
সিলেট বিয়ানীবাজারে ট্রাকের ধাক্কায় সায়েম আহমদ নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
স্পতিবার (২২ মে) বেলা ১২টার দিকে সিলেট-বিয়ানীবাজার সড়কের শেওলা সেতুর সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই তরুণ বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের রায়খাইল গ্রামের বাসিন্দা।
এদিকে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামান জানান, সিলেট বিয়ানীবাজারে শেওলা সেতু সংলগ্ন এলাকায় চলন্ত ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের এ দুর্ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলেই সায়েম আহমদ নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করা হয় নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।