
আইপিএলের এবারের আসরের ২৫তম ম্যাচে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স আর চেন্নাই সুপার কিংস। ঘরের মাঠে টস হেরেছে চেন্নাই।
টস জিতে মহেন্দ্র সিং ধোনির চেন্নাইকে ব্যাটিং করার আমন্ত্রণ জানিয়েছেন কলকাতা অধিনায়ক আজিঙ্কা রাহানে। অর্থাৎ কলকাতা আগে ফিল্ডিং করবে।
দুই দলের মধ্যে সুবিধাজনক অবস্থানে আছে কলকাতা। ৫ ম্যাচের দুটিতে জিতে ৬ নম্বরে তারা। অন্যদিকে টানা চার ম্যাচ হারা চেন্নাই ৫ ম্যাচে এক জয় নিয়ে নয় নম্বরে।