
ইউক্রেনের বিভিন্ন স্থানে রাশিয়ার হামলা অব্যাহত রয়েছে। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের দোব্রোপিলিয়া শহরে রাশিয়ার হামলায় কমপক্ষে ১১ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। খবর বিবিসির।
শুক্রবার গভীর রাতে চালানো ওই হামলায় আটটি আবাসিক ভবন এবং একটি প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে আঞ্চলিক জরুরি পরিষেবা। শহরটি রাশিয়া-নিয়ন্ত্রিত দোনেৎস্ক শহরের উত্তর-পশ্চিমে অবস্থিত।
হামলার কারণে আগুন ধরে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেন জরুরি বিভাগের কর্মীরা। সে সময় রুশ বাহিনী আবারও হামলা চালিয়েছে বলে জানা গেছে। এর আগে বৃহস্পতিবার রাতে রাশিয়ার হামলায় পাঁচজন নিহত হওয়ার খবর জানান ইউক্রেনের প্রসিকিউটররা।
এদিকে আগামী সপ্তাহে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের একটি দল সৌদি আরবে গিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির টিমের সঙ্গে সাক্ষাৎ করবেন। সেখানে তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, তিনি আশা করছেন এই আলোচনা অর্থবহ হবে। শুক্রবার তিনি বলেছেন, তার দেশ যত দ্রুত সম্ভব শান্তির জন্য প্রস্তুত আছে। তিনি একই সঙ্গে এটি অর্জনে সুনির্দিষ্ট পদক্ষেপের প্রস্তাব দিয়েছেন।
তিনি বলেন, প্রতিদিন রাশিয়ার নতুন হামলা এবং বাস্তবতা নিজেই প্রমাণ করে যে রাশিয়াকে শান্তির জন্য বাধ্য করা উচিত। জেলেনস্কি ট্রাম্পের সঙ্গে প্রকাশ্যে বাদানুবাদের বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছেন, ট্রাম্প জেলেনস্কির কাছ থেকে একটি চিঠি পেয়েছেন যেখানে ‘দুঃখপ্রকাশ’ এবং ‘কৃতজ্ঞতা প্রকাশের বিষয়টি’ রয়েছে।