
মালয়েশিয়ায় অবৈধভাবে নদী থেকে বালু তোলার অভিযোগে তিন বাংলাদেশিসহ ছয়জনকে আটক করেছে স্থানীয় পুলিশের এলিট ফোর্স (পিজিএ)।
সোমবার (১২ মে) স্থানীয় সময় বিকেল ৪টার দিকে কেলানতাং রাজ্যের কুয়ালা ক্রাইয়ের একটি নদী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
অভিযানে একটি স্যান্ড সাকার মেশিন, খননকারী যন্ত্র, লরি এবং বালু স্থানান্তরের জন্য ব্যবহৃত অন্যান্য সরঞ্জামসহ সমস্ত যন্ত্রপাতি জব্দ করা হয়েছে।
আটকদের মধ্যে তিন বাংলাদেশি ছাড়াও তিনজন স্থানীয় নাগরিক রয়েছে।
পিজিএর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ব্রিগেডের কমান্ডার দাতুক নিক রস আযান আবদুল হামিদ জানান, পরিদর্শনে দেখা গেছে, ছয়জন সন্দেহভাজন ব্যক্তি ওই এলাকায় নদী থেকে বালু উত্তোলনের কাজ করছিল। বালু উত্তোলনের এই কার্যক্রমের জন্য তারা কোনো বৈধ অনুমতিপত্র দেখাতে না পারায় তাদের আটক করা হয়।
নিক রস আযান আরও জানান, জব্দকৃত সরঞ্জাম ও নিষ্কাশিত বালির আনুমানিক মূল্য ২ মিলিয়ন মালয়েশিয়ান রিঙ্গিত।
আটক সবাইকে পরবর্তী তদন্তের জন্য কোটা ভারু ভূমি ও খনিজ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ১৯৬২ সালের জাতীয় ভূমি কোডের ৪২৬ ধারা অনুযায়ী আরও তদন্ত করা হবে।