পশ্চিমবঙ্গের রাষ্ট্র পরিচালিত কলেজ অব মেডিসিন অ্যান্ড জেএনএম হসপিটালের ৪০ শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। অন্য শিক্ষার্থীদের হুমকি দেওয়ার অভিযোগে তাঁদের বহিষ্কার করা হয়েছে।
সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) এক প্রতিবেদনে বলা হয়, গতকাল বৃহস্পতিবার বর্ধিত কলেজ কাউন্সিল সভায় শিক্ষার্থীদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল থেকেই তাঁদের বহিষ্কারাদেশ কার্যকর হয়েছে।
বৈঠকের অনুলিপিতে বলা হয়, প্রাথমিকভাবে পাওয়া বিপুল তথ্য-প্রমাণ এবং ব্যক্তিগতভাবে শিক্ষার্থীদের দেওয়া ও ডিজিটাল তথ্য-প্রমাণের ভিত্তিতে বর্ধিত কলেজ কাউন্সিল অভিযুক্ত শিক্ষার্থীদের হোস্টেল, হাসপাতাল ও কলেজ ক্যাম্পাস থেকে অন্তত ছয় মাসের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত আজ (গতকাল) থেকেই কার্যকর হবে।
অনুলিপিতে আরও বলা হয়, সাময়িকভাবে বহিষ্কার শিক্ষার্থীরা ছয় মাসের মধ্যে শুধু পরীক্ষায় অংশ নিতে এবং র্যাগিংবিরোধী কমিটি ও অভ্যন্তরীণ অভিযোগ কমিটি বা বিশেষ কোনো তদন্ত কমিটির প্রয়োজনে কলেজে ঢুকতে পারবেন। কিন্তু কোনোভাবেই হোস্টেল ও হাসপাতালে প্রবেশ করতে পারবেন না।
বর্ধিত কলেজ কাউন্সিলের বৈঠকে বর্তমান স্টুডেন্টস ওয়েলফেয়ার কমিটি বিলুপ্তির বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়। পরবর্তী ঘোষণা না দেওয়া বা গণতান্ত্রিকভাবে নতুন কমিটি গঠিত না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।
বহিষ্কৃত শিক্ষার্থীরা স্টুডেন্টস ওয়েলফেয়ার কমিটির কোনো নির্বাচনে অংশ নিতে পারবেন না।
বর্ধিত কলেজ কাউন্সিলের অনুলিপির ভাষ্যমতে, পশ্চিমবঙ্গের কল্যাণীর কলেজ অব মেডিসিন অ্যান্ড জেএনএম হসপিটালে বিরাজমান ভয়ের সংস্কৃতি অবশ্যই বন্ধ করতে হবে এবং এ ধরনের (হুমকির ঘটনা) আর কখনো পুনরাবৃত্তি হতে দেওয়া যাবে না।