
গাজার নাসের হাসপাতালের কাছে সাংবাদিকদের অস্থায়ী তাঁবুতে সোমবার (৭ এপ্রিল) ইসরাইলি হামলায় গুরুতর দগ্ধ ফিলিস্তিনি সাংবাদিক আহমেদ মনসুর মারা গেছেন।
সংবাদমাধ্যম আল জাজিরা মঙ্গলবার (৮ এপ্রিল) এ খবর জানিয়েছে।
সোমবার ভোরের ওই হামলায় আরও দুজন নিহত এবং আটজন আহত হয়েছেন। তারা হলেন- হেলমি আল-ফাকাভি এবং ইউসুফ আল-খাজানদার।
তাদের মধ্যে আল-ফাকাভি প্যালেস্টাইন টুডে টিভির একজন সাংবাদিক ছিলেন বলে জানা গেছে।
আল জাজিরা বলছে, গাজায় হামলা চালিয়ে এ পর্যন্ত ২০০ জনেরও বেশি সাংবাদিককে হত্যা করেছে ইসরাইল।
এদিকে ফিলিস্তিনি চিকিৎসকরা জানিয়েছেন, সোমবার ভোর থেকে গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় নতুন করে আরও অন্তত ৬০ জন নিহত হয়েছেন।
এর মধ্যে দেইর এল-বালাহতে একটি বাড়িতে হামলায় নিহত নয়জন এবং খান ইউনিসের নাসের হাসপাতালের কাছে সাংবাদিকদের অস্থায়ী একটি তাঁবুতে বোমা হামলায় নিহত তিনজন রয়েছেন।