ঈদযাত্রার দ্বিতীয় দিন আজ ট্রেনে স্বস্তিতে ঢাকা ছাড়ছে মানুষ

ধুমকেতু এক্সপ্রেস। সকাল ৬টায় কমলাপুর স্টেশন থেকে গন্তব্য রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায়। অন্যান্য দিনের মতো আজ সকালেও ঠিক সময়ে ঈদে ঘরে ফেরা মানুষদের নিয়ে ধুমকেতু এক্সপ্রেসের যাত্রার মধ্যদিয়ে দ্বিতীয় দিনের ঈদযাত্রা শুরু।

সকাল সাড়ে ৯টা পর্যন্ত ১১টি ট্রেন কমলাপুর স্টেশন ছেড়ে গেছে নিজ নিজ গন্তব্যে। এখনও ছাড়ার অপেক্ষায় আছে তিতাস কমিউটার, জামালপুর এক্সপ্রেস, একতা এক্সপ্রেস ও রুপসি বাংলা এক্সপ্রেস।

প্রতিবারের মতো এবারও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াতে বিশেষ ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। ঈদযাত্রাকে নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও উৎসবমুখর করতে প্রস্তুত করা হয়েছে কমলাপুর রেলওয়ে স্টেশন, নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। টিকিট কাউন্টার, প্ল্যাটফরমসহ সব জায়গায় রয়েছে র্যাব, পুলিশ, আনসার সদস্যের পাশাপাশি রেলওয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনী।

এবারের ঈদ যাত্রার প্রথম দিনে দুটি ট্রেন কিছুটা বিলম্বে ছাড়লেও দ্বিতীয় দিনে চিত্র পাল্টেছে। সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যথা সময়েই ছাড়ছে ট্রেন। কোনো বিলম্ব না থাকায় স্বস্তির কথা জানাচ্ছেন যাত্রীরা। তারা বলছেন, এভাবেই যেন ট্রেনে ভোগান্তিহীন যাত্রা চলে শেষ দিন পর্যন্ত। স্টেশন কর্তৃপক্ষ বলছে, আগাম প্রস্তুতি থাকায় যাত্রায় কোনো সমস্যা হবে না।

স্টেশনে আসা জামালপুর এক্সপ্রেসের যাত্রী সাফওয়ান জাগো নিউজকে বলেন, ট্রেনের টিকিট কাটতে ভোগান্তি হলেও যাত্রায় ভোগান্তি থাকে না। সবার মতো আমিও অনলাইনে টিকিট কেটেছিলাম, শঙ্কা ছিল শিডিউল বিপর্যয় হয় কি না। এখন স্টেশনে এসে দেখি আগেই ট্রেন দুই নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। নিশ্চয়ই ভালো হবে।

কমলাপুর রেলওয়ে স্টেশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জাগো নিউজকে বলেন, অন্যান্য বছর ঈদযাত্রায় ৮ থেকে ১০ জোড়া বিশেষ ট্রেন চালাতো বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। এবার সেটি কমিয়ে ৫ জোড়া করা হয়েছে। তাছাড়া প্রতিদিনের যাত্রায় কোনো ভোগান্তি যেন না হয় এজন্য আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি। আমরা যাত্রীদের সেবায় সর্বোচ্চ দিয়ে কাজ করছি। কমলাপুর স্টেশনে পৌঁছালে সে ট্রেন ছাড়ায় কোনো বিলম্ব হবে না।

এবারের ঈদযাত্রায় ৫ জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করা হবে। এগুলো হলো-ঢাকা দেওয়ানগঞ্জ রুটে দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল, চট্টগ্রাম-চাঁদপুর রুটে চাঁদপুর ঈদ স্পেশাল, ভৈরববাজার- কিশোরগঞ্জ রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল, ময়মনসিংহ-কিশোরগঞ্জ রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল এবং জয়দেবপুর-পার্বতীপুর রুটে পার্বতীপুর ঈদ স্পেশাল। ঈদযাত্রা উপলক্ষে ট্রেনগুলোতে বাড়তি ৪৪টি বগি যুক্ত করা হয়েছে। তাছাড়া ২৭শে মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল করা হয়েছে।

রেলওয়ের ঈদযাত্রায় নেওয়া কর্মপরিকল্পনা অনুযায়ী, ঈদের আগের দিন পর্যন্ত ঢাকাগামী একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর, চিলাহাটি ও বুড়িমারী এক্সপ্রেস ট্রেনগুলোর ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি থাকবে না। আর সুন্দরবন, মধুমতি, বেনাপোল, জাহানাবাদ, রূপসী বাংলা এক্সপ্রেস ও নকশীকাঁথা কমিউটার ট্রেন ঢাকা রেলওয়ে স্টেশনের শহরতলী প্ল্যাটফরম থেকে যাত্রা শুরু করবে বলে জানায় কমলাপুর রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ।

এদিকে, এবার ঈদের ফিরতি টিকিট বিক্রি হচ্ছে ৩ এপ্রিল থেকে। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আজ মঙ্গলবার পাওয়া যাবে আগামী ৪ এপ্রিলের টিকিট। একইভাবে ২৬, ২৭, ২৮, ২৯ ও ৩০ মার্চ পাওয়া যাবে যথাক্রমে ৫, ৬, ৭, ৮ ও ৯ এপ্রিলের টিকিট। তাছাড়া যাত্রীদের ভ্রমণের সুবিধায় ২৬ মার্চ থেকে জয়দেবপুর স্টেশন থেকে ঢাকামুখী এবং ঢাকা স্টেশন থেকে জয়দেবপুরমুখী আন্তঃজোনাল আন্তঃনগর ট্রেনে কোনো টিকিট ইস্যু করা হবে না।

  • Related Posts

    সোনার দামে নতুন রেকর্ড, ভরি ১ লাখ ৫৯ হাজার টাকা

    দেশের বাজারে সোনার দাম আবার বাড়ানো হয়েছে। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ২ হাজার ৪০৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে…

    Continue reading
    পোল্যান্ডের রাষ্ট্রদূত হলেন সাবেক আইজিপি ময়নুল

    পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত নিয়োগ পেয়েছেন। ১০ এপ্রিল থেকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন তিনি। বৃহস্পতিবার (১০ এপ্রিল) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সোনার দামে নতুন রেকর্ড, ভরি ১ লাখ ৫৯ হাজার টাকা

    সোনার দামে নতুন রেকর্ড, ভরি ১ লাখ ৫৯ হাজার টাকা

    পোল্যান্ডের রাষ্ট্রদূত হলেন সাবেক আইজিপি ময়নুল

    পোল্যান্ডের রাষ্ট্রদূত হলেন সাবেক আইজিপি ময়নুল

    বন্যায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, তিন দিনে ২৬ জনের মৃত্যু

    বন্যায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, তিন দিনে ২৬ জনের মৃত্যু

    গাজায় ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদে কুমিল্লায় বিএনপির র‌্যালি

    গাজায় ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদে কুমিল্লায় বিএনপির র‌্যালি

    রেকর্ড সংগ্রহের পর রেকর্ড ব্যবধানে থাইল্যান্ডকে হারালো বাংলাদেশ

    রেকর্ড সংগ্রহের পর রেকর্ড ব্যবধানে থাইল্যান্ডকে হারালো বাংলাদেশ

    কনসার্টে গায়ক রুবি পেরেজসহ ১১৩ জনের মৃত্যু!

    কনসার্টে গায়ক রুবি পেরেজসহ ১১৩ জনের মৃত্যু!

    ইতালিতে অভিবাসনপ্রত্যাশীদের ঢল, বাংলাদেশিসহ একদিনে উদ্ধার ২ হাজারের বেশি

    ইতালিতে অভিবাসনপ্রত্যাশীদের ঢল, বাংলাদেশিসহ একদিনে উদ্ধার ২ হাজারের বেশি

    রাজধানীতে ধূলিঝড়ের পর স্বস্তির বৃষ্টি

    রাজধানীতে ধূলিঝড়ের পর স্বস্তির বৃষ্টি

    ডোমিনিকান রিপাবলিকে নাইট ক্লাবের ছাদ ধসে নিহত বেড়ে প্রায় ২০০

    ডোমিনিকান রিপাবলিকে নাইট ক্লাবের ছাদ ধসে নিহত বেড়ে প্রায় ২০০

    লালমনিরহাটে কালবৈশাখীর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি

    লালমনিরহাটে কালবৈশাখীর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি