
একদিকে বিশ্ব সেরা ক্রিকেটার শচীন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকার অন্যদিকে বলিউড অভিনেতা সাইফ আলি খানের মেয়ে সারা আলি খান। দুই সারার মধ্যে কার কাছে মন হারিয়েছেন জনপ্রিয় ভারতীয় ক্রিকেটার শুভমান গিল? শোবিজপাড়ায় যখন এমন গুঞ্জন চলছে তখন সে বিষয়ে অবশেষে মুখ খুলেছেন জনপ্রিয় এ ক্রিকেটার।
ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের প্রতিবেদন থেকে জানা যায়, সুদর্শন এ ক্রিকেট তারকার সঙ্গে অনেক তরুণীরই প্রেমের গুঞ্জন উঠেছে। তবে বেশি জোরালো গুঞ্জন দুই সেলিব্রেটি সারার সঙ্গেই। সম্প্রতি একটি অনুষ্ঠানে এ বিষয়ে শুভমানের কাছে কিছু জানতে চাইলে তিনি চমকপ্রদ তথ্য দেন।
শুভমান বলেন,
কোনও সারার সঙ্গেই প্রেম করছি না। আসলে কারো সঙ্গেই প্রেমের সম্পর্কে জড়াইনি। গত ৩ বছর ধরেই আমি বিশুদ্ধ ‘সিঙ্গেল’।
শুভমান আরও বলেন,
আমাকে নিয়ে অনেক কথা শুনেছি। অনেকের সঙ্গে আমার নাম জড়ানো হয়েছে। সব শুনে হাসি পায় খুব। কারণ এমন কারও সঙ্গে আমার নাম জড়ানো হয়, যার সঙ্গে কোনওদিন আমার দেখাই হয়নি। সবটাই অদ্ভুত।
ক্রিকেটের জন্য সারাবছর এত ব্যস্ত থাকতে হয় যে কারো সঙ্গে মন দেয়ানেয়ার সময় নেই বলেও জানান এ ক্রিকেটার। শুভমান বলেন, বছরের প্রায় ৩০০ দিনই বাড়ির বাইরে থাকি। সম্পর্ক তৈরির জন্য সময় প্রয়োজন যেটা এখন কাউকে দেয়া আমার জন্য সম্ভব হচ্ছে না।