কলকাতায় হোটেলে আগুন, নিহত ১৪

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে। রাজ্যের কেন্দ্রে অবস্থিত বড়বাজারের মেছুয়ার ফলপট্টির একটি হোটেলে মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে ওই অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, মধ্য কলকাতার একটি হোটেলে আগুন লেগে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে। খবর এনডিটিভি, হিন্দুস্তান টাইমস।

পুলিশ জানিয়েছে, এই ঘটনা ঘটেছে বড়বাজার থেকে প্রায় ৮ কিলোমিটার দূরের ঋতুরাজ হোটেলে। তবে এরই মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা।

তিনি বলেন, ১৪টি মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে এবং বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। তদন্তের জন্য একটি বিশেষ দলও গঠন করা হয়েছে।

কী কারণে ওই অগ্নিকাণ্ড ঘটেছে সে বিষয়ে এখনো কিছু নিশ্চিত হওয়া যায়নি। কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার রাজ্য প্রশাসনের কাছে ক্ষতিগ্রস্তদের উদ্ধারের আহ্বান জানিয়েছেন। ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা রোধ করতে তিনি অগ্নিনিরাপত্তা ব্যবস্থার ‌কঠোর নজরদারির আহ্বান জানিয়েছেন।

আগুন লাগার পর একজন নিজেকে বাঁচাতে হোটেলের কার্নিশ থেকে ঝাঁপ দেন। তাকে সঙ্গে সঙ্গে কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে দেখে মৃত বলে ঘোষণা করেন। ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করেছে পুলিশ। তার নাম আনন্দ পাসোয়ান।

জানা গেছে, গত মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে কলকাতার বড়বাজার এলাকার মেছুয়া ফলপট্টির এক আবাসিক হোটেলে আগুন লাগে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। আতঙ্কে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। প্রাণ বাঁচাতে আতঙ্কে হোটেলের ছাঁদে উঠে পড়েন অনেকেই।

তীব্র ধোয়ার কারণে হোটেলটি গ্যাস চেম্বারে পরিণত হয়। ওই হোটেলে ঢোকা এবং বের হওয়ার একটাই সিঁড়ি। তাই অনেকেই নিচে নামতে না পেরে হোটেলের ভেতরেই আটকা পড়েন। আতঙ্কিত লোকজন মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে জানালার পাশে দাঁড়িয়ে নিজেদের উপস্থিতি জানান দেওয়ার চেষ্টা করতে থাকেন। দমকল বাহিনীর হাইড্রোলিক ল্যাডার এনে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারাও।

ফলপট্টিতে থাকা লোকজন প্রথমে আগুন দেখে চিৎকার চেঁচামেচি শুরু করেন। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় দমকল বাহিনী ও বড়বাজার পুলিশ ফাঁড়িতে। ঘটনাস্থলে দমকল বাহিনী পৌঁছে দ্রুত আগুন নেভানোর চেষ্টা করে। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের মোট ১০টি ইঞ্জিন ব্যবহার করা হয়।

কলকাতা বড়বাজার সেন্ট্রাল অ্যাভিনিউ এবং বিধান সরণির সংযোগকারী ওই রাস্তাটি বেশ ঘিঞ্জি। যে হোটেলে আগুন লেগেছে তার আশপাশে প্রচুর আবাসিক হোটেল, দোকান এবং বাড়ি আছে। ফলে দমকল বাহিনীর আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগে যায়। এছাড়াও দ্রুত আগুন ছড়িয়ে পড়ারও আশঙ্কা ছিল।

কলকাতা পুলিশ জানিয়েছে, অত্যন্ত ২৫ জনকে উদ্ধার করা হয়েছে। ছাদের কার্নিশ থেকে ঝাঁপ দিয়ে একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার (৩০ এপ্রিল) সকালের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়। আবাসিক হোটেলের ভেতর থেকে ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়।

দুর্ঘটনার পর স্থানীয় সময় ভোর চারটার দিকেই ঘটনাস্থলে উপস্থিত হয় কলকাতার মেয়র তথা রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, রাজ্যের নারী এবং শিশু কল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজা এবং কলকাতা পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা।

কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, আগুন নিয়ন্ত্রণ রয়েছে। কলকাতার এই অঞ্চলটি ঘিঞ্জি এলাকা, তাই দমকলকে আগুন নেভাতে বেগ পেতে হয়। তবে কীভাবে আগুন লাগলো তা দমকল ও কলকাতা পুলিশ খতিয়ে দেখবে। এই ঘটনার এফআইআর হবে এবং ঘটনার তদন্ত হবে।

ঘটনা তদন্তে এরই মধ্যে কলকাতা পুলিশ স্পেশাল ইনভেস্টিগেশন টিম (সিট) গঠন করেছে। বুধবার ঘটনাস্থলে যাচ্ছে ফরেন্সিক দল। কীভাবে অগ্নিকাণ্ড ঘটলো তা খতিয়ে দেখবে কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দল স্পেশাল ইনভেস্টিগেশন টিম (সিট)।

এদিকে এই ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে পশ্চিমবঙ্গের কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার কলকাতা কর্পোরেশনের তীব্র সমালোচনা করেছেন। তিনি বার্তা সংস্থা এএনআইকে বলেন, এটি একটি মর্মান্তিক ঘটনা। আগুন লেগেছে…অনেক মানুষ এখনও ভবনে আটকা পড়ে আছেন। কোনো নিরাপত্তা বা সুরক্ষা ব্যবস্থা ছিল না…আমি জানি না কর্পোরেশন কী করছে।

  • Related Posts

    বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর বিতরণ করবেন প্রধান উপদেষ্টা

    বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য বিশেষ আবাসন প্রকল্পে নির্মিত ঘর বিতরণ করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় প্রধান উপদেষ্টার তেজগাঁওয়ের কার্যালয়ে অনুষ্ঠানের মাধ্যমে এসব ঘর বিতরণ…

    Continue reading
    সুইডেনে বন্দুকধারীর হামলায় নিহত ৩

    সুইডেনের উপসালা শহরে বন্দুকধারীর হামলায় তিনজন নিহত হয়েছে। স্থানীয় পুলিশের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, উপসালা শহরের কেন্দ্রে অবস্থিত ভাকসালা স্কোয়ারে একটি সেলুনে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর বিতরণ করবেন প্রধান উপদেষ্টা

    বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর বিতরণ করবেন প্রধান উপদেষ্টা

    সুইডেনে বন্দুকধারীর হামলায় নিহত ৩

    সুইডেনে বন্দুকধারীর হামলায় নিহত ৩

    কলকাতায় হোটেলে আগুন, নিহত ১৪

    কলকাতায় হোটেলে আগুন, নিহত ১৪

    সন্ধ্যার মধ্যে বজ্রপাতসহ ৬০ কিমি বেগে ঝড় হতে পারে যেসব জেলায়

    সন্ধ্যার মধ্যে বজ্রপাতসহ ৬০ কিমি বেগে ঝড় হতে পারে যেসব জেলায়

    ৬ ম্যাচ নিষিদ্ধ রুডিগার, বেলিংহ্যামের লাল কার্ড প্রত্যাহার

    ৬ ম্যাচ নিষিদ্ধ রুডিগার, বেলিংহ্যামের লাল কার্ড প্রত্যাহার

    ‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক

    ‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক

    নিউইয়র্ক সিনেটে বাংলাদেশ ডে ও নববর্ষ উদযাপিত

    নিউইয়র্ক সিনেটে বাংলাদেশ ডে ও নববর্ষ উদযাপিত

    মোটরসাইকেল কিনতে ঋণ পাবেন পুলিশ সদস্যরা স্বরাষ্ট্র উপদেষ্টা

    মোটরসাইকেল কিনতে ঋণ পাবেন পুলিশ সদস্যরা স্বরাষ্ট্র উপদেষ্টা

    নরেন্দ্র মোদীর বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠক

    নরেন্দ্র মোদীর বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠক

    ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষে বৃদ্ধ নিহত

    ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষে বৃদ্ধ নিহত