আইফোন যুক্তরাষ্ট্রে তৈরিতে ট্রাম্পের চাপ থাকলেও বাস্তবায়ন কঠিন

যুক্তরাষ্ট্রে অ্যাপলের আইফোন উৎপাদনে বাধ্য করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে উদ্যোগ নিচ্ছেন, তা বাস্তবায়নে আইনি ও অর্থনৈতিকভাবে বহু জটিলতা রয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

গত শুক্রবার (২৩ মে) ট্রাম্প হুমকি দেন, যুক্তরাষ্ট্রে তৈরি না হওয়া আইফোনের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। তার প্রশাসনের মূল লক্ষ্য—চীনসহ বিদেশ থেকে উৎপাদন খাত ফিরিয়ে এনে দেশেই কর্মসংস্থান বাড়ানো।

রোবটিক প্রযুক্তির অভাব

যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক সম্প্রতি সিবিএসকে বলেন,লাখ লাখ শ্রমিক ছোট ছোট স্ক্রু লাগিয়ে যে কাজ করেন, তা এখন যুক্তরাষ্ট্রে এনে স্বয়ংক্রিয় পদ্ধতিতে করা হবে, যেখানে মেকানিক ও ইলেকট্রিশিয়ানদের মতো দক্ষ কর্মীরা কাজ পাবেন।

তবে পরবর্তীতে সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে লুটনিক জানান, অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক তাকে বলেছেন, এমন উচ্চ-নির্ভুলতাসম্পন্ন রোবটিক প্রযুক্তি এখনো অ্যাপলের হাতে নেই। কুক বলেছেন, যেদিন সেই প্রযুক্তি তৈরি হবে, সেদিনই আমি উৎপাদন যুক্তরাষ্ট্রে নিয়ে আসবো।

আইনি ভিত্তি দুর্বল

শুল্ক আরোপের জন্য ট্রাম্প প্রশাসন ব্যবহার করতে পারে আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন। এই আইনের অধীনে কোনো ‘অসাধারণ হুমকি’ চিহ্নিত করে জরুরি অবস্থা ঘোষণা করলেই প্রেসিডেন্ট অর্থনৈতিক ব্যবস্থা নিতে পারেন।

তবে বিশেষজ্ঞ স্যালি স্টুয়ার্ট লিয়াং বলছেন, নির্দিষ্ট কোনো কোম্পানির বিরুদ্ধে শুল্ক আরোপের জন্য এই আইনে সরাসরি অনুমতি নেই, তবে প্রশাসন হয়তো এটিকে নিজেদের মতো করে ব্যাখ্যা করতে পারে।

আইনের ব্যবহার নিয়ে এখন নিউইয়র্কের আন্তর্জাতিক বাণিজ্য আদালতে একটি মামলাও চলছে, যেখানে ১২টি রাজ্য ট্রাম্পের আগের ‘লিবারেশন ডে’ শুল্ককে চ্যালেঞ্জ করেছে।

আইফোনের দাম তিনগুণ হতে পারে

বিশ্লেষক ড্যান আইভসের মতে, যুক্তরাষ্ট্রে আইফোন উৎপাদনে গেলে তা বাস্তবায়নেই ১০ বছর লেগে যেতে পারে এবং এতে একেকটি আইফোনের দাম দাঁড়াবে প্রায় সাড়ে তিন হাজার মার্কিন ডলার। বর্তমানে এর উচ্চতর মডেলের দাম প্রায় ১ হাজার ২০০ ডলার।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রে আইফোন উৎপাদনের ধারণা একটি রূপকথা, যা বাস্তবে সম্ভব নয়।

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ ব্রেট হাউসের মতে, আইফোনে শুল্ক বসানো হলে, অ্যাপলের সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হবে, খরচ বাড়বে এবং এর চাপ পড়বে সরাসরি ভোক্তার ওপর। এর কিছুই মার্কিন ভোক্তাদের জন্য ইতিবাচক নয়।

  • Related Posts

    গাজায় সামরিক অভিযান ইউরোপের চাপের মুখে ইসরায়েল, নীরব ট্রাম্প

    ইসরায়েলি দৈনিক ‘হারেৎজ’ এই সপ্তাহে তাদের এক শিরোনামে লিখেছে —‘কূটনৈতিক সুনামি আসছে’। পত্রিকাটি সতর্ক করে জানিয়েছে, গাজায় ‘সম্পূর্ণ উন্মত্ততা’র বিরুদ্ধে পদক্ষেপ নিতে শুরু করেছে ইউরোপ। সোমবার রাতে যুক্তরাজ্য, ফ্রান্স ও…

    Continue reading
    বগুড়ায় বাসচাপায় দাদি-নাতি নিহত

    বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী বাসচাপায় দাদি ও নাতি নিহত হয়েছেন। শনিবার (২৪ মে) সন্ধ্যায় মহাস্থান ওভারব্রিজের উত্তর পাশে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    গাজায় সামরিক অভিযান ইউরোপের চাপের মুখে ইসরায়েল, নীরব ট্রাম্প

    গাজায় সামরিক অভিযান ইউরোপের চাপের মুখে ইসরায়েল, নীরব ট্রাম্প

    বগুড়ায় বাসচাপায় দাদি-নাতি নিহত

    বগুড়ায় বাসচাপায় দাদি-নাতি নিহত

    তিনদিনেই জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারাল ইংল্যান্ড

    তিনদিনেই জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারাল ইংল্যান্ড

    রুদ্ধশ্বাস মৌসুমে ১ পয়েন্টে এগিয়ে সিরিআ চ্যাম্পিয়ন নাপোলি

    রুদ্ধশ্বাস মৌসুমে ১ পয়েন্টে এগিয়ে সিরিআ চ্যাম্পিয়ন নাপোলি

    ২৪ বছর পর ফিরছেন রাভিনা ট্যান্ডন

    ২৪ বছর পর ফিরছেন রাভিনা ট্যান্ডন

    মেহজাবীন বললেন, বিয়ের পর আমার ভাগ্য খুলে গেছে

    মেহজাবীন বললেন, বিয়ের পর আমার ভাগ্য খুলে গেছে

    ফ্রান্সে অনিয়মিত অভিবাসীদের বৈধতা লাভের নতুন সুযোগ

    ফ্রান্সে অনিয়মিত অভিবাসীদের বৈধতা লাভের নতুন সুযোগ

    উপদেষ্টা পরিষদের বিবৃতি দায়িত্ব পালন অসম্ভব করে তুললে জনগণকে নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার

    উপদেষ্টা পরিষদের বিবৃতি দায়িত্ব পালন অসম্ভব করে তুললে জনগণকে নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার

    রাত ১টার মধ্যে ১৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

    রাত ১টার মধ্যে ১৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

    আইফোন যুক্তরাষ্ট্রে তৈরিতে ট্রাম্পের চাপ থাকলেও বাস্তবায়ন কঠিন

    আইফোন যুক্তরাষ্ট্রে তৈরিতে ট্রাম্পের চাপ থাকলেও বাস্তবায়ন কঠিন