নিজেদের মধ্যে মারামারি-কাটাকাটি না করে আসুন আমরা এক থাকি সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, আসুন আমরা নিজেদের মধ্যে মারামারি, কাটাকাটি না করে এক থাকি। দেশ ও জাতি যেন একসঙ্গে থাকতে পারি সেদিকে কাজ করতে হবে আমাদের।

তিনি বলেন, যদি ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি-কাটাকাটি করেন, তাহলে এই দেশ এবং জাতির স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজ বলে দিলাম, না হলে আপনারা বলবেন আমি সতর্ক করিনি।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে ‘পিলখানায় সংঘটিত নির্মম হত্যাকাণ্ডে শাহাদতবরণকারী শহীদ অফিসারদের স্মরণে’ এক বিশেষ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সেনাপ্রধান বলেন, আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, পরে বলবেন আমি সতর্ক করিনি। আপনারা যদি ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি-কাটাকাটি করেন, তাহলে এই দেশ এবং জাতির স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজ বলে দিলাম, না হলে আপনারা বলবেন আমি সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের। এই দেশ আমাদের সবার, সবাই সুখে শান্তিতে থাকতে চাই। আমরা চাই না হানাহানি, কাটাকাটি, মারামারি।

তিনি বলেন, আমাদের মধ্যে মতের বিরোধ থাকতে পারে, চিন্তা-চেতনার বিরোধ থাকতে পারে কিন্তু দিনশেষে দেশ ও জাতির দিকে খেয়াল করে আমরা যেন এক থাকতে পারি। তাহলেই দেশ উন্নত হবে, দেশটা সঠিক পথে পরিচালিত হবে। বিশ্বাস করেন না হলে আমরা আরও সমস্যার মধ্যে পড়তে যাবো। ওদিকে আমরা যেতে চাই না।

সেনাবাহিনীর প্রতি আক্রমণ করবেন না উল্লেখ করে সেনাপ্রধান বলেন, একটা কমন জিনিস আমি দেখতে পাচ্ছি- সেনাবাহিনী ও সেনাপ্রধানের প্রতি বিদ্বেষ কারও কারও। কি কারণে এই বিদ্বেষ আমি আজ পর্যন্ত এটা খুঁজে পাইনি। সেনাবাহিনী এখনো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, পাশাপাশি নৌবাহিনী ও বিমানবাহিনী কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, আমাদের সাহায্য করুন আমাদের আক্রমণ করবেন না। আমাদের অনুপ্রাণিত করেন, আমাদের উপদেশ দিন। আমরা অবশ্যই ভালো উপদেশ গ্রহণ করবো। আমরা একসঙ্গে থাকতে চাই দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যেতে চাই।

সেনাবাহিনী প্রধান আরও বলেন, আজ দেশের এই ক্রান্তিলগ্নে সব বাহিনী, সব অর্গানাইজেশন বিপর্যস্ত হয়ে পড়েছে, শুধু সেনাবাহিনী টিকে আছে। টিকে থাকার কারণ ডিসিপ্লিন। তারপরও আমার অফিসারকে আদেশ দিয়েছি, কারও বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে এমন অপরাধী সামান্যতম কোনো সন্দেহের অবকাশ থাকে সেটা তাদের ফেভারে যাবে। এটা আমার ঢালাও নির্দেশ। সেই হিসেবে আমার কাছে প্রস্তাব এসেছে। কোনো কোনো প্রস্তাবে আমি নিজে থেকে যোগ করে বেশি দিয়েছি। ন্যায়-নীতিতে আমরা প্রতিষ্ঠিত থাকবো।

নিজের অন্য কোনো আকাঙ্ক্ষা নেই উল্লেখ করে তিনি বলেন, আমার একটাই আকাঙ্ক্ষা, দেশ ও জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে সেনানিবাসে ফেরত আসবো। লাস্ট সেভেন মান্থথ আই হ্যাভ আনাফ।

  • Related Posts

    হজযাত্রীদের সার্বক্ষণিক সেবায় ম্যানেজমেন্ট সেন্টার চালুর নির্দেশ

    হজযাত্রা সহজ, সুন্দর ও নিরাপদ করতে ‘হজ ম্যানেজমেন্ট সেন্টার’ চালু করে হজযাত্রীদের সার্বক্ষণিক সেবার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, পবিত্র হজ পালন সহজ করার জন্য…

    Continue reading
    পদত্যাগ করলেন ইউনিলিভার সিইও

    হঠাৎ পদত্যাগ করেছেন যুক্তরাজ্যভিত্তিক বহুজাতিক সংস্থা ইউনিলিভারের প্রধান নির্বাহী (সিইও) হাইন শুমাচার। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সংস্থাটির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, শুমাচারের স্থলাভিষিক্ত হচ্ছেন ইউনিলিভারের চিফ ফিনান্সিয়াল অফিসার ফার্নান্দো…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    হজযাত্রীদের সার্বক্ষণিক সেবায় ম্যানেজমেন্ট সেন্টার চালুর নির্দেশ

    হজযাত্রীদের সার্বক্ষণিক সেবায় ম্যানেজমেন্ট সেন্টার চালুর নির্দেশ

    পদত্যাগ করলেন ইউনিলিভার সিইও

    পদত্যাগ করলেন ইউনিলিভার সিইও

    টাঙ্গাইলের ঘাটাইলে রাস্তায় গাছ ফেলে চার বাসে ডাকাতি

    টাঙ্গাইলের ঘাটাইলে রাস্তায় গাছ ফেলে চার বাসে ডাকাতি

    আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচ পরিত্যক্ত

    আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচ পরিত্যক্ত

    শাহরুখের ‘পাঠান ২’ সিনেমার চিত্রনাট্য প্রস্তুত, শুটিং কবে

    শাহরুখের ‘পাঠান ২’ সিনেমার চিত্রনাট্য প্রস্তুত, শুটিং কবে

    খাদ্যে বিষক্রিয়ায় মালদ্বীপে ১৬ বাংলাদেশি হাসপাতালে

    খাদ্যে বিষক্রিয়ায় মালদ্বীপে ১৬ বাংলাদেশি হাসপাতালে

    নিজেদের মধ্যে মারামারি-কাটাকাটি না করে আসুন আমরা এক থাকি সেনাপ্রধান

    নিজেদের মধ্যে মারামারি-কাটাকাটি না করে আসুন আমরা এক থাকি সেনাপ্রধান

    ইউক্রেনেই এখন ‌‌‘বিরক্তিকর’ হয়ে উঠেছেন জেলেনস্কি: পুতিন

    ইউক্রেনেই এখন ‌‌‘বিরক্তিকর’ হয়ে উঠেছেন জেলেনস্কি: পুতিন

    চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় গ্রেফতার ২ ভাই রিমান্ডে

    চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় গ্রেফতার ২ ভাই রিমান্ডে

    হয়নি টস, বৃষ্টির কারণে বিলম্ব অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচে

    হয়নি টস, বৃষ্টির কারণে বিলম্ব অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচে