ক্রিকেটারদের সঙ্গে বিসিবি প্রধানের বৈঠকে কেন তামিম ইকবাল?

সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড়। সদ্য পদত্যাগ করা পরিচালক খালেদ মাহমুদ সুজনের জায়গায় বিসিবি পরিচালনা পর্ষদে যুক্ত হচ্ছেন তামিম ইকবাল! এই গুঞ্জনটা আরও জোরালো হলো আজ বৃহস্পতিবার রাত থেকে।

আজ বিকেলে ভারতগামী টেস্ট দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সেখানে মুশফিক, লিটন, মিরাজ, তাসকিনদের সঙ্গে ছিলেন তামিম ইকবালও।

তামিম জাতীয় দলের বাইরে। কোনো ফরম্যাটেই খেলছেন না। তিনি কেন ভারতের বিপক্ষে সিরিজের টেস্ট দলের সঙ্গে বৈঠকে ডাক পেলেন?

তা নিয়ে প্রশ্ন অনেকের মনেই। সে প্রশ্নের সদুত্তর মেলেনি। কারণ বিসিবি প্রধান ফারুক আহমেদ ওই বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি।

ওদিকে জাতীয় দলের ম্যানেজার রাবিদ ইমামও বিসিবি প্রধানের সঙ্গে ক্রিকেটারদের একান্ত বৈঠকে উপস্থিত ছিলেন না। তাই বিসিবি প্রধান কেন কী কারণে ক্রিকেটারদের সঙ্গে বিসিবিতে বৈঠক করেছেন, তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

তবে একটি দায়িত্বশীল সূত্রে জানা গেছে, ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাতের মূল কারণ দুটি। প্রথম কারণ হলো, সৌজন্য সাক্ষাৎ। বলে রাখা ভালো, ফারুক আহমেদ বিসিবি সভাপতি হওয়ার পর ক্রিকেটারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে পারেননি। কারণ দল তখন পাকিস্তান সফরে ছিল। তাই ভারত সফরে যাওয়ার আগে আজ ক্রিকেটারদের সঙ্গে এক কাপ চা পানের পরিকল্পনা করেছেন ফারুক।

কিন্তু ভেতরের খবর, সেটাই শেষ কথা নয়। আসল কথা হলো, সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে ভারত সফর নিয়ে নয়, অন্য বিষয়ে কথা বলেছেন বিসিবি প্রধান। তার আলোচনার বিষয় ছিল ‘বিপিএল।’

গতবারের বিপিএলের আলোকে এবারের বিপিএল নিয়ে কথা বলেন ক্রিকেটাররা। আর বিপিএল ইস্যুতে কথা বলার জন্যই তামিম ইকবাল উপস্থিত ছিলেন।

তামিম আপাতত জাতীয় দলের বাইরে থাকলেও বিপিএলে নিয়মিতই অংশ নেন। তাই বিপিএল নিয়ে আলোচনা হবে বলেই তামিম সে বৈঠকে উপস্থিত ছিলেন।

জানা গেছে, তামিম ইকবালসহ ক্রিকেটারদের সে সব কথা মন দিয়ে শোনেন ফারুক। ক্রিকেটাররা বিসিবি সভাপতিকে গতবারের বিপিএলের নানা বিষয় নিয়ে কথা বলেন। পেমেন্ট নিয়েও তাদের অভিযোগের কথা জানান।

রংপুর রাইডার্স ছাড়া আর কোনো দলের শতভাগ পেমেন্ট হয়নি। সেটা বিসিবি সভাপতিকে জানিয়েছেন ক্রিকেটাররা। এছাড়া এবারের বিপিএলের নানা দিক নিয়েও কথা বলেন ক্রিকেটাররা। প্রতিযোগী দলের সংখ্যা, ক্রিকেটারদের পেমেন্ট আনুষঙ্গিক সুযোগ-সুবিধা এসব নিয়ে কথা বলেন ক্রিকেটাররা।

সেখানে এবারের আসরে বিপিএলের পেমেন্ট কমে যাওয়ার কথাও আলোচনা হয় বলে জানা গেছে। সব মিলে এবারের পরিবর্তিত পরিস্থিতি ও প্রেক্ষাপটে বিপিএলের সম্ভাব্য বিষয় নিয়ে কথা বলেন ক্রিকেটাররা। জানা গেছে, ফারুক আহমেদ ক্রিকেটারদের সব কথা মন দিয়ে শোনেন এবং বিপিএল আয়োজনের নিশ্চয়তা দেন।

  • Related Posts

    সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার ১৬০১

    সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত এক হাজার ৮৭ আসামিসহ ১৬০১ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) রাতে পুলিশ সদরদপ্তরের (পুলিশ হেডকোয়ার্টার্স) এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ…

    Continue reading
    যুক্তরাষ্ট্রে হাজারো বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল, গ্রেফতারের শঙ্কা

    যুক্তরাষ্ট্রে সম্প্রতি একের পর এক বিদেশি শিক্ষার্থীকে গ্রেফতার করা হচ্ছে, যাদের বেশিরভাগের বিরুদ্ধে কোনো অপরাধমূলক অভিযোগ নেই। এসব শিক্ষার্থী মূলত ফিলিস্তিনপন্থি বিক্ষোভে অংশ নেওয়ার জন্যই টার্গেট হয়েছেন বলে অভিযোগ উঠেছে।…

    Continue reading

    সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার ১৬০১

    সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার ১৬০১

    যুক্তরাষ্ট্রে হাজারো বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল, গ্রেফতারের শঙ্কা

    যুক্তরাষ্ট্রে হাজারো বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল, গ্রেফতারের শঙ্কা

    ফরিদপুরে বাসের ধাক্কায় অটোভ্যানের দুই যাত্রী নিহত

    ফরিদপুরে বাসের ধাক্কায় অটোভ্যানের দুই যাত্রী নিহত

    ১১ ওভারের মধ্যে জিতেও বিদায় ওয়েস্ট ইন্ডিজের, বিশ্বকাপে বাংলাদেশ

    ১১ ওভারের মধ্যে জিতেও বিদায় ওয়েস্ট ইন্ডিজের, বিশ্বকাপে বাংলাদেশ

    ওটিটিতে মুক্তি পেল তাসনিয়া ফারিণের প্রথম সিনেমা

    ওটিটিতে মুক্তি পেল তাসনিয়া ফারিণের প্রথম সিনেমা

    স্বাধীনতা দিবস উপলক্ষে মালয়েশিয়ায় কূটনীতিকদের সংবর্ধনা

    স্বাধীনতা দিবস উপলক্ষে মালয়েশিয়ায় কূটনীতিকদের সংবর্ধনা

    নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের তাগিদ

    নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের তাগিদ

    কঙ্গোতে নৌ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪৮, নিখোঁজ শতাধিক

    কঙ্গোতে নৌ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪৮, নিখোঁজ শতাধিক

    কুমিল্লায় বাসচাপায় প্রাণ গেল পথচারীর

    কুমিল্লায় বাসচাপায় প্রাণ গেল পথচারীর

    শিরোপা লড়াইয়ে আরও পিছিয়ে রোনালদোর আল নাসর

    শিরোপা লড়াইয়ে আরও পিছিয়ে রোনালদোর আল নাসর