
আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে বিচারকাজ শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে। শনিবার (১০ মে) রাতে উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
এদিকে সরকারের এ সিদ্ধান্তের পর আনন্দে মেতে ওঠেন বিভিন্ন জেলার মানুষ। তারা রাতেই মিষ্টি বিতরণসহ আনন্দ মিছিল বের করেন।
ফরিদপুর
বিচার নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সকল কার্যক্রম নিষিদ্ধ করায় তাৎক্ষণিক আনন্দ মিছিল হয়েছে ফরিদপুরে। শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শহরের জনতা ব্যাংকের মোড় থেকে বের হয়ে আনন্দ মিছিলটি ফরিদপুর প্রেসক্লাবের সামনে এসে পৌঁছায়।

এসময় সংক্ষিপ্ত বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফরিদপুর জেলার মুখ্য সংগঠক আনিসুর রহমান সজল, জিহাদুল ইসলাম রত্ন প্রমুখ।
চুয়াডাঙ্গা
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে চুয়াডাঙ্গায় নফল নামাজ আদায় করে আনন্দ মিছিল করেছে ছাত্রসমাজ। শনিবার রাত ১১টা ৩০ মিনিটে চুয়াডাঙ্গা সরকারি কলেজ চত্বরে দুই রাকাত নফল নামাজ আদায়ের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।
নামাজ শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক আসলাম হোসেন অর্ক, সদস্য সচিব সাফফাতুল ইসলাম, মুখ্য সংগঠক সজীব এবং ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি সাগরের নেতৃত্বে একটি মিছিল বের হয়। এতে ইসলামি ছাত্রশিবির, ইসলামিক ছাত্র আন্দোলন, হেফাজতে ইসলামসহ বিভিন্ন ইসলামপন্থি ছাত্র সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিলটি কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চুয়াডাঙ্গা বড় বাজারে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা আওয়ামী লীগ নিষিদ্ধের খবরকে ‘জনগণের বিজয়’ হিসেবে উল্লেখ করেন এবং ভবিষ্যতে দেশবিরোধী রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।
কিশোরগঞ্জ
আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধের খবরে কিশোরগঞ্জে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শহরের ঐতিহাসিক শহীদী মসজিদের সামনে থেকে বিক্ষোভকারী ছাত্র-জনতা এ আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন।

বিক্ষোভ মিছিলটি ঐতিহাসিক শহীদী মসজিদের সামনে থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক দক্ষিণ শেষে একই স্থান এসে শেষ হয়। এর আগে মিছিলকারীরা সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেন। আনন্দ মিছিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইসলামি ছাত্রশিবির, ইসলামী ছাত্র আন্দোলন, ছাত্র অধিকার পরিষদসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা এ মিছিলে অংশ নেন।
পঞ্চগড়
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ঘোষণায় পঞ্চগড়ে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল মুহূর্তে পরিণত হয় আনন্দ মিছিলে। শনিবার রাত ১১টার দিকে জেলা শহরের শেরেবাংলা মোড়ে বিক্ষোভ মিছিল বের করেন ছাত্র-জনতা। মিছিলটি জালাসী মোড়ের দিকে যাওয়ার সময় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ঘোষণা জানতে পারেন।
এক পর্যায়ে উত্তরের জেলা পঞ্চগড়ে বিক্ষোভ মিছিলটি আনন্দ মিছিলে পরিণত হয়। ছাত্র-জনতা বাদ্যযন্ত্র নিয়ে আনন্দ উল্লাস করেন। পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেরে বাংলা পার্ক মোড়ে শেষ হয়। এসময় নাচে-গানে ও বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে উঠে চারপাশ, সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে বিজয় মিছিল করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাধারণ শিক্ষার্থীরা। শনিবার রাত ১২টায় বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বর থেকে এই মিছিল বের করেন তারা। এরপর মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন হল প্রদক্ষিণ করেন।

এসময় ‘ইনকিলাব ইনকিলাব, ইনকিলাব জিন্দাবাদ’, ‘ওয়ান টু থ্রি ফোর আওয়ামী লীগ নো মোর’, ‘মুজিববাদ মুর্দাবাদ’, ‘ধর ধর লীগ ধর, ধরে ধরে জেলে ভর’সহ বিভিন্ন স্লোগান দেন তারা। এসময় প্রায় তিন শতাধিক শিক্ষার্থী এ বিজয় উল্লাসে অংশ নেন।
বেরোবি
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে আনন্দ মিছিল করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা। মিছিল শেষে ছাত্রশিবিরের পক্ষ থেকে মিষ্টি বিতরণ, পটকা ও আতশবাজি ফোটানো হয়। শনিবার রাত ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে আনন্দ মিছিল বের করে ছাত্র জনতা। এসময় চতুর্দিক থেকে সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে দেখা গেছে। মিছিলটি প্রধান ফটক হয়ে আবু সাঈদ চত্বর ও সর্দার পাড়া হয়ে পুনরায় প্রধান ফটকে এসে মিলিত হয়।