
খালি গায়ে পেছন ফিরে বসে আছেন নায়ক, পাশে অস্ত্রধারী বেশ কয়েকজন যুবক। এমন একটি ছবি সম্প্রতি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন পরিচালক সঞ্জয় সমদ্দার। ছবিতে যে নায়ক বসে আছেন, তার নাম শরিফুল রাজ–বর্তমান সময়ে বাংলাদেশের সিনেমার অন্যতম শীর্ষ নায়ক। ছবিটি তার মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘ইনসাফ’-এর।
এই ছবিতে নেতিবাচক চরিত্রে দেখা দেবেন জীবন্ত কিংবদন্তি মোশাররফ করিম। আর রাজের বিপরীতে অভিনয়ের মধ্যে প্রথমবার ফর্মুলা সিনেমার নায়িকা হিসেবে হাজির হবে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ।
‘ইনসাফ’ সিনেমা থেকে রাজের সে ছবিটি প্রকাশের পর মুহূর্তেই তা চলচ্চিত্রসংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপে ছড়িয়ে পড়ে। তবে শরিফুল রাজ এখনো এ প্রসঙ্গে চুপ। যেন তিনি একেবারেই কথা বলতে চান প্রেক্ষাগৃহে, তার আগে নয়।
তবে ‘ইনসাফ’ সিনেমার নির্মাতা সঞ্জয় সমদ্দার বলেছেন, ‘কুরবানির ঈদে মুক্তির পরিকল্পনা রয়েছে আমাদের। একটি গানের শুটিং বাকি আছে। আগামী সপ্তাহেই হবে শুটিং। সঙ্গে চলছে সম্পাদনাও। সব ঠিক থাকলে মে মাসের প্রথম সপ্তাহ থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবো।’
নির্মাতা সঞ্জয় সমদ্দারের বড়পর্দায় আবির্ভাব টালিউডের সিনেমা ‘মানুষ’ দিয়ে। সে ছবিতে নায়ক ও প্রযোজক ছিলেন পশ্চিমবঙ্গের অভিনেতা জিৎ।