২১ এবং ওলি স্টোন ১৫ রান করে আউট হন। ওপেনার বেন ডাকেট করেছিলেন ৪০ রান।

লঙ্কান বোলারদের মধ্যে আসিথা ফার্নান্দো একাই নেন ৫ উইকেট। ২টি করে উইকেট নেন মিলান রথনায়েকে এবং লাহিরু কুমারা। ১টি নেন প্রাবাথ জয়সুরিয়া

জবাব দিতে নেমে ৩৫ রানের মধ্রে ৩ উইকেট হারিয়ে দারুণ ব্যাটিং বিপর্যয়ে পড়েছে শ্রীলঙ্কা। ৭ রান করে নিয়ে নিশান মধুশঙ্কা এবং দিমুথ করুনারত্নে আউট হয়ে যান। ১২ রান করে আউট হলেন পাথুম নিশাঙ্কা। অ্যাঞ্জেলো ম্যাথিউজ ব্যাট করছেন ১ রান নিয়ে।

  • Related Posts

    নববর্ষের শোভাযাত্রায় বাঙালি ছাড়াও ২৭ জাতিগোষ্ঠী অংশগ্রহণ করবে

    বাংলা নববর্ষে চারুকলার শোভাযাত্রায় বাঙালি ছাড়াও ২৭টি জাতিগোষ্ঠী অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেন, ওইদিন বিকেলে মানিক মিয়া অ্যাভিনিউতে কনসার্ট অনুষ্ঠিত হবে। রকস্টার ব্যান্ড বামবা…

    Continue reading
    যুক্তরাষ্ট্র শুল্ক থেকে প্রতিদিন ২০০ কোটি ডলার আয় করছে: ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, শুল্ক আদায়ের মাধ্যমে যুক্তরাষ্ট্র প্রতিদিন গড়ে ২ বিলিয়ন বা ২০০ কোটি ডলার আয় করছে। মঙ্গলবার (৮ এপ্রিল) হোয়াইট হাউজে আয়োজিত এক অনুষ্ঠানে এই দাবি…

    Continue reading

    নববর্ষের শোভাযাত্রায় বাঙালি ছাড়াও ২৭ জাতিগোষ্ঠী অংশগ্রহণ করবে

    নববর্ষের শোভাযাত্রায় বাঙালি ছাড়াও ২৭ জাতিগোষ্ঠী অংশগ্রহণ করবে

    যুক্তরাষ্ট্র শুল্ক থেকে প্রতিদিন ২০০ কোটি ডলার আয় করছে: ট্রাম্প

    যুক্তরাষ্ট্র শুল্ক থেকে প্রতিদিন ২০০ কোটি ডলার আয় করছে: ট্রাম্প

    উৎসবে মেতেছে খাগড়াছড়ি

    উৎসবে মেতেছে খাগড়াছড়ি

    শাইনপুকুরের বিপক্ষে রুদ্ধশ্বাস জয় গুলশান ক্রিকেট ক্লাবের

    শাইনপুকুরের বিপক্ষে রুদ্ধশ্বাস জয় গুলশান ক্রিকেট ক্লাবের