৯ গোলের থ্রিলার জিতে শেষ ষোলোতে বার্সা

চ্যাম্পিয়ন্স লিগে মনে রাখার মতো একটি ম্যাচই খেলেছে বার্সেলোনা। ৯ গোলের থ্রিলার ম্যাচে বেনফিকাকে ৫-৪ গোলে হারিয়েছে কাতালানরা। অবিশ্বাস্য জয়ে এক ম্যাচ হাতে রেখেই টুর্নােমেন্টের শেষ ষোলোতে জায়গা নিশ্চিত করেছে ক্লাবটি।

৩৬ দলের অংশগ্রহণে রাউন্ড রবিন পদ্ধতিতে হওয়া গ্রুপ পর্বে সেরা ৮ দল যাবে শেষ ষোলোতে। বার্সা সেই সেরা ৮ দলের মধ্যে অন্যতম হিসেবে গ্রুপপর্ব শেষ করলো।

বেনফিকার বিপক্ষে রোমাঞ্চকর জয়ে ৭ ম্যাচে বার্সার পয়েন্ট ১৮। টেবিলের দ্বিতীয় স্থানে আছে হান্সি ফ্লিকের দল। সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল।

গতকাল মঙ্গলবার অতিথি হয়ে পতুগালের এস্তাদিও দা লুজ স্টেডিয়ামে খেলতে যায় বার্সা। এরপর ম্যাচে হলো মহানাটকের মঞ্চায়ন। ভাগ্যের পেন্ডুলাম একবার বেনফিকার দিকে, আবার বার্সার দিকে ঘুরতে থাকে। নাটকীয় ম্যাচে শেষ হাসি ফোটে বার্সার মুখেই।

ম্যাচের ২ মিনিটে লিড নেয় বেনফিকা। গ্রিসের স্ট্রাইকার ভাঙ্গেলিস পাভলিদিসের গোলে ১-০ তে এগিয়ে যায় পর্তুগালের ক্লাবটি। প্রথমার্ধে হ্যাটট্রিকও করে ফেলেন গ্রিসের এই তারকা। এ অর্ধে অগোছালো বার্সার হয়ে একটি মাত্র গোল করেন বরার্ট লেওয়ানডস্কি (১৩ মিনিটে) । অর্থাৎ ৩-১ গোলে এগিয়ে বিরতিতে যায় বেনফিকা।

পাভলিদিস দ্বিতীয় গোল করেন ২২ মিনিটে। ৮ মিনিট পর সফল পেনাল্টি কিকে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। ডি-বক্সের ভেতর বেনফিকার কেরেম আক্তুরকোগলুকে ফাউল করেন বার্সার গোলরক্ষক ভয়চেক সিজনি।

প্রথমার্ধে বার্সার পক্ষে লেওয়ানডস্কির গোলটিও আসে পেনাল্টি কিকে। বার্সা তারকা আলেজান্দ্রো বালদেকে ডি-বক্সের ভেতর ফাউল করেন বেনফিকার টমাস আরাওহো।

৬৪ মিনিটে স্কোরলাইনের ব্যবধান (৩-২) কমান বার্সা তারকা রাফিনহা। দুর্দান্ত হেডে বেনফিকার জালে বল জমা করেন তিনি। ৪ মিনিট পর আবারও ব্যবধান বাড়িয়ে নেয় বেনফিকা (৪-২)। এবার আত্মঘাতী গোল হজম করে বার্সা। ভুল করে নিজেদের জালে বল জড়িয়ে দেন বার্সার রোনাল্ড আরাওহো।

৭৮ মিনিটে আবারও পেনাল্টিতে গোল পান লেওয়ানডস্কি। এতে ব্যবধান ৪-৩ এ নামিয়ে আনে বার্সা। ৮৬ মিনিটে বদলি তারকা এরিক গার্সিয়ার দুর্দান্ত হেডে ৪-৪ সমতায় ফেরে কাতালানরা। পেদ্রোর অসাধারণ ক্রস থেকে গোলটি করেন তিনি।

শেষ বাঁশি বাজার আগমুহূর্তে, ৯৬ মিনিটে জয়সূচক গোলটি করে বার্সা। রাফিনহার দ্বিতীয় গোলে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে ঘরে ফেরে সফরকারীরা। কাউন্টার অ্যাটাকে গোলটি করেন ব্রাজিলিয়ান তারকা। ২ মিনিট পর লাল কার্ড দেখেন বেনফিকার আর্থার কাব্রাল।

ম্যাচ শেষে গার্সিয়া বলেন, ‘এটি অবিশ্বাস্য জয়। পুরো খেলায় দলটি খেই হারায়নি। আপনি যখন শুরুতেই গোল হজম করেন, তখন আপনার পরিকল্পনা এলোমেলো হয়ে যায়। পরের রাউন্ডের জন্য যোগ্যতা অর্জন করা গুরুত্বপূর্ণ। আমরা এই উদ্দেশ্য মাথায় নিয়ে এসেছি।’

গ্রুপপর্বে বার্সার শেষ ম্যাচ আগামী বুধবার আটালান্টার বিপক্ষে।

  • Related Posts

    ওষুধ-রেস্তোরাঁ-মোবাইলে আগের ভ্যাট ফিরিয়ে চার প্রজ্ঞাপন

    ওষুধ, রেস্তোরাঁ, ওয়ার্কশপ ও মোবাইল সেবায় বর্ধিত ভ্যাট প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বুধবার (২২ জানুয়ারি) সংস্থাটির জনসংযোগ দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। এনবিআরের জনসংযোগ…

    Continue reading
    বেলজিয়ামের রাজা ও থাই প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের বৈঠক

    বেলজিয়ামের রাজা ফিলিপ ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংটার্ন শিনাওয়াত্রার সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সুইজারল্যান্ডের দাভোসে স্থানীয় সময় বুধবার (২২ জানুয়ারি) বিশ্ব অর্থনৈতিক ফোরামের শীর্ষ সম্মেলনের…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    ওষুধ-রেস্তোরাঁ-মোবাইলে আগের ভ্যাট ফিরিয়ে চার প্রজ্ঞাপন

    ওষুধ-রেস্তোরাঁ-মোবাইলে আগের ভ্যাট ফিরিয়ে চার প্রজ্ঞাপন

    বেলজিয়ামের রাজা ও থাই প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের বৈঠক

    বেলজিয়ামের রাজা ও থাই প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের বৈঠক

    তুরস্কে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬

    তুরস্কে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬

    বিমানের রোম ফ্লাইটে বোমা পাওয়া যায়নি, ইমিগ্রেশনে আটকা ২৫০ যাত্রী

    বিমানের রোম ফ্লাইটে বোমা পাওয়া যায়নি, ইমিগ্রেশনে আটকা ২৫০ যাত্রী

    দল জিতিয়ে সবাইকে ছাড়িয়ে গেলেন রোনালদো

    দল জিতিয়ে সবাইকে ছাড়িয়ে গেলেন রোনালদো

    ছত্রপতি শিবাজির স্ত্রী রূপে রাশমিকার চমক

    ছত্রপতি শিবাজির স্ত্রী রূপে রাশমিকার চমক

    স্থানীয়দের সঙ্গে দাঙ্গা, মালয়েশিয়ায় ১৫ বাংলাদেশির রিমান্ড

    স্থানীয়দের সঙ্গে দাঙ্গা, মালয়েশিয়ায় ১৫ বাংলাদেশির রিমান্ড

    জার্মান চ্যান্সেলরের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

    জার্মান চ্যান্সেলরের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

    দুই দিনে গাজায় শতাধিক গলিত মরদেহ উদ্ধার, জেনিনে চলছে ইসরাইলি তাণ্ডব

    দুই দিনে গাজায় শতাধিক গলিত মরদেহ উদ্ধার, জেনিনে চলছে ইসরাইলি তাণ্ডব

    ঘন কুয়াশায় ৪ দিন পর আবার দুই নৌপথে ফেরি বন্ধ, মাঝনদীতে আটকা ৫ ফেরি

    ঘন কুয়াশায় ৪ দিন পর আবার দুই নৌপথে ফেরি বন্ধ, মাঝনদীতে আটকা ৫ ফেরি