নারায়ণগঞ্জের কালির বাজার মসলা পট্টিতে ভয়াবহ আগুন লেগেছে।আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।
রোববার রাত সাড়ে ১১টার দিকে বাজারের মসলার দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। পরে মুহূর্তের মধ্যে অন্যান্য দোকানে তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানান, রাতে কালীরবাজারের দোকানে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জ ও হাজিগঞ্জ ফায়ার স্টেশনের ৪টি ইউনিট কাজ করছে।
তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য দিতে পারেননি এই কর্মকর্তা।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১১টার দিকে কালির বাজার মসলা পট্টিতে আগুনের খবর পান তারা। দ্রুত আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়তে থাকে।
কালিরবাজার নারায়ণগঞ্জ শহরের বৃহৎ বাণিজ্যিক কেন্দ্র। এর একদিকে ওষুধের দোকান, কাপড়ের দোকান। অন্যদিকে খাদ্যসামগ্রীর পাইকারি দোকান আছে।