
বাহুবলী খ্যাত জনপ্রিয় দক্ষিণী তারকা প্রভাসের বিয়ের খবর ছড়িয়ে পড়েছে সর্বত্র। বিয়ের খবর ছড়িয়ে পড়ার পরই একাধিক অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছে অভিনেতার। কাকে বিয়ে করতে চলেছেন প্রভাস, সে বিষয়ে সম্প্রতি প্রকাশ পেয়েছে নতুন এক তথ্য।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে’র প্রতিবেদন থেকে জানা যায়, বছরের শুরুতেই গুঞ্জন চলছিল দক্ষিণী অভিনেত্রী আনুশকা শেঠিকে বিয়ের করতে চলেছেন প্রভাস।

কিন্তু সে গুঞ্জন হারিয়ে যায় বলিউড অভিনেত্রী কৃতি শ্যাননের সঙ্গে প্রেমের সম্পর্কের গুঞ্জনে। ‘আদিপুরুষ’ সিনেমায় অভিনয়ের সময় কৃতি শ্যাননের সঙ্গে প্রভাসের প্রেমের গুঞ্জন জোরালো হলে নেটিজেনরা ধরেই নিয়েছিলেন কৃতিকেই বিয়ে করতে চলেছেন প্রভাস।
তবে দুই অভিনেত্রীর কাউকেই বিয়ে করছেন না প্রভাস, এমনই দাবি ভারতীয় গণমাধ্যমগুলোর। বিশ্বস্ত একটি সূত্র বলছে, কোনো অভিনেত্রীকেই বিয়ে করছেন না তিনি। বরং দীর্ঘদিন ধরে এক ধনকুবেরের কন্যার সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন এ সেলিব্রেটি।
জানা যায়, হায়দরাবাদের এক প্রভাবশালী ব্যবসায়ীর কন্যাকে মন দিয়েছেন প্রভাস। তাকেই এবার বিয়ে করতে চলেছেন।
চলতি বছরই বিয়ের পিঁড়িতে বসার পরিকল্পনা রয়েছে অভিনেতার। বিয়ের সব আয়োজনের দায়িত্বে রয়েছেন অভিনেতার চাচা বলিউড তারকা ও রাজনীতিবিদ কৃষ্ণন রাজুর স্ত্রী শ্যামলা দেবী।