তামিমকে নিয়ে যা বললেন এভারকেয়ারের চিকিৎসকরা

এখন কেমন আছেন তামিম ইকবাল, সাভারের কেপিজে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা এবং রিং লাগানোর পর এভারকেয়ার হাসপাতালে আসার পর দেশসেরা ওপেনারের শরীরের অবস্থা এখন কেমন? ভক্তরা জানতে চাচ্ছেন, দুদিনে কি তামিমের শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে নাকি একই রকম আছে কিংবা চিকিৎসকরাই বা কী বলছেন।

কৌতূহলী ক্রিকেট অনুরাগীদের জন্য নতুন খবর দিয়েছেন এভারকেয়ারের চিকিৎসকরা। আজ বিকেলে এভারকেয়ার হাসপাতালে এক সংবাদ সম্মেলনে চিকিৎসকরা তামিমের সর্বশেষ অবস্থা নিয়ে উপস্থিত সাংবাদিকদের সাথে কথা বলেন।

সেখানে জানানো হয়েছে, এভারকেয়ার হাসপাতালে এখন হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর সাহাবউদ্দীন তালুকদারের চিকিৎসায় আছেন তামিম। এর বাইরে ৫ সদস্যের একটি মেডিকেল বোর্ডও গঠন করা হয়েছে। তারা তামিমকে খুঁটিয়ে দেখছেন। তার নিজের এবং পরিবারের ইতিহাসও জানছেন।

৩৬ বছর বয়সী তামিম মানতে পারছেন না, তার হার্ট অ্যাটাক হয়েছে। দেশসেরা এমন অবস্থানের কারণেই তার পরিবারের ইতিহাসও টানতে হলো চিকিৎসকদের।

বলে রাখা ভালো, তামিমের পরিবারের হৃদরোগের ইতিহাস আছে। তার বাবা দেশবরেণ্য ক্রীড়াবিদ জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খানের বড় ভাই প্রয়াত ইকবাল খানও হৃদরোগে আক্রান্ত ছিলেন। তামিমের বড় ভাই ও জাতীয় দলের সাবেক ওপেনার নাফিস ইকবালেরও হৃদরোগ হয়েছিল। সেগুলো চিকিৎসকরা জেনেছেন। সেসব বিবেচনায় নিয়ে তামিমের দৈনন্দিন জীবন, খাদ্যাভ্যাস পরিবর্তন এবং সুনিয়ন্ত্রিত জীবনযাপনের পরামর্শ দেওয়া হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, প্রফেসর সাহাবুদ্দীন তালুকদারের অধীনে ভর্তি আছেন তামিম। তিনি সুস্থ আছেন। একটা মেডিকেল বোর্ড হয়েছে ৫ সদস্যের। যার নেতৃত্বে আছেন প্রফেসর সাহাবউদ্দীন তালুকদার। তারা একটি গাইডলাইন তৈরি করেছেন। তামিমকে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হচ্ছে।

এদিকে চিকিৎসকরা একটি বড় তথ্য দিয়েছেন। তা হলো- তামিম ধূমপান করতেন। তাকে আগামীতে ধূমপান না করার পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু তামিম প্রাথমিকভাবে চিকিৎসকদের জানান, তিনি ধূমপান ছাড়া থাকতে পারবেন না। পরে চিকিৎসকরা যখন তাকে বারবার বুঝিয়ে বলেন, ধূমপান হৃদরোগীদের জন্য খুব খারাপ এবং পরিহারযোগ্য। তখন তামিম তা ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন বলে জানান।

তারপর তামিম ভেপ (ইলেক্ট্রনিক সিগারেট) খেতে চেয়েছিলেন। চিকিৎসকরা তাকে জানান, ভেপেও নিকোটিন আছে। তাই সেটাও করা যাবে না।

প্রফেসর সাহাবউদ্দীন তালুকদার ছাড়া এভারকেয়ার হাসপাতালের মেডিকেল ডিরেক্টর আরিফ রহমান সাংবাদিকদের বলেন, ‘এবার তামিমকে ধূমপান বন্ধ করতে হবে। চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হবে। স্যারের (প্রফেসর সাহাবউদ্দীন তালুকদারের) তত্ত্বাবধানে চলতে হবে। তার পরামর্শ মেনে চলতে হবে।’

চিকিৎসকরা জানান, তামিম এখন মোটামুটি স্থিতিশীল। হয়তো কয়েকদিন পর বাসায় যেতে পারবেন।

তামিম ক্রিকেটে ফিরতে পারবেন কি? যদি পারেন, তাহলে কত দিন পর?

এ প্রশ্নের জবাবে এভারকেয়ারের মেডিকেল ডিরেক্টর আরিফ রহমান এবং প্রফেসর সাহাবউদ্দীন তালুকদার জানান, তিন থেকে চার মাস পর পরীক্ষা-নিরীক্ষার পর বলা যাবে।

  • Related Posts

    চাঁদ দেখা গেছে, ঈদ সোমবার

    দেশের আকাশে রোববার (৩০ মার্চ) সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। সোমবার (৩১ মার্চ) মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। সন্ধ্যার পর পরই কক্সবাজার, নীলফামারীসহ দেশের…

    Continue reading
    ভারতে মসজিদে বিস্ফোরণ, গ্রেফতার ২

    ভারতের মহারাষ্ট্রে একটি মসজিদের ভেতরে রোববার (৩০ মার্চ) ভোরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে মসজিদের মেঝে ও কাঠামোয় ফাটল দেখা দিলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় জড়িত সন্দেহে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    চাঁদ দেখা গেছে, ঈদ সোমবার

    চাঁদ দেখা গেছে, ঈদ সোমবার

    ভারতে মসজিদে বিস্ফোরণ, গ্রেফতার ২

    ভারতে মসজিদে বিস্ফোরণ, গ্রেফতার ২

    সড়ক দুর্ঘটনায় নিহত পাশাপাশি সমাহিত হবেন একই পরিবারের চারজন, খোঁড়া হয়েছে কবর

    সড়ক দুর্ঘটনায় নিহত পাশাপাশি সমাহিত হবেন একই পরিবারের চারজন, খোঁড়া হয়েছে কবর

    দিল্লির দুর্দান্ত জয়ে স্টার্কের ৫, টানা দ্বিতীয় হার হায়দরাবাদের

    দিল্লির দুর্দান্ত জয়ে স্টার্কের ৫, টানা দ্বিতীয় হার হায়দরাবাদের

    শিল্পকলায় চলছে ‘চাঁদ রাত’র জমকালো আনন্দ অনুষ্ঠান

    শিল্পকলায় চলছে ‘চাঁদ রাত’র জমকালো আনন্দ অনুষ্ঠান

    কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের ঈদুল ফিতর উদযাপন

    কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের ঈদুল ফিতর উদযাপন

    প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

    প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

    দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

    দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

    ৩০ মার্চ ঈদ উদযাপন করছে যেসব দেশ

    ৩০ মার্চ ঈদ উদযাপন করছে যেসব দেশ

    গাজায় ঈদের দিনও ইসরায়েলি হামলা, নিহত ৫ শিশুসহ ৯ ফিলিস্তিনি

    গাজায় ঈদের দিনও ইসরায়েলি হামলা, নিহত ৫ শিশুসহ ৯ ফিলিস্তিনি